রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব (যুব)
রিয়াল মাদ্রিদ ইয়ুভেনিল হলো স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব, যেটি রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব-১৯ দল। এই ক্লাবটি দিভিসিওন দে অনারে গ্রুপ ৫-এ খেলে। রিয়াল মাদ্রিদ ইয়ুভেনিলের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে আতলেতিকো মাদ্রিদ এবং রায়ো ভায়েকানো।
পূর্ণ নাম | রিয়াল মাদ্রিদ ক্লাব দে ফুতবল ইয়ুভেনিল "এ" | |||
---|---|---|---|---|
ডাকনাম | লস ব্লাঙ্কোস (সাদা) লস মেরেঙ্গুয়েস (মেরিঙ্গু) লস ভাইকিঙ্গস (ভাইকিং) | |||
মাঠ | সিউদাদ রিয়াল মাদ্রিদ, ভালদেবেবাস, মাদ্রিদ, স্পেন | |||
ধারণক্ষমতা | ৬,০০০ অতিরিক্ত ৮০০ (গোলবারের পাশে) | |||
সভাপতি | ![]() | |||
কোচ | ![]() | |||
লীগ | দিভিসিওন দে অনার | |||
২০১৭–১৮ | দিভিসিওন দে অনার, স্তর ৫, ৩য় | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
|
রিয়াল মাদ্রিদের সক্রিয় বিভাগসমূহ | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
এই ক্লাবটি জাতীয় কোপা দে কাম্পেওনেস ইয়ুভেনিল এবং কোপা দেল রে ইয়ুভেনিল অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় লীগের অবস্থানে ভিত্তিতে উয়েফা যুব লীগে উত্তীর্ণ হয়।
দল | বয়স | ম্যানেজার | কোচ | বিভাগ | লীগ |
---|---|---|---|---|---|
ইয়ুভেনিল এ | ১৭–১৯ | দানিয়েল পোয়াতোস আলগাবা | দানিয়েল পোয়াতোস আলগাবা | ১ | দিভিসিওন দে অনার (গ্রুপ ৫) |
ইয়ুভেনিল বি | ১৬–১৮ | আলভারো বেনিতো | আলভারো বেনিতো | ২ | লিগা নাসিওনাল (গ্রুপ ১২) |
ইয়ুভেনিল সি | ১৫–১৭ | মানুয়েল ফের্নান্দেজ | মানুয়েল ফের্নান্দেজ | ৩ | প্রিমেরা দিভিসিওন আউতোনোমিকা (গ্রুপ ১) |
ইয়ুভেনিল এ
বর্তমান দল
- আগস্ট ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।
নোট: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফা যোগ্যতার নিয়ম অধীন নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।
|
|
আরও দেখুন
- লা ফাব্রিকা
- রিয়াল মাদ্রিদ কাস্তিয়া
- রিয়াল মাদ্রিদ সি
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.