জ্যাক গ্যালাহার (কুস্তিগীর)

অলিভার ক্লাফি[4] (জন্ম: জানুয়ারী ৭, ১৯৯০) হলেন একজন ব্রিটিশ পেশাদার কুস্তিগীর এবং সাবেক মিশ্র মার্শাল আর্টস শিল্পী। তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউইর সাথে সংযুক্ত রয়েছেন, যেখানে তিনি ব্র্যান্ডের ক্রুজারওয়েট বিভাগে জ্যাক গ্যালাহার নামে কুস্তি করেন। ফিউচারশক এবং গ্র্যান্ড প্রো রেসলিংয়ে তিনি এফসিডাব্লিউ চ্যাম্পিয়নশিপ এবং জিপিডাব্লিউ ব্রিটিশ চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছেন। একই সাথে তিনি একজন মার্জিত ট্যাগ টিম প্রতিযোগী। তিনি এলেক্স সায়নাইডের সাথে লিথাল ডোজ নামে ফিউচারশক ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছেন। তার তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন ব্যক্তিত্ব তাকে তার একক ক্যারিয়ারে অনেক সুযোগ সৃষ্টি করে দিয়েছে এবং একই সাথে এটি তাকে পূর্বে এবং বর্তমানে অনেক রেসলিং ভক্ত জুগিয়েছে। অনলাইনে তার ভক্তরা তাকে "এ ব্রেথ অফ ফ্রেশ এয়ার" এবং "এ মাচ-নিডেড শট ইন দ্য আর্ম ফোর ডাব্লিউডাব্লিউই" নামে ডাকে।

জ্যাক গ্যালাহার
সেপ্টেম্বর ২০১৬ সালে ক্লাফি
জন্ম নামঅলিভার ক্লাফি
জন্ম (1990-01-07) ৭ জানুয়ারি ১৯৯০
ম্যানচেস্টার,
গ্রেটার ম্যানচেস্টার, ইংল্যান্ড,
যুক্তরাজ্য
পেশাদারি কুস্তি ক্যারিয়ার
রিংয়ে নামজেন্টলম্যান জ্যাক গ্যালাহার[1]
জ্যাক এন্থনি
জ্যাক গ্যালাহার
জ্যাক টক্সিক
কথিত উচ্চতা ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মিটার)[1]
কথিত ওজন১৬৭ পা (৭৬ কেজি)[1]
কথিত
প্রশিক্ষণকেন্দ্র
ম্যানচেস্টার, ইংল্যান্ড
প্রশিক্ষকএলেক্স শেন[2]
বিলি রবিনসন[3]
অভিষেকনভেম্বর ৪, ২০০৬[2]

তথ্যসূত্র

  1. "Gentleman Jack Gallagher"WWE। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৭
  2. Jack Gallagher « Wrestlers Database « CAGEMATCH
  3. Billy Robinson, Billy Riley
  4. http://wrestlingdata.com/index.php?befehl=bios&wrestler=9251

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.