এনএক্সটি চ্যাম্পিয়নশিপ
এনএক্সটি চ্যাম্পিয়নশীপ হল পেশাদারি কুস্তি চ্যাম্পিয়নশীপ। যেটির মালিক ডাব্লিউডাব্লিউই। এটা ডাব্লিউডাব্লিউই এর উন্নায়নমূলক শাখা এনএক্সটির চ্যাম্পিয়নশীপ।
এনএক্সটি চ্যাম্পিয়নশীপ | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() বর্তমান এনএক্সটি চ্যাম্পিয়নশীপ বেল্ট | |||||||||||||||||||
তথ্য | |||||||||||||||||||
পদোন্নতি | ডাব্লিউডাব্লিউই | ||||||||||||||||||
ব্র্যান্ড | এনএক্সটি | ||||||||||||||||||
প্রতিষ্ঠা | ১ জুলাই ২০১২ | ||||||||||||||||||
বর্তমান চ্যাম্পিয়ন | ববি রুড | ||||||||||||||||||
জয়ের তারিখ | ২০ আগস্ট ২০১৬ | ||||||||||||||||||
|
ইতিহাস
প্রথম চ্যাম্পিয়ন টুর্নামেন্ট
কুয়াটার-ফাইনাল | সেমি-ফাইনাল | ফাইনাল | ||||||||||||
রিক স্টিমবোট | Pin | |||||||||||||
লিয়ো ক্রুগার | ||||||||||||||
রিল স্টিমবোট | ||||||||||||||
জিন্দার মহল | সাব | |||||||||||||
জিন্দার মহল | সাব | |||||||||||||
বো ড্যালাস | ||||||||||||||
জিন্দার মহল | ||||||||||||||
সেথ রলিন্স | পিন | |||||||||||||
সেথ রলিন্স | Pin | |||||||||||||
Drew McIntyre | ||||||||||||||
সেথ রলিন্স | Pin | |||||||||||||
মাইকেল ম্যাকগিলিকাট্টি | ||||||||||||||
মাইকেল ম্যাকগিলকাট্টি | Pin | |||||||||||||
জাস্টিন গ্যাবরিয়েল | ||||||||||||||
রাজত্ব

210pxপ্রাক্তন বিজেতা শিন্সুকে নাকামুরা
)
রাজত্ব | তালিকাভুক্ত নির্দিষ্ট সংখ্যা হল রাজত্বের সংখ্যা |
---|---|
স্থান | যেই শহরটিতে চ্যাম্পিয়ন হয়েছে |
অনুষ্ঠান | যেই অনুষ্ঠানটিতে চ্যাম্পিয়ন হয়েছে |
— | খালি রাজত্বের জন্য ব্যবহৃত, এটি মূল রাজত্বের সাথে গোনা হয় না |
+ | বর্তমান রাজত্বকে ইঙ্গিত করে, যা প্রতিনিয়ত পরিবর্তন হয় |
ক্রমিক নং. | চ্যাম্পিয়ন | রাজত্ব | তারিখ | দখলের দিন | স্থান | আয়োজন | মন্তব্য | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|---|---|---|
১ | সেথ রলিন্স | ১ | জুলাই ২৬, ২০১২ | ১৩৩ | উইন্টার পার্ক, ফ্লোরিডা | এনএক্সটি | ৮ জনের টুর্নামেন্টের ফাইনালে জিন্দার মাহালকে হারিয়ে উদ্বোধনী চ্যাম্পিয়ন হয়। | [1] |
২ | বিগ ই ল্যাংস্টন | ১ | ডিসেম্বর ৬, ২০১২ | ১৬৮ | উইন্টার পার্ক, ফ্লোরিডা | এনএক্সটি | এটি ছিল নো দিসকুয়ালিফিকেশন ম্যাচ। এই পর্বটি ৯ই জানুয়ারী ২০১৩ সালে প্রচারিত হয়। | [2] |
৩ | বো ডালাস | ১ | মে ২৩, ২০১৩ | ২৮০ | উইন্টার পার্ক, ফ্লোরিডা | এনএক্সটি | এই পর্বটি ১২ই জুন ২০১৩ সালে প্রচারিত হয়। | [3] |
৪ | অ্যাডরিয়ান নেভিল | ১ | ফেব্রুয়ারি ২৭, ২০১৪ | ২৮৭ | উইন্টার পার্ক, ফ্লোরিডা | এনএক্সটি এরাইভাল | এটি ছিল ল্যাডার ম্যাচ। | [4] |
৫ | সামি জ্যাইন | ১ | ডিসেম্বর ১১, ২০১৪ | ৬২ | উইন্টার পার্ক, ফ্লোরিডা | এনএক্সটি টেকঅভার: আর এভলুশন | এটি ছিল টাইটেল বনাম ক্যারিয়ার ম্যাচ। যদি জ্যাইন এই ম্যাচে হেরে যেত, তাহলে তাকে স্বেচ্ছায় এনএক্সটি ছেড়ে চলে যেতে হতো। | [5] |
৬ | কেভিন ওয়েন্স | ১ | ফেব্রুয়ারি ১১, ২০১৫ | ১৪৩ | উইন্টার পার্ক, ফ্লোরিডা | এনএক্সটি টেকঅভার: রাইভাল | ওয়েন্স জ্যাইনকে হারিয়ে দেয়, যখন রেফারি জানায় যে জ্যাইন আর খেলাটা খেলতে পারবে না। | [6] |
৭ | ফিন ব্যালর | ১ | জুলাই ৪, ২০১৫ | ২৯২ | টোকিও, জাপান | দ্য বীস্ট ইন দ্য ইস্ট | [7] | |
৮ | সামোয়া জো | ১ | এপ্রিল ২১, ২০১৬ | ১২১ | লওয়েল, ম্যাসাচুসেট্স | হাউস শো | [8][9] | |
৯ | শিন্সুকে নাকামুরা | ১ | আগস্ট ২০, ২০১৬ | 1222+ | ব্রুকলিন, নিউ ইয়র্ক | এনএক্সটি টেকঅভার: ব্রুকলিন ২ | [10] |
মোট রাজত্ব

দীর্ঘতম শাসনকারী চ্যাম্পিয়ন ফিন ব্যালর
ডিসেম্বর ২৫, ২০১৯ অনুযায়ী,
† | বর্তমান চ্যাম্পিয়নকে নির্দেশ করে |
---|---|
ক্রম | চ্যাম্পিয়ন | রাজত্তের সংখ্যা |
মোট দিন |
---|---|---|---|
১ | ফিন ব্যালর | ১ | ২৯২ |
২ | অ্যাডরিয়ান নেভিল | ১ | ২৮৭ |
৩ | বো ডালাস | ১ | ২৮০ |
৪ | বিগ ই ল্যাংস্টন | ১ | ১৬৮ |
৫ | কেভিন ওয়েন্স | ১ | ১৪৩ |
৬ | সেথ রলিন্স | ১ | ১৩৩ |
৭ | সামোয়া জো | ১ | ১২১ |
৮ | সামি জ্যাইন | ১ | ৬২ |
৯ | শিন্সুকে নাকামুরা † | ১ | 1222+ |
তথ্যসূত্র
- "Seth Rollins' first reign"। NXT Wrestling। সংগ্রহের তারিখ ২০১২-০৭-২৬।
- "NXT spoilers: New champion, The Shield involved, Nash's role, Hall of Famer at next TV taping"। Pro Wrestling Torch। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৩।
- Santiago, Andres। "5/23 NXT spoilers from Full Sail University"। PWInsider। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৩।
- "JAMES' WWE NXT "ARRIVAL" REPORT 2/27 - Week 87: Live Network show coverage, plus Overall Reax"। Pro Wrestling Torch। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৭, ২০১৪।
- Caldwell, James (ডিসেম্বর ১১, ২০১৪)। "Caldwell's WWE NXT Takeover Results 12/11"। Pro Wrestling Torch। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১১, ২০১৪।
- James, Justin (ফেব্রুয়ারি ১১, ২০১৫)। "James' WWE NXT TakeOver Report 2/11"। Pro Wrestling Torch। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৩, ২০১৫।
- Caldwell, James (জুলাই ৪, ২০১৫)। "Caldwell's WWE Network special report 7/4: Complete "virtual-time" coverage of "Beast in the East" - Lesnar's in-ring return, Owens vs. Balor for NXT Title, more"। Pro Wrestling Torch। সংগ্রহের তারিখ জুলাই ৪, ২০১৫।
- Caldwell, James (এপ্রিল ২১, ২০১৬)। "Breaking News – Samoa Joe wins NXT Title Thursday night (w/Pics)"। Pro Wrestling Torch। সংগ্রহের তারিখ এপ্রিল ২১, ২০১৬।
- "Samoa Joe captures NXT Championship at Live Event in Lowell, Mass."। WWE। সংগ্রহের তারিখ এপ্রিল ২২, ২০১৬।
- James, Justin। "8/20 "WWE NXT Takeover: Brooklyn" Results – CALDWELL'S Complete Live Report"। Pro Wrestling Torch। সংগ্রহের তারিখ আগস্ট ২০, ২০১৬।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.