রিয়াল মাদ্রিদ বালোনমানো

রিয়াল মাদ্রিদ বালোনমানো ছিলো রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের হ্যান্ডবল শাখা।১৯৫৯ সালে বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত ক্লাবটি সর্বোচ্চ জাতীয় লীগ লিগা অ্যাসোবলে খেলতো।

রিয়াল মাদ্রিদ
পূর্ণ নামরিয়াল মাদ্রিদ বালোনমানো
ডাক নামমেরেঙ্গুয়েজ
প্রতিষ্ঠাকাল২২ মার্চ, ১৯৫২
বিলুপ্তকাল১৯৫৯ (1959)
এরিনামাদ্রিদ, স্পেন
ধারণক্ষমতা?
লীগলিগা অ্যাসোবল
১৯৫৮–৫৯?
স্বগৃহ
অন্যত্র

ইতিহাস

১৯৫২ সালে প্রতিষ্ঠিত রিয়াল মাদ্রিদ বালোনম্যানো বা রিয়াল মাদ্রিদ বিএমকে স্পেনীয় হ্যান্ডবলের সবচেয়ে কঠিন দল হিসেবে বিবেচনা করা হয়েছিল, যা জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। দল ১৯৫২-৫৩ মৌসুমে লিগা অ্যাসোবল (দেশের প্রধান হ্যান্ডবল লিগ) এর শিরোপা জিতেছে। যদিও রিয়াল মাদ্রিদ ধারাবাহিক বছরগুলিতে ভাল প্রদর্শনী দেখায়, ক্লাবটি ১৯৫৯ সালে এই বিভাগটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়।[1]

শিরোপা

  • লিগা অ্যাসোবল (১):১৯৫২–১৯৫৩

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.