রশিদ আহমেদ গাঙ্গোহি
আবু মাসুদ রশিদ আহমেদ ইবনে হিদায়াত আহমাদ আইয়ুবি আনসারি রামপুরি গাঙ্গুহী (উর্দু: ابو مسعود رشید احمد بن ہدایت احمد ایوبی انصاری رامپوری گنگوہی; আরবি: رشيد أحمد الكنكوهي, Rashīd Aḥmad al-Kankūhī; ১০ মে ১৮২৯[1] – ১১ আগস্ট ১৯০৫) ছিলেন ভারতীয় ইসলামি পন্ডিত ও সুফি। তিনি দেওবন্দ মাদ্রাসা কেন্দ্রিক দেওবন্দি ভাবধারার ইসলামি আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা। মুহাম্মদ কাসেম নানুতুবির মৃত্যুর পর তিনি দেওবন্দ মাদ্রাসার প্রধান নিযুক্ত হন। রশিদ আহমেদ গাঙ্গোহি ও মুহাম্মদ কাসেম নানুতুবি দুজনেই দেওবন্দের প্রতিষ্ঠাতা এবং হাজি ইমদাদউল্লাহ মুহাজির মাক্কির কাছে সুফিবাদ শিক্ষালাভ করেন।
রশিদ আহমেদ গাঙ্গুহী رشید احمد گنگوہی | |
---|---|
জন্ম | ১০ মে ১৮২৯ গাঙ্গোহ, ভারত (কোম্পানি শাসন) |
মৃত্যু | ১১ আগস্ট ১৯০৫ (৭৬ বছর) গাঙ্গোহ, ভারত (ব্রিটিশ শাসন) |
জাতিভুক্ত | ভারতীয় |
সম্প্রদায় | সুন্নী ইসলাম |
মাজহাব | হানাফি |
মূল আগ্রহ | আকিদা, তাফসির, তাসাউফ, হাদিস, ফিকহ |
উল্লেখযোগ্য ধারণা | দারুল উলুম দেওবন্দ |
সুফি তরিকা | চিশতিয়া-সাবিরিয়া-ইমদাদিয়া |
শিষ্য ছিলেন | হাজি ইমদাদউল্লাহ মুহাজির মাক্কি |
যাদেরকে প্রভাবিত করেছেন
|
দেওবন্দি আন্দোলন |
---|
সিরিজের অংশ |
দারুল উলুম দেওবন্দ, ভারত |
আদর্শ ও প্রভাব |
প্রতিষ্ঠাতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব |
|
গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান |
দারুল উলুম ও মাদ্রাসা
|
সহযোগী আন্দোলন |
তিনি ফিকহ ও সুফিবাদের উপর প্রায় ১৪টি বই লিখেছেন। এর মধ্যে ফতোয়া রাশিদিয়া ও হিদায়াতুশ শিয়া অন্যতম। তার অনুসারীরা তাকে একজন আলেম, হাকিম এবং শরিয়া আইন ও সুফি তরিকার ক্ষেত্রে অনুসরণীয় হিসেবে দেখে থাকে।
জন্ম
শিক্ষা জীবন
তথ্যসূত্র
- Brannon Ingram (University of North Carolina), Sufis, Scholars and Scapegoats: Rashid Ahmad Gangohi and the Deobandi Critique of Sufism, p 479.