আবদুল্লাহ ইবনে মাসউদ

আব্দুল্লাহ ইবনে মাসউদ, (আরবি: عبدالله بن مسعود 'abdullāh ibn mas'ūd), ছিলেন ইসলামের নবী মুহাম্মদের (স) একজন সাহাবী বা সাথী। তিনি আবু আব্দুল্লাহনামেও পরিচিত ছিলেন।[1]:২৮৯মুহাম্মদ (স) মক্কায় ইসলাম প্রচার শুরু করার পর প্রথম দিকের ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি একজন। তিনি ৫৯৪ সালের দিকমক্কার[2]:১২১ তামিম গোত্রে জন্মগ্রহণ করেন।

আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রা.
আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবা চত্বরে কুরাইশদের সামনে কুরআন তিলাওয়াত করছেন; সিয়ারে নবী গ্রন্থের অণুচিত্র
মুহাম্মদ (সা) এর শিষ্য ও ছাত্র, ঐতিহাসিক
জন্মআনুমানিক হিজরতের ৩১-৩৭ বছর আগে।
মক্কাতুল মুক্কাররমা।
মৃত্যুআনুমানিক ৬৫০ খ্রিষ্টাব্দ
মদীনাতুল মুআযযমা
সম্মানিতইসলাম
যার দ্বারা প্রভাবিত হয়েছেনমুহাম্মাদ (সা)
যাকে প্রভাবিত করেছেনপরবর্তী হাদীস বর্ননাকারী এবং ফকিহগণ (বিশেষ হানাফি ফিকহ).

৬৬২ সালে তিনি কুফার কাজি হিসেবে নিযুক্ত হন।[3]

তথ্যসূত্র

  1. Muhammad ibn Jarir al-Tabari. Tarikh al-Rusul wa’l-Muluk. Translated by Landau-Tasseron, E. (1998). Volume 39: Biographies of the Prophet's Companions and Their Successors. Albany: State University of New York Press.
  2. Muhammad ibn Saad. Kitab al-Tabaqat al-Kabir vol. 3. Translated by Bewley, A. (2013). The Companions of Badr. Loon:TaHa Publishers.
  3. Michael G Morony (2005 [1984]). Iraq after the Muslim conquest ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ এপ্রিল ২০১৪ তারিখে. Princeton, NJ: Princeton University Press. আইএসবিএন ৯৭৮০৬৯১০৫৩৯৫০. p. 438.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.