শিলাইদহ
শিলাইদহ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত একটি এলাকা।[1][2] এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি অবস্থিত। রবীন্দ্রনাথ তার যৌবনকালের একটি উল্লেখযোগ্য সময় এখানে কাটিয়েছেন। শিলাইদহ কুঠিবাড়ির পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী।

শিলাইদহ কুঠিবাড়ি
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার একটি গ্রাম শিলাইদহ। পদ্মা নদীর কোল ঘেঁষে গ্রামটির পূর্ব নাম কসবা। রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ১৮০৭ সালে এ অঞ্চলের জমিদারি পান। পরবর্তিতে ১৮৮৯ সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদার হয়ে আসেন। এখানে তিনি ১৯০১ সাল পর্যন্ত জমিদারী পরিচালনা করেন। এ সময় এখানে বসেই তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, চিত্রা, চৈতালী, ইত্যাদি, গীতাঞ্জলী কাব্যের অনুবাদ কাজও শুরু করেন।[3][4] এখানে রবীন্দ্রনাথের সাথে দেখা করতে এসেছেন জগদীশ চন্দ্র বসু, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমথ চৌধুরী সহ আরো অনেকে।
চিত্রশালা
- শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি (২০১৫)
- শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি (২০১৫)
- শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি (২০১৫)
- শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি (২০০৮)
- শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি (২০০৮)
- শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি (২০১৫)
- শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি (২০০৮)
- শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি প্রাঙ্গনে সরোবর(২০০৮)
- কুঠিবাড়ির সামনের সড়কে পর্যটকদের জন্য উপহারের দোকান (২০০৮)
- কুঠিবাড়ির সরোবরে রক্ষিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ব্যবহৃত বজরার অনুকৃতি (২০১৬)
তথ্যসূত্র
- "Shilaidaha Kuthibari: Out of focus By Ershad Kamol"। www.kumarkhali.com। ২০১১-০৭-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১২-২৯।
- "Kuthibari of Rbindranath"। The Kushtia Times। সংগ্রহের তারিখ ২০১০-১২-২৯।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৪।
- Kenneth Schouler (৩০ সেপ্টেম্বর ২০১০)। The Everything Hinduism Book: Learn the traditions and rituals of the "religion of peace"। Adams Media। পৃষ্ঠা 189–। আইএসবিএন 978-1-4405-2213-0। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১২।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে শিলাইদহ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
![]() |
উইকিমিডিয়া কমন্সে শিলাইদহ কুঠিবাড়ি সংক্রান্ত মিডিয়া রয়েছে। |