বিগ ই (কুস্তিগীর)
ইটোর ইওয়েন (জন্ম: মার্চ ১, ১৯৮৬) হলেন একজন মার্কিন পেশাদার কুস্তিগীর, সাবেক ভারোত্তলনকারী এবং সাবেক আমেরিকান ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউইর সাথে সংযুক্ত রয়েছেন, যেখানে তিনি ডাব্লিউডাব্লিউই স্ম্যাকডাউন ব্র্যান্ডে বিগ ই নামে কুস্তি করেন। তিনি বর্তমানে দ্য নিউ ডে এর সদস্য, যেখানে তার সাথে রয়েছেন কফি কিংস্টন এবং জেভিয়ের উডস।
মার্চ ২০১৫ সালে বিগ ই | |
জন্ম নাম | ইটোর ইওয়েন |
---|---|
জন্ম | টাম্পা, ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র | মার্চ ১, ১৯৮৬
পেশাদারি কুস্তি ক্যারিয়ার | |
রিংয়ে নাম | বিগ ই[1] বিগ ই ল্যাংস্টন[2][3] বিগি ল্যাংস্টন[2] ইটোর ইওয়েন[2] উইলিয়াম ল্যাংস্টন[2] |
কথিত উচ্চতা | ৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার)[4] |
কথিত ওজন | ২৮৫ পা (১২৯ কেজি)[4] |
কথিত প্রশিক্ষণকেন্দ্র | টাম্পা, ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র[4] |
প্রশিক্ষক | ফ্লোরিডা চ্যাম্পিয়নশীপ রেসলিং[2] ডাব্লিউডাব্লিউই এনএক্সটি[2] |
অভিষেক | ডিসেম্বর ১৭, ২০০৯[2] |
২০০৯ সালে ডাব্লিউডাব্লিউইর সাথে সংযুক্ত হবার পূর্বে, ইওয়েন একজন ভারোত্তলনকারী ছিলেন। তখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ভারোত্তলন চ্যাম্পিয়ন ছিলেন। ডাব্লিউডাব্লিউই এ, তিনি ১ বার ডাব্লিউডাব্লিউই আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়নশিপ, ১ বার ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ এবং ১ বার এনএক্সটি চ্যাম্পিয়নশিপ (তখন তিনি ডাব্লিউডাব্লিউইর উন্নয়নমূলক ব্রান্ড এনএক্সটিতে ছিলেন) জয়লাভ করেছেন। দ্য নিউ ডে ট্যাগ টিমের সদস্য হিসেবে তিনি ডাব্লিউডাব্লিউইর ইতিহাসে সবচেয়ে বেশি দিন রাজত্ব করা ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম চ্যাম্পিয়ন ছিলেন।
তথ্যসূত্র
- Caldwell, James। "Caldwell's WWE Main Event results 2/12: Big E. drops "Langston," then 3MB; Wyatts in six-man tag, Natalya, more"। Pro Wrestling Torch। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৬, ২০১৪।
- "Profile"। Online World of Wrestling। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৮, ২০১২।
- "FCW Profile"। Florida Championship Wrestling। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৮, ২০১২।
- "Big E bio"। WWE। সংগ্রহের তারিখ মার্চ ২৩, ২০১৬।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে বিগ ই সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ডাব্লিউডাব্লিউই.কম-এ বিগ ই
- ফেসবুকে বিগ ই
- টুইটারে বিগ ই
- ইন্টারনেট মুভি ডেটাবেজে বিগ ই (ইংরেজি)