মনু মুখোপাধ্যায়
মনু মুখোপাধ্যায় ভারতের বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের বিখ্যাত অভিনেতা। তিনি ১লা মার্চ, ১৯৩০ সালে জন্মগ্রহণ করেন।[1][2]
মনু মুখোপাধ্যায় | |
---|---|
জন্ম | ১ মার্চ ১৯৩০ |
জাতীয়তা | ![]() |
অন্যান্য নাম | মনু মুখোপাধ্যায় |
পেশা | অভিনেতা |
জীবনী
মনু মুখোপাধ্যায় ১৯৪৬ সালে ভারতী বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মহারাজা মণীন্দ্র চন্দ্র কলেজ থেকে আইএ পাস করেন। তার প্রথম চলচ্চিত্র মৃণাল সেনের নীল আকাশের নীচে। চলচ্চিত্রটি ১৯৫৯ সালে মুক্তি পায়। তিনি মৃণাল সেন ছাড়াও বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় ও রোল্যান্ড জোফির সাথেও কাজ করেছেন।[3]
অবদান
চলচ্চিত্র
বছর | চলচ্চিত্রের নাম | পরিচালক | সহশিল্পী | প্রযোজনা |
---|---|---|---|---|
মুক্তি পায়নি | সুদামা দ্য হাফ ম্যান | |||
১৯৫৯ | নীল আকাশের নীচে | মৃণাল সেন | কালী বন্দ্যোপাধ্যায়, মনজু দে, স্মৃতি বিশ্বাস | হেমন্ত বেলা প্রোডাকশনস্ |
১৯৬৩ | উত্তরায়ণ | |||
১৯৬৯ | শেষ থেকে শুরু | |||
১৯৭২ | নায়িকার ভূমিকায় | |||
১৯৭৩ | মর্জিনা আবদুল্লাহ | |||
১৯৭৩ | সোনার খাঁচা | |||
১৯৭৩ | অশনিসংকেত | সত্যজিৎ রায় | সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্ধ্যা রায় | বলাকা মুভিজ্ |
১৯৭৪ | ফুলেশ্বরী | |||
১৯৭৬ | মৃগয়া | মৃণাল সেন | মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর, অনুপ কুমার | উদয় ভাস্কর ইন্টারন্যাশনাল |
১৯৭৭ | সফেদ ঝুট | |||
১৯৭৯ | গণদেবতা | |||
১৯৭৯ | জয় বাবা ফেলুনাথ | সত্যজিৎ রায় | সৌমিত্র চট্টোপাধ্যায়, উৎপল দত্ত, হারাধন বন্দ্যোপাদ্যায়, সন্তোষ দত্ত, সিদ্ধার্থ চট্টোপাধ্যায় | আর.ডি.বি. প্রোডাকশনস্ |
১৯৮০ | দাদার কীর্তি | তরুণ মজুমদার | মহুয়া রায়চৌধুরী, তাপস পাল, দেবশ্রী রায়, সন্ধ্যা রায় | রাম সিনে আর্টস |
১৯৮১ | সাহেব | |||
১৯৮২ | মেঘমুক্তি | |||
১৯৮২ | খেলার পুতুল | |||
১৯৮১ | ইমন কল্যাণ | |||
১৯৮৩ | প্রতিদান | |||
১৯৮৯ | স্মৃতি হাতরাই | |||
১৯৯০ | সতী | |||
১৯৯০ | গণশত্রু | সত্যজিৎ রায় | সৌমিত্র চট্টোপাধ্যায়, দীপংকর দে, মনোজ মিত্র | এনএফডিসি |
১৯৯১ | সজনী গো সজনী | |||
১৯৯২ | শ্বেত পাথরের থালা | |||
১৯৯৩ | কাচের পৃথিবী | |||
১৯৯৪ | তবু মনে রেখো | |||
১৯৯৭ | দামু | |||
১৯৯৯ | সিরাজ | |||
১৯৯৯ | অনু | |||
২০০০ | সজনী আমার সোহাগ | |||
২০০১ | নদীর পাড়ে আমার বাড়ি | |||
২০০২ | দুখীরাম | |||
২০০২ | দেশ | |||
২০০২ | চন্দ্রমল্লিকা | |||
২০০২ | অবৈধ | |||
২০০৩ | পাতালঘর | অভিজিৎ চৌধুরী | সৌমিত্র চট্টোপাধ্যায় | |
২০০৫ | রাজি আঙ্কেল | |||
২০০৮ | সেদিন দুজনে | |||
২০০৮ | জনতার আদালত | |||
২০০৯ | সকালের রঙ | সুভময় চট্টোপাধ্যায় | চূর্ণী গাঙ্গুলী, তরঙ্গ সরকার | শ্রাবন্তী দাস |
২০১০ | একা একা | |||
২০১০ | বন্ধু এসো তুমি | |||
২০১০ | বাঁশিওয়ালা | |||
২০১১ | পূর্ণ ব্রক্ষ্ম শ্রী শ্রী হরিচাঁদ | |||
২০১১ | ভোরের পাখি | |||
২০১২ | স্পর্শ | |||
২০১২ | কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে | |||
২০১৩ | হলুদ পাখির ডানা | কনোজ দাস | দিব্যেন্দু মুখোপাধ্যায়, রিমঝিম গুপ্ত, সব্যসাচী চক্রবর্তী, অনুরাধা রায় | দর্প ফিল্ম প্রোডাকশনস্ |
আসছে | বেঙ্গল ঘটি ফাটাফাটি | |||
আসছে | বাকিটা ব্যক্তিগত | প্রদীপ্ত ভট্টাচার্য্য | ঋত্বিক চক্রবর্তী, মাধবী মুখোপাধ্যায়, সুপ্রিয় দত্ত | তারা ফিল্মস্ |
আসছে | সুদামা দ্য হাফ ম্যান | রাজিব বল |
টেলিভিশন
নাম | সহশিল্পী | চ্যানেল |
---|---|---|
মামা ভাগনে | এটিএন বাংলা | |
বয়েই গেলো | পরাণ বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে | জি বাংলা |
তথ্যসূত্র
- "Monu Mukhopadhyay"। Gomolo। ১৪ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১২।
- "Monu Mukherjee actor"। Bengali Movies (website)। ৭ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১২।
- "Biography of Monu Mukhopadhyay"। ১৪ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১২।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মনু মুখোপাধ্যায় (ইংরেজি)
আরো দেখুন
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.