দারুল উলুম দেওবন্দ

দারুল উলুম দেওবন্দ (হিন্দি: दारुल उलूम देवबन्द, আরবিউর্দু: دارالعلوم دیوبند) হল ভারতের একটি মাদরাসা। এখান থেকে দেওবন্দি আন্দোলনের সূত্রপাত হয়। উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে এই মাদ্রাসার অবস্থান। ১৮৬৬ সালে বেশ কয়েকজন বিশিষ্ট ইসলামি পণ্ডিত এটির প্রতিষ্ঠা করেন। মাওলানা মুহাম্মদ কাসেম নানুতুবি তাদের প্রধান ছিলেন। অন্যান্যদের মধ্যে ছিলেন মাওলানা রশীদ আহমেদ গাঙ্গুহী ও হাজী সাইদ আবিদ হুসাইন।এটি পৃথিবীর একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই মাদ্রাসার ছাত্র পুরো পৃথিবীতে অবদান রাখতেছে।

দারুল উলুম দেওবন্দ
دارالعلوم دیوبند
ধরনকওমি মাদ্রাসা
স্থাপিত৩১ মে ১৮৬৬ (1866-05-31)
আচার্যমজলিসে শুরা
অবস্থান
দেওবন্দ, সাহারানপুর
, ,
ওয়েবসাইটwww.darululoom-deoband.com

দেশ ভাগের বিরোধিতা

দারুল উলুম দেওবন্দের পণ্ডিতদের একটি বড় অংশ ভারত ভাগ করে দুই রাষ্ট্রব্যবস্থার বিরোধিতা করেন। [1][2][3] মাওলানা হুসাইন আহমেদ মাদানি পাকিস্তান ধারণার বিরোধিতাকারী পণ্ডিতদের অন্যতম ছিলেন। এ সময় তিনি মাদরাসার শায়খুল হাদিস হিসেবে কর্মরত ছিলেন এবং আলেমদের সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের নেতৃত্ব দেন। তিনি বলেন, "সবাইকে একটি গণতান্ত্রিক সরকারের জন্য প্রয়াস চালাতে হবে যাতে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিষ্টান ও পারসিরা অন্তর্ভুক্ত থাকবে। এধরনের স্বাধীনতা ইসলামসম্মত।" দেওবন্দ ধারা ইসলামের প্রাচীন রূপের পৃষ্ঠপোষকতা করে এবং যেকোনো প্রকার সহিংসতা থেকে নিজেকে দূরে রাখে।

স্বদেশিকতা

মুসলিম মহিলাদের নেল পলিশ পরা বা নখে বড় না রেখে তার বদলে মেহেন্দি পরা উচিত বলে দাবি দারুল উলমের।[4]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Abdus-Sattar Ghazzali ISLAMIC PAKISTAN: ILLUSIONS & REALITY
  2. A History of Pakistan and Its Origins By Christophe Jaffrelot, Gillian Beaumont, p. 224, আইএসবিএন ১-৮৪৩৩১-১৪৯-৬.
  3. Barelvi Islam. globalsecurity.org
  4. "Wear Mehndi"

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.