জেমস এলসওর্থ (কুস্তিগীর)
জেমস এলসওর্থ মরিস (জন্ম: ডিসেম্বর ১১, ১৯৮৪) হলেন একজন মার্কিন পেশাদার কুস্তিগীর এবং পেশাদার কুস্তি সহায়তাকারক। তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউইর সাথে সংযুক্ত রয়েছেন, যেখানে তিনি ডাব্লিউডাব্লিউই স্ম্যাকডাউন ব্র্যান্ডে জেমস এলসওর্থ নামে কুস্তি করেন।[2] পূর্বে মরিস "প্রিটি" জিমি ড্রিম নামে স্বাধীন সার্কিটে কুস্তি করেছেন।[1]
জন্ম নাম | জেমস এলসওর্থ মরিস[1] |
---|---|
জন্ম | [1] বাল্টিমোর, ম্যারিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র[1] | ডিসেম্বর ১১, ১৯৮৪
বাসস্থান | গ্লেন বার্নি, ম্যারিল্যান্ড]], মার্কিন যুক্তরাষ্ট্র[1] |
সন্তান | ২[1] |
পরিবার | ক্রিস নাইটমেয়ার[1] |
পেশাদারি কুস্তি ক্যারিয়ার | |
রিংয়ে নাম | জেমস এলসওর্থ জিমি ড্রিম[1] |
কথিত উচ্চতা | ৫ ফুট ৯ ইঞ্চি (১.৭৫ মিটার)[2] |
কথিত ওজন | ১৭৬ পাউন্ড (৮০ কেজি)[1] |
প্রশিক্ষক | এক্সল রোটেন[1] |
অভিষেক | জুন ৫, ২০০২[1] |
তথ্যসূত্র
- "James Ellsworth profile"। Cagematch। সংগ্রহের তারিখ অক্টোবর ২১, ২০১৬।
- "James Ellsworth"। WWE.com। সংগ্রহের তারিখ নভেম্বর ২৩, ২০১৬।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.