রিয়াল মাদ্রিদ ভলিবল
রিয়াল মাদ্রিদ ভলিবল ছিলো রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের ভলিবল শাখা।১৯৫৪ সালে ক্লাব সম্প্রসারণের কর্মপন্থা হিসেবে এই বিভাগ চালু করা হয়।তবে ১৯৮২–৮৩ মৌসুমের শাখাটি বাদ দেওয়া হয়।
![]() | |||
পূর্ণ নাম | ক্লাব ভলিবল রিয়াল মাদ্রিদ | ||
---|---|---|---|
প্রতিষ্ঠাকাল | ১৯৫৪ | ||
বিলুপ্তিকাল | ১৯৮৩ | ||
মাঠ | পাসেও দে লা কাস্তেয়ানা, মাদ্রিদ (ধারণক্ষমতা:৪,০০০) | ||
লীগ | সুপারলিগা মাস্কুলিনা | ||
১৯৮২–৮৩ | ১° | ||
পোষাক | |||
| |||
চ্যাম্পিয়নশিপ | |||
None |
রিয়াল মাদ্রিদের নিষ্ক্রিয় বিভাগসমূহ | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
ইতিহাস
ক্লাবটি ১৯৫৪ সালে প্রতিষ্ঠা করা হয়।[1]

রিয়াল মাদ্রিদ ১৯৭৭-৭৮ ইউরোপীয় কাপের সেমিফাইনাল খেলছে। এখন পর্যন্ত এটা কোনো স্পেনীয় ক্লাবের সেরা প্রদর্শনী।
খারাপ আর্থিক অবস্থার কারণে ১৯৮২-৮৩ মৌসুমের পর শাখাটি বন্ধ করে দেওয়া হয়।বন্ধ আগ পর্যন্ত তারা ৭ টি লীগ ও ১২ টি কোপা দেল রে শিরোপা অর্জন করেছে।
অর্জন
- সুপারলিগা (৭)
শিরোপা : ১৯৭২, ১৯৭৬, ১৯৭৭, ১৯৭৮, ১৯৭৯, ১৯৮০, ১৯৮৩
রানার্স আপ : ১৯৬৫, ১৯৭১, ১৯৭৪, ১৯৭৫, ১৯৮১, ১৯৮২
- কোপা দেল রে (১২)
শিরোপা : ১৯৫৪, ১৯৫৬, ১৯৬০, ১৯৬৯, ১৯৭৩, ১৯৭৬, ১৯৭৭, ১৯৭৮, ১৯৭৯, ১৯৮০, ১৯৮১, ১৯৮৩
রানার্স আপ : ১৯৫৭, ১৯৬১, ১৯৬৩, ১৯৭১, ১৯৭৪
তথ্যসূত্র
- "Once campeones en busca de patrón"। Diario El País। (স্পেনীয়)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.