দ্য নিউ ডে (পেশাদার কুস্তি)

দ্য নিউ ডে হলো একটি পেশাদার কুস্তি ট্যাগ টিম যেটি বিগ ই, কফি কিংস্টন এবং জেভিয়ের উডসকে নিয়ে গঠিত। তারা বর্তমানে ডাব্লিউডাব্লিউইর সাথে সংযুক্ত রয়েছেন, যেখানে তারা ডাব্লিউডাব্লিউই স্ম্যাকডাউন ব্র্যান্ডে কুস্তি করেন। তারা হচ্ছেন ২ বারের ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম চ্যাম্পিয়ন। তাদের দ্বিতীয় রাজত্বে তারা ডাব্লিউডাব্লিউইর ইতিহাসে সবচেয়ে বেশি দিন (৪৮৩ দিন) উক্ত চ্যাম্পিয়নশিপে রাজত্ব করা চ্যাম্পিয়নে পরিণত হয়।[1] দ্য নিউ ডে তাদের চ্যাম্পিয়নশিপটি ফ্রি-বার্ড নিয়মে রাজত্ব করেছে, যার ফলে তাদের দলের তিনজনই চ্যাম্পিয়ন হিসেবে পরিগণিত হয়েছে।

দ্য নিউ ডে
বাম হতে ডানে: উডস, বিগ ই এবং কিংস্টন
পেশাদার কুস্তি দল
সদস্যগণবিগ ই
কফি কিংস্টন
জেভিয়ের উডস
নাম(সমূহ)দ্য নিউ ডে
উচ্চতাবিগ ই: ৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার)
কফি: ৬ ফুট ০ ইঞ্চি (১.৮৩ মিটার)
উডস: ৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার)
মিলিত
ওজন
৭০২ পা (৩১৮ কেজি)
কথিত
প্রশিক্ষণকেন্দ্র
প্রোভিন্স রোড আইল্যান্ড
অভিষেকজুলাই ২১, ২০১৪
সক্রিয়তা২০১৪–বর্তমান
পদোন্নতিডাব্লিউডাব্লিউই

তথ্যসূত্র

  1. "Raw Tag Team Championships"WWE.comWWE। সংগ্রহের তারিখ জুলাই ১৩, ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.