দারুল উলুম নাদওয়াতুল উলামা

দারুল উলুম নাদওয়াতুল উলামা (উর্দু: دار العلوم ندوۃ العلماء, হিন্দি: दारुल उलूम नदवतुल उलमा, ইংরেজি: Darul Uloom Nadwatul Ulama) হলো ভারত-এর লখনৌ শহরে অবস্থিত একটি প্রখ্যাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান৷ ভারত সহ বিশ্বের অন্যান্য দেশের মুসলিম ছাত্ররা বিপুল সংখ্যায় এথানে পড়াশোনা করে৷

দারুল উলুম নাদওয়াতুল উলামা
নীতিবাক্য
إلی الإسلامِ مِن جدید
বাংলায় নীতিবাক্য
"ইলাল ইসলাম মিন জাদীদ"
ধরনইসলামী বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৮৯৪ খ্রিষ্টাব্দ
রেক্টররাবে হাসানী নাদভী
অধ্যক্ষসাঈদুর রহমান আযমী নাদভী
শিক্ষার্থী৪৫০০+
অবস্থান, ,
১২.৩৪° উত্তর ৯৮.৭৬° পশ্চিম / 12.34; -98.76
শিক্ষাঙ্গনশহর
ভাষাউর্দু, আরবি, ইংরেজি
ওয়েবসাইটwww.nadwatululama.org https://nadwa.in/

a Further education.

অবস্থান

ইতিহাস

১৮৯৪ সালে নদওয়াতুল উলামা প্রতিষ্ঠিত হয়। যার অগ্রনায়ক ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ আলী মাওনগরী রহ.। এর ৪ বছর পর ১৮৯৮ খ্রিষ্টাব্দে দারুল উলুম নাদওয়াতুল উলামার ভিত্তি স্থাপিত হয়।

কোর্স

শিক্ষা বর্ষ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.