শাব্বির আহমেদ উসমানি
শাব্বির আহমদ উসমানি (উর্দু: شبیر احمد عثمانی, Shabbīr Aḥmad ‘Usmānī; ৬ অক্টোবর ১৮৮৬ – ১৩ ডিসেম্বর ১৯৪৯) ছিলেন ভারতের একজন মুসলিম পন্ডিত। ১৯৪০ এর দশকে তিনি পাকিস্তান সৃষ্টিতে সমর্থন জানান। তিনি একজন ধর্মতাত্ত্বিক, লেখক, বক্তা, রাজনীতিবিদ এবং তাফসির ও হাদিসের পন্ডিত ছিলেন। সেসাথে তিনি শাইখুল হিন্দ মাহমুদুল হাসানের ছাত্র ও খলিফা ছিলেন।
শাব্বির আহমদ উসমানি Shabbir Ahmad Usmani شبير أحمد عثماني | |
---|---|
জন্ম | ৬ অক্টোবর ১৮৮৬ বিজনুর, ব্রিটিশ ভারত |
মৃত্যু | ১৩ ডিসেম্বর ১৯৪৯ বাগদাদ আল জাদিদ বাহাওয়ালপুর জেলা |
সমাধি স্থান | ইসলামিয়া সায়েন্স কলেজ করাচি, পাকিস্তান |
অঞ্চল | ভারতীয় উপমহাদেশ |
পেশা | উলামা, শিক্ষক, রাজনীতিবিদ |
সম্প্রদায় | সুন্নি ইসলাম |
মাজহাব | হানাফি |
আন্দোলন | দেওবন্দি |
মূল আগ্রহ | তাফসির, হাদিস, শরিয়া |
উল্লেখযোগ্য ধারণা | অবজেকটিভস রেসোলিউশন |
লক্ষণীয় কাজ | তাফসিরে উসমানি |
শিক্ষায়তন | দারুল উলুম দেওবন্দ |
সুফি তরিকা | চিশতি-সাবিরিয়া-ইমদাদিয়া |
শিষ্য ছিলেন | মাহমুদুল হাসান |
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন
|
দেওবন্দি আন্দোলন |
---|
সিরিজের অংশ |
দারুল উলুম দেওবন্দ, ভারত |
আদর্শ ও প্রভাব |
প্রতিষ্ঠাতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব |
|
গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান |
দারুল উলুম ও মাদ্রাসা
|
সহযোগী আন্দোলন |
তথ্যসূত্র
- Deoband Movement (1866-1947) at Storyofpakistan.com
- Rizwan Hussain. Pakistan and the emergence of Islamic militancy in Afghanistan. Ashgate Publishing, Ltd., 2005
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.