রিয়াল মাদ্রিদ সি

রিয়াল মাদ্রিদ সি রিয়াল মাদ্রিদের দ্বিতীয় সংরক্ষিত দল হিসেবে ব্যবহৃত হতো।তবে ২০১৫ তে ক্লাবটি বন্ধ করে দেওয়া হয়।

রিয়াল মাদ্রিদ সি
পূর্ণ নামরিয়াল মাদ্রিদ ক্লাব দে ফুটবল
ডাকনামRMC
প্রতিষ্ঠিত১৯৫২ (রিয়াল মাদ্রিদ সি.এফ. এফিসিওনাদোস নামে)
বিঘটিত২০১৫
মাঠলা সিউদাদ দেল রিয়াল মাদ্রিদ,
মাদ্রিদ, স্পেন
ধারণক্ষমতা৩,০০০
চেয়ারম্যানফ্লোরেন্তিনো পেরেজ
ম্যানেজারহোসে আউরলিও গে
লীগতেরসেরা ডিভিশন – গ্রুপ ৭
২০১৪-১৫৯ম

ইতিহাস

রিয়াল মাদ্রিদ সি.এফ. এফিসিওনাদোস

১৯৫২ সালে রিয়াল মাদ্রিদ এই অপেশাদার দলটি গঠন করে।

রিয়াল মাদ্রিদ সি

১৯৯১ সালে নামকরণ নিয়ে নতুন নিয়মের কারণে ক্লাবটির নাম পরিবর্তন করে রাখা হয় রিয়াল মাদ্রিদ সি।খরচ কমানোর উদ্দেশ্যে ২০১৫ সালে ক্লাবটি বন্ধ করে দেয় রিয়াল মাদ্রিদ কতৃপক্ষ।[1][2]

অর্জন

  • তেরসেরা ডিভিশন
বিজয়ী (৫): ১৯৮৪-৮৫, ১৯৯০-৯১, ১৯৯১-৯২, ১৯৯৮-৯৯, ২০০৫-০৬
  • কোপা দে লা লিগা
বিজয়ী (১): ১৯৮২-৮৩ (কোপা দে লা লিগা তেরসেরা ডিভিশন)
  • কেম্পেয়নাতো দে এস্পানা দে আফিসিওনাদোস
বিজয়ী (৮): ১৯৫৯-৬০, ১৯৭১-৬২, ১৯৬২-৬৩, ১৯৬৩-৬৪, ১৯৬৪-৬৫, ১৯৬৫–৬৬, ১৯৯৬৬–৬৭, ১৯৬৯-৭০
  • কোপা দে কমিউনিদাদ
বিজয়ী (২): ২০০২-০৩

ম্যানেজার

  • টনি গ্রান্ডে ১৯৮৯-৯৬
  • জুয়ান মার্টিন ডেলগাডো ১৯৯৬-৯৭
  • মিগুয়েল এঙ্গেল পর্তুগাল ১৯৯৭
  • প্যাকো হার্নান্দেজ ১৯৯৭-৯৯
  • প্যাকো বুয়ো ১৯৯৯-২০০০
  • হোসে আউরেলিও গে ২০০০-০২
  • হোসে ম্যানুয়েল দিয়াজ ২০০২-০৩
  • প্যাকো বুয়ো ২০০৩-০৪
  • আব্রাহাম গার্সিয়া ২০০৪-০৭
  • হোসে মারিয়া সালমেরন ২০০৭-০৮
  • এন্তোনিও ডিয়াজ ২০০৮-০৯
  • আলবের্তো তরিল ২০০৯
  • মানোলো ২০০৯-২০১৩
  • হোসে অউরেলিও গে ২০১৩-১৫

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.