মাদ্রিদ ডার্বি

এল ডার্বি মাদ্রিলেনিয়ো (ইংরেজি: The Madrid Derby) হলো স্পেনের মাদ্রিদের দুটি ক্লাব আতলেতিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার ফুটবল ম্যাচের নাম। মূলত এটি দ্বারা স্পেনীয় চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অনুষ্ঠিত ম্যাচকে উল্লেখ করা হয়, তবে আজকাল এই শব্দটি সাধারণীকরণ করা হয়েছে এবং দুটি ক্লাবের মধ্যে প্রতিটি একক ম্যাচ এই নামটি অন্তর্ভুক্ত করা হয়ে থাকে; যেমন: উয়েফা চ্যাম্পিয়নস লীগ, কোপা দেল রে ইত্যাদি। এই দুটি ক্লাব ২০১৩–১৪ উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনালে দেখা হয়েছিল, এর ফলে উক্ত প্রতিযোগিতায় প্রথমবারের মতো একই শহরের দুটি ক্লাব ফাইনালে মুখোমুখি হয়েছিল।[1] তারা ২০১৮ উয়েফা সুপার কাপেও দেখা হয়েছিল; এর ফলে প্রথমবারের মতো একই শহরের দুটি ক্লাব উয়েফা সুপার কাপের মুখোমুখি হয়েছিল।

মাদ্রিদ ডার্বি
এল ডার্বি মাদ্রিলেনিয়ো
শহর মাদ্রিদ, স্পেন
দলসমূহআতলেতিকো মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ
প্রথম সাক্ষাৎআতলেতিকো মাদ্রিদ ১–২ রিয়াল মাদ্রিদ
কাম্পিওনাতো রেজিওনাল সেন্ত্রো
(২ ডিসেম্বর ১৯০৬)
সর্বশেষ সাক্ষাৎরিয়াল মাদ্রিদ ০–০ আতলেতিকো মাদ্রিদ
লা লিগা
(২৯ সেপ্টেম্বর ২০১৮)
পরবর্তী সাক্ষাৎআতলেতিকো মাদ্রিদ বনাম রিয়াল মাদ্রিদ
লা লিগা
(১০ ফেব্রুয়ারি ২০১৯)
মাঠওয়ান্দা মেত্রোপলিতানো
(আতলেতিকো মাদ্রিদ)
সান্তিয়াগো বার্নাব্যু
(রিয়াল মাদ্রিদ)
পরিসংখ্যান
সর্বাধিক জয়রিয়াল মাদ্রিদ (৬৯)
সর্বাধিক খেলোয়াড় উপস্থিতিমানুয়েল সানচিস (৪২)
সর্বোচ্চ গোলদাতাক্রিস্তিয়ানো রোনালদো (২২)
বৃহত্তম জয়আতলেতিকো মাদ্রিদ ৫–০ রিয়াল মাদ্রিদ
(১৯৪৭–৪৮ লা লিগা)
রিয়াল মাদ্রিদ ৫–০ আতলেতিকো মাদ্রিদ
(১৯৫৮–৫৯ লা লিগা)
রিয়াল মাদ্রিদ ৫–০ আতলেতিকো মাদ্রিদ
(১৯৮৩–৮৪ লা লিগা)

সকল ম্যাচ

২৯ সেপ্টেম্বর ২০১৮ অনুযায়ী[2]
ম্যাচ রিয়াল
মাদ্রিদের
জয়
ড্র আতলেতিকো
মাদ্রিদের
জয়
রিয়াল
মাদ্রিদের
গোল
আতলেতিকো
মাদ্রিদের
গোল
লীগ ম্যাচ ১৬৩ ৮৬ ৩৮ ৩৯ ২৮৬ ২১৫
কাপ ম্যাচ ৪২ ১৭ ১৪ ১১ ৫৭ ৪৫
লীগ কাপ ম্যাচ
সুপার কাপ ম্যাচ
চ্যাম্পিয়নস লীগ ম্যাচ ১৩
উয়েফা সুপার কাপ ম্যাচ
মোট ম্যাচ ২২১ ১০৯ ৫৬ ৫৬ ৩৫৭ ২৮০

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Kassam, Ashifa (১৮ মে ২০১৪)। "Madrid: One city, two teams, and a battle for the soul of the city"। The Guardian। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৮
  2. "Atlético Madrid » Record against Real Madrid". worldfootball.net. Retrieved 10 December 2016

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.