আনোয়ার শাহ কাশ্মিরি
সৈয়দ মুহাম্মদ আনোয়ার শাহ ইবনে মুয়াজ্জাম শাহ কাশ্মিরি (উর্দু: سيد محمد انور شاه بن معظم شاه کشمیری; আরবি: سيد محمد أنور شاه بن معظم شاه الكشميري الهندي, Sayyid Muḥammad Anwar Shāh ibn Mu‘aẓẓam Shāh al-Kashmīrī al-Hindī; ২৬ নভেম্বর ১৮৭৫ – ২৮ মে ১৯৩৩) ছিলেন ভারতের একজন মুসলিম পন্ডিত। তার কর্মজীবনে তিনি দারুল উলুম দেওবন্দসহ বেশ কিছু খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাদান করেছেন। দারুল উলুম দেওবন্দে তার সম্মানে একটি ফটকের নামকরণ করা হয়েছে। তিনি ইসলাম সম্পর্কে আরবি ও ফারসিতে বেশ কিছু বই লিখেছেন। তিনি তার স্মৃতিশক্তির জন্য পরিচিত। তার পুত্রের ভাষ্যমতে তিনি কিছু সংক্ষিপ্তভাবে পড়লে তার স্মৃতিতে ৩০ বছরের জন্য জমা হয়ে যেত, আর যদি তিনি বিস্তারিত পড়তেন তবে তা সারাজীবন মনে থাকত।
দেওবন্দি আন্দোলন |
---|
সিরিজের অংশ |
দারুল উলুম দেওবন্দ, ভারত |
আদর্শ ও প্রভাব |
প্রতিষ্ঠাতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব |
|
গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান |
দারুল উলুম ও মাদ্রাসা
|
সহযোগী আন্দোলন |
তথ্যসূত্র
- Chishti, Aaliyah (২০০৭)। "Maulana Anwar Shah Kashmiri"। Hamid Naseem Rafiabadi। Challenges to religions and Islam: a study of Muslim movements, personalities, issues and trends। Sarup & Sons। পৃষ্ঠা 922–944। আইএসবিএন 978-81-7625-732-9। সংগ্রহের তারিখ ২ মে ২০১১।
- Noor, Ahmad-Noor A.; Yoginder Sikand; Martin van Bruinessen (১ জানুয়ারি ২০০৮)। The Madrasa in Asia: Political Activism and Transnational Linkages। Amsterdam University Press। আইএসবিএন 978-90-5356-710-4।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.