বেকি লিঞ্চ

রেবেকা কিউইন (জন্ম ৩০ জানুয়ারি ১৯৮৭) হলেন একজন আইরিশ পেশাদারি কুস্তিগির। সে বর্তমানে ডাব্লিউডাব্লিউই এর সাথে চুক্তিবদ্ধ আছেন, সেখানে সে বেকি লিঞ্চ হিসেবে কুস্তি লড়েন। সে রেবেকা কনক হিসেবে স্বাধীনভাবে কুস্ত কর্মজীবন শুরু করেন। রেবেকা ২০০২ সালের জানুয়ারি মাসে ফেরগাল ডেভিট এবং পল ট্রেসির কাজ পেশাদারি কুস্তির প্রশিক্ষণ গ্রহণ শুরু করে। তার পাঁচ মাস পর তার অভিষেক শুরু হিয়। প্রথম দিকে রেবেকা আইয়ারল্যান্ডে কাজ শুরু করে এবং মাঝেমাঝে তার ভাইয়ের সাথে দল গঠন করে।

বেকি লিঞ্চ
২০১৬ সালে রেসেলম্যানিয়া ৩২ এক্সেসে বেকি লিঞ্চ
জন্ম নামরেবেকা কিউইন[1]
জন্ম (1987-01-30) ৩০ জানুয়ারি ১৯৮৭
ডাবলিম, আইয়ারল্যান্ড
বাসস্থানঅরল্যান্ডো, ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র
শিক্ষা প্রতিষ্ঠানDublin Institute of Technology
পেশাদারি কুস্তি ক্যারিয়ার
রিংয়ে নামবেকি লিঞ্চ
Rebecca Knox
কথিত উচ্চতা ফুট ৬ ইঞ্চি (১.৬৮ মিটার)
কথিত ওজন১৩৫ পা (৬১ কেজি)
কথিত
প্রশিক্ষণকেন্দ্র
ডাবলিন, আইয়ারল্যান্ড
প্রশিক্ষকফেরগাল ডেবিট
Gonzo De Mondo
NWA UK Hammerlock
Paul Tracey
অভিষেক১১ নভেম্বর ২০০২

তথ্যসূত্র

  1. "Online World of Wrestling profile"। Online World of Wrestling। ৮ ডিসেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০০৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.