রোহিত সামন্ত

রোহিত সামন্ত ভারতের একজন জনপ্রিয় অভিনয়শিল্পী। তিনি মূলত টিভি ধারাবাহিকে অভিনয় করেন। তিনি গানের ওপারে ধারাবাহিকে কাজ করেছেন। বর্তমানে তিনি চোখের বালি টিভি ধারাবাহিকে অভিনয় করছেন। তিনি ফান্দে পড়িয়া বগা কান্দে রে চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

রোহিত সামন্ত
জন্ম
রোহিত সামন্ত
জাতীয়তা ভারতীয়
পেশাঅভিনয়শিল্পী
পরিচিতির কারণঅভিনয়

ব্যক্তিজীবন

ব্যক্তি হিসেবে রোহিত অত্যন্ত দায়িত্ববান। তিনি তড়িৎ প্রকৌশলের ছাত্র ছিলেন। শেষবর্ষের শেষ সেমিস্টারে থাকার সময়ই তিনি একসাথে চাকরির অফার এবং স্টার জলসায় ঋতুপর্ন ঘোষের পরিচালনায় গানের ওপারে ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান। তিনি শেষেরটাই বেছে নেন।[1]

অভিনয়জীবন

প্রখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে গানের ওপারে ধারাবাহিক নির্মাণ করেন। রোহিত সামন্ত এই ধারাবাহিকে অভিনয়ের মধ্যদিয়েই অভিনয়জীবনে আসেন।

অভিনীত ধারাবাহিক

সালধারাবাহিকের নামচরিত্রপরিচালকসহশিল্পীপ্রচারকারী চ্যানেল
গানের ওপারেঅয়নঋতুপর্ণ ঘোষবাসবদত্তা চট্টোপাধ্যায়স্টার জলসা
সিঁদুরখেলা[2]স্টার জলসা
২০১৩-১৪বয়েই গেলো[3][4]অর্জুন বসাকস্বর্ণেন্দু সমাদ্দারমধুবনী ঘোষ, (কৃষ্ণা চরিত্রে বাসবদত্তা চট্টোপাধ্যায় (২০১৩-২০১৪)-এর স্থলে), পরাণ বন্দ্যোপাধ্যায়, মনু মুখোপাধ্যায়জি বাংলা
২০১৫-বর্তমানচোখের বালিজি বাংলা

অভিনীত চলচ্চিত্র

সালচলচ্চিত্রপরিচালকসহশিল্পীপ্রযোজনা
২০১১ফান্দে পড়িয়া বগা কান্দে রেসৌমিক চট্টোপাধ্যায়সোহম চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়

পুরস্কার

  • পশ্চিমবঙ্গ টেলি আকাদেমি অ্যাওয়ার্ড'২০১৪-এ সেরা অভিনেতা (বয়েই গেলো ধারাবাহিকের জন্য)[5]

তথ্যসূত্র

  1. "নকল গোঁফ না তো!"। ৫ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 02 August 2013 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "Bengali shows on a new high"The Times Of India। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১১
  3. "জম্পেশ টিভি ধারাবাহিক"। ২৮ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 01 August 2013 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  4. "Rohit Samanta, Basabdatta in Zee Bangla Boyei Gelo Serials"। ২০ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৪
  5. "টিভির বাংলা সিরিয়ালের দারুণ ভক্ত মমতা"Manobjamin। সংগ্রহের তারিখ 05 January 2014 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.