রিয়াল মাদ্রিদ ভলিবল

রিয়াল মাদ্রিদ ভলিবল ছিলো রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের ভলিবল শাখা।১৯৫৪ সালে ক্লাব সম্প্রসারণের কর্মপন্থা হিসেবে এই বিভাগ চালু করা হয়।তবে ১৯৮২–৮৩ মৌসুমের শাখাটি বাদ দেওয়া হয়।

রিয়াল মাদ্রিদ
পূর্ণ নামক্লাব ভলিবল রিয়াল মাদ্রিদ
প্রতিষ্ঠাকাল১৯৫৪
বিলুপ্তিকাল১৯৮৩ (1983)
মাঠপাসেও দে লা কাস্তেয়ানা, মাদ্রিদ (ধারণক্ষমতা:৪,০০০)
লীগসুপারলিগা মাস্কুলিনা
১৯৮২–৮৩১°
পোষাক
স্বগৃহ
অন্যত্র
চ্যাম্পিয়নশিপ
None

ইতিহাস

ক্লাবটি ১৯৫৪ সালে প্রতিষ্ঠা করা হয়।[1]

রিয়াল মাদ্রিদ ১৯৭৭-৭৮ ইউরোপীয় কাপের সেমিফাইনাল খেলছে। এখন পর্যন্ত এটা কোনো স্পেনীয় ক্লাবের সেরা প্রদর্শনী।

খারাপ আর্থিক অবস্থার কারণে ১৯৮২-৮৩ মৌসুমের পর শাখাটি বন্ধ করে দেওয়া হয়।বন্ধ আগ পর্যন্ত তারা ৭ টি লীগ ও ১২ টি কোপা দেল রে শিরোপা অর্জন করেছে।

অর্জন

  • সুপারলিগা (৭)

শিরোপা : ১৯৭২, ১৯৭৬, ১৯৭৭, ১৯৭৮, ১৯৭৯, ১৯৮০, ১৯৮৩

রানার্স আপ : ১৯৬৫, ১৯৭১, ১৯৭৪, ১৯৭৫, ১৯৮১, ১৯৮২

  • কোপা দেল রে (১২)

শিরোপা : ১৯৫৪, ১৯৫৬, ১৯৬০, ১৯৬৯, ১৯৭৩, ১৯৭৬, ১৯৭৭, ১৯৭৮, ১৯৭৯, ১৯৮০, ১৯৮১, ১৯৮৩

রানার্স আপ : ১৯৫৭, ১৯৬১, ১৯৬৩, ১৯৭১, ১৯৭৪

তথ্যসূত্র

  1. "Once campeones en busca de patrón"Diario El País (স্পেনীয়)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.