বাসবদত্তা চট্টোপাধ্যায়

বাসবদত্তা চট্টোপাধ্যায় (ইংরেজি: Basabdatta Chattopadhyay) ভারতের একজন জনপ্রিয় অভিনয়শিল্পী। তিনি মূলত টিভি ধারাবাহিকে অভিনয় করেন। গানের ওপারে তার প্রথম কাজ। তিনি জি বাংলায় প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক বয়েই গেলোতে অভিনয় করেছিলেন, কিন্তু পরবর্তীতে আর অভিনয় করেননি এবং তার বদলে অভিনেত্রী মধুবনী ঘোষ উক্ত চরিত্রে অভিনয় করেন।[1] এটি তার সপ্তম কাজ।[2] এরপর তিনি স্টার জলসা চ্যানেলে প্রচারিত জনপ্রিয় 'মন নিয়ে কাছাকাছি' সিরিয়ালে ডাঃ লাবণ্য সান্যালের চরিত্রে অভিনয় করেছেন।

বাসবদত্তা চট্টোপাধ্যায়
চিত্র:Basabdatta Chatterjee.jpg
জন্ম৬ই মে
জাতীয়তা ভারতীয়
পেশাঅভিনয়শিল্পী
পরিচিতির কারণঅভিনয়

বাসবদত্তার অভিনীত প্রথম চলচ্চিত্র আসা যাওয়ার মাঝে[3] ভেনিস চলচ্চিত্র উৎসবে যায় এবং এর মাধ্যমে প্রায় এক যুগ পরে কোন বাংলা চলচ্চিত্র এ উৎসবে যাওয়ার সম্মান লাভ করে। আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত[4] এই ছবিটি ২০১৫ সালে ৬২তম জাতীয় পুরস্কারে সম্মানিত হয় দুটি বিভাগে - Best First Film of a Director এবং Best Audiography। কলকাতা, মুম্বাইসহ বিদেশের মোট ৫০টি চলচ্চিত্র উৎসবেও ইতোমধ্যে প্রদর্শিত হয়েছে। ২০১৫ সালের মে মাসে নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (NYIFF) ছবিটি তিনটি বিভাগে পুরস্কৃত হয় - Best Film, Best Director ও Best Screenplay। 'আসা যাওয়ার মাঝে' সর্বসাকুল্যে ১০টি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়। [5]

ব্যক্তিজীবন

বাসবদত্তা লী মেমোরিয়াল গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ব্রাহ্ম বালিকা শিক্ষালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন এবং গোখেল মেমোরিয়াল গার্লস কলেজ থেকে স্নাতক হন। ২০১৩ সালে তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম.এ করেছেন।[6]

অভিনয়জীবন

বাসবদত্তার বাবা সুমন্ত্র চট্টোপাধ্যায় একজন চলচ্চিত্র সমালোচক ছিলেন। তাই তিনি সাংবাদিক হতে চেয়েছিলেন। অভিনয়ে আসার তেমন কোন পরিকল্পনা তার ছিল না। গানের ওপারে ধারাবাহিকের মধ্যদিয়েই তিনি জনপ্রিয় হন। বয়েই গেলো ধারাবাহিকে অভিনয় করে দুই বাংলায়ই সমান জনপ্রিয় হন তিনি।[6]

অভিনীত ধারাবাহিক

সালধারাবাহিকের নামচরিত্রের নামপরিচালকসহশিল্পীপ্রচারকারী চ্যানেল
গানের ওপারেদামিনীঋতুপর্ণ ঘোষস্টার জলসা
একমুঠো আশামহুয়া বাংলা
আমি সেই মেয়েসানন্দা টিভি
আমার নাম জয়িতাসানন্দা টিভি
আশার আলোচন্দনাইটিভি বাংলা
২০১৩-২০১৪বয়েই গেলো[1]কৃষ্ণা সেনগুপ্তস্বর্ণেন্দু সমাদ্দাররোহিত সামন্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়, মনু মুখোপাধ্যায়, রত্না ঘোষাল, চিত্রা সেনজি বাংলা
২০১৫-মন নিয়ে কাছাকাছি[7]ডাঃ লাবণ্য সান্যালআবিরা মজুমদারতথাগত মুখোপাধ্যায়, মৈত্রেয় মিত্র, চিত্রা সেন, রিমঝিম মিত্রস্টার জলসা

অভিনীত চলচ্চিত্র

সালচলচ্চিত্রের নামচরিত্রের নামপরিচালকসহশিল্পীপ্রযোজনা প্রতিষ্ঠান
২০১৪আসা যাওয়ার মাঝে[5]আদিত্য বিক্রম সেনগুপ্তঋত্বিক চক্রবর্তী

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "জম্পেশ টিভি ধারাবাহিক"Ebela। ২৮ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 01 August 2013 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "সিরিয়াল বয়েই গেল"Janakantha। সংগ্রহের তারিখ 09 January 2014 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  3. "কতদিন পর একটা ছবি মনের মেঝেয় আসন পাতলো"এই সময়। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৫
  4. "আসা-যাওয়ার মাঝে এবার পুরুলিয়া"এই সময়। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৫
  5. "Bengali returns to the Venice Film Festival"Telegraph। ২৮ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৪
  6. "বাসব দত্তার সঙ্গে কিছু সময়"Janakantha। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৪
  7. "মা মেয়ে এবার আধুনিক মোড়কে"এই সময়। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.