লাহুলি স্পিতি ভাষা

লাহুলি-স্পিতি তিব্বতি ভাষা র একটি ছোট অংশ যা ভারতে ব্যবহৃত হয়। এই ভাষাটি প্রতিবেশী লাদাখির তুলনায় আদর্শ তিব্বতি ভাষার বেশি কাছাকাছি। লাদাখি ভাষা জম্মু কাশ্মীর এর উত্তর লাদাখে ব্যবহৃত হয়।

লাহুলি স্পিতি ভাষা
স্পিতি ভোতি
দেশোদ্ভবভারত
অঞ্চলহিমাচল প্রদেশ
মাতৃভাষী

চীনা-তিব্বতি
  • টিবেটো-কিন্নরি
    • বোদিশ
      • তিব্বতি
        • (পাশ্চাত্য উদ্ভাবনী)
          • লাহুলি স্পিতি ভাষা
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩বিভিন্ন প্রকার:
spt  স্পিতি ভোতি, ন্যাম
jda  জাড
sbu  স্টড ভোতি
cna  চ্যাংথাং
nes  ভোতি কিন্নরি
tpq  টুকপা
গ্লোটোলগlaha1255[1]

টুরনাড্রে(২০০৫) অনুসারে লাহুল-স্পিতির উপভাষাগুলি হল :[2]

  • লাহুলি(স্টড ভোতি)
  • স্পিতি
  • ন্যামকাট
  • চ্যাংথ্যাং

ভোতি কিন্নরি এবং টুকপা(নেসাং) ও হয়ত যোগ করা যেতে পারে

তথ্যসূত্র

  1. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "লাহুলি–স্পিতি"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
  2. N. Tournadre (2005) "L'aire linguistique tibétaine et ses divers dialectes." Lalies, 2005, n°25, p. 7–56
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.