বিগ ব্যাশ লীগ

কেএফসি টি২০ বিগ ব্যাশ লীগ অস্ট্রেলিয়ার ঘরোয়া টুয়েন্টি২০ ক্রিকেট প্রতিযোগিতাবিশেষ। ২০১১ সালে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘটে। এ প্রতিযোগিতাটি পূর্বতন কেএফসি টুয়েন্টি২০ বিগ ব্যাশের স্থলাভিষিক্ত হয়। প্রতিযোগিতার শীর্ষ দুই দল চ্যাম্পিয়ন্স লীগ টুয়েন্টি২০ প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা লাভ করে।

কেএফসি
বিগ ব্যাশ লীগ
বিগ ব্যাশ লীগের লোগো
দেশ অস্ট্রেলিয়া
ব্যবস্থাপকক্রিকেট অস্ট্রেলিয়া
খেলার ধরনটুয়েন্টি২০
প্রথম টুর্নামেন্ট২০১১-১২
শেষ টুর্নামেন্ট২০১৩-১৪
পরবর্তী টুর্নামেন্ট২০১৪-১৫
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন ও নক-আউট ফাইনাল
দলের সংখ্যা
বর্তমান চ্যাম্পিয়নপার্থ স্কর্চার্স (২য় শিরোপা)
সর্বাধিক সফলপার্থ স্কর্চার্স (২ শিরোপা)
যোগ্যতাচ্যাম্পিয়ন্স লীগ টুয়েন্টি২০
সর্বাধিক রানঅ্যারন ফিঞ্চ (৮৫৩)
সর্বাধিক উইকেটবেন লাফলিন (৩৫)
টিভিনেটওয়ার্ক টেন
ওয়েবসাইটবিগব্যাশ

ইতিহাস

ট্রফি

বিগ ব্যাশ লীগ ট্রফির নকশা নির্ধারণে ২০১১ সালে প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুধুমাত্র অস্ট্রেলীয় নকশাকারদের জন্য এ প্রতিযোগিতা উন্মুক্ত ছিল। অবশেষে ১৩ ডিসেম্বর, ২০১১ তারিখে ট্রফির নকশা উন্মোচন হয়।[1][2]

সম্প্রসারণ

আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আরও অঞ্চলকে সম্পৃক্ত করতে এ প্রতিযোগিতার সম্প্রসারণের বিষয়টি বিবেচনাধীন রয়েছে। ২০১২ সালে এ পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রস্তাবিত দলগুলোতে নিউক্যাসল, ক্যানবেরা, জিলং ও গোল্ড কোস্টসহ নিউজিল্যান্ডভিত্তিক একটি দলকেও প্রতিযোগিতায় অন্তর্ভুক্তির কথা উল্লেখ করা হয়।[3][4] ক্রিকেট বিশ্লেষক মার্ক ওয়াহ ফক্স স্পোর্টসে মন্তব্য করেন যে, প্রতিযোগিতা সম্প্রসারণের চিন্তা-ভাবনার ফলে এটি গড়পড়তা লীগে পরিণত করবে। কিন্তু এ পরিকল্পনা বাতিল হয় মূলতঃ প্রস্তাবিত শহরগুলোয় যথোপযুক্ত ক্রিকেট সুযোগ-সুবিধার অভাবে।[5][6]

বর্তমান দলসমূহ

৮টি শহরভিত্তিক ফ্রাঞ্চাইজ দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তন্মধ্যে শেফিল্ড শীল্ডে অংশগ্রহণকারী ছয়টি রাজ্য দলও এতে রয়েছে। প্রতিটি রাজ্যের প্রধান শহর থেকে একটি করে ও সিডনি এবং মেলবোর্ন থেকে দুইটি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। দলের নাম ও পোষাকের রঙ ৬ এপ্রিল, ২০১১ তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়।[7]

মানচিত্রে

স্ট্রাইকার্স
হিট
হারিকেন্স
স্টার্স
রেনেগেডেস
সিক্সার্স
বিগ ব্যাশ লীগের ফ্রাঞ্চাইজ দলসমূহ

দলের তালিকা

দল শহর রাজ্য নিজস্ব মাঠ কোচ অধিনায়ক বিদেশী খেলোয়াড়
অ্যাডিলেড স্ট্রাইকার্স অ্যাডিলেড দক্ষিণ অস্ট্রেলিয়া অ্যাডিলেড ওভাল জেসন গিলেস্পি ট্রাভিস হেড
কলিন ইনগ্রাম
ইয়ন মর্গ্যান
ব্রিসবেন হিট ব্রিসবেন কুইন্সল্যান্ড গাব্বা ড্যানিয়েল ভেট্টোরি ক্রিস লিন
ব্রেন্ডন ম্যাককুলাম
মুজিব উর রহমান
হোবার্ট হারিকেন্স হোবার্ট তাসমানিয়া ব্লান্ডস্টোন অ্যারিনা আডাম গ্রিফিথ টিম পেইন
ম্যাথু ওয়েড
টাইমল মিলস
মেলবোর্ন রেনেগেডেস মেলবোর্ন ভিক্টোরিয়া ইতিহাদ স্টেডিয়াম অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড অ্যারন ফিঞ্চ
ক্যামেরন হোয়াইট
টম কুপার
হ্যারি গার্নি
মোহাম্মাদ নবী
মেলবোর্ন স্টার্স মেলবোর্ন ভিক্টোরিয়া মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড স্টিফেন ফ্লেমিং জন হেস্টিংস
গ্লেন ম্যাক্সওয়েল
ডোয়েন ব্র্যাভো
সন্দীপ লেমিচেনি
পার্থ স্কর্চার্স পার্থ পশ্চিম অস্ট্রেলিয়া ওয়াকা গ্রাউন্ড এ্যাডাম ভোজেস মিচেল মার্শ
এস্টন টার্নার
ডেভিড উইলি
সিডনি সিক্সার্স সিডনি নিউ সাউথ ওয়েলস সিডনি ক্রিকেট গ্রাউন্ড গ্রেগ শিপ্পেরড মইসেস হেনরিকুইস
যোহান বোথা
জো ডেনলি
টম কুররেন
সিডনি থান্ডার সিডনি নিউ সাউথ ওয়েলস এএনজেড স্টেডিয়াম
সিডনি শোগ্রাউন্ড স্টেডিয়াম
শেন বন্ড শেন ওয়াটসন জো রুট
জস বাটলার

তথ্যসূত্র

  1. "KFC T20 Big Bash League – Top three trophies as chosen by you"। Bigbash.com.au। ৮ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৪
  2. "KFC T20 Big Bash League – The trophy has been revealed"। Bigbash.com.au।
  3. Cricket Australia considering Big Bash expansion. Retrieved 17 January 2012
  4. Cricket Australia looks at expanding KFC T20 Big Bash League on back of incredible ratings and crowd figures. Retrieved 17 January 2012
  5. "Articles from January 27, 2012"। Sports News First। ২৭ জানুয়ারি ২০১২। ৩১ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৪
  6. Kerry, Craig (১২ জানুয়ারি ২০১২)। "Newcastle lacking for big bash"। Newcastle Herald।
  7. New look and feel for freshly formed Big Bash teams, ESPNcricinfo. Retrieved 22 April 2011.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.