মনু মুখোপাধ্যায়

মনু মুখোপাধ্যায় ভারতের বাংলা চলচ্চিত্রটেলিভিশনের বিখ্যাত অভিনেতা। তিনি ১লা মার্চ, ১৯৩০ সালে জন্মগ্রহণ করেন।[1][2]

মনু মুখোপাধ্যায়
জন্ম (1930-03-01) ১ মার্চ ১৯৩০
জাতীয়তা ভারত
অন্যান্য নামমনু মুখোপাধ্যায়
পেশাঅভিনেতা

জীবনী

মনু মুখোপাধ্যায় ১৯৪৬ সালে ভারতী বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মহারাজা মণীন্দ্র চন্দ্র কলেজ থেকে আইএ পাস করেন। তার প্রথম চলচ্চিত্র মৃণাল সেনের নীল আকাশের নীচে। চলচ্চিত্রটি ১৯৫৯ সালে মুক্তি পায়। তিনি মৃণাল সেন ছাড়াও বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়রোল্যান্ড জোফির সাথেও কাজ করেছেন।[3]

অবদান

চলচ্চিত্র

বছরচলচ্চিত্রের নামপরিচালকসহশিল্পীপ্রযোজনা
মুক্তি পায়নিসুদামা দ্য হাফ ম্যান
১৯৫৯নীল আকাশের নীচেমৃণাল সেনকালী বন্দ্যোপাধ্যায়, মনজু দে, স্মৃতি বিশ্বাসহেমন্ত বেলা প্রোডাকশনস্‌
১৯৬৩উত্তরায়ণ
১৯৬৯শেষ থেকে শুরু
১৯৭২নায়িকার ভূমিকায়
১৯৭৩মর্জিনা আবদুল্লাহ
১৯৭৩সোনার খাঁচা
১৯৭৩অশনিসংকেতসত্যজিৎ রায়সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্ধ্যা রায়বলাকা মুভিজ্‌
১৯৭৪ফুলেশ্বরী
১৯৭৬মৃগয়ামৃণাল সেনমিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর, অনুপ কুমারউদয় ভাস্কর ইন্টারন্যাশনাল
১৯৭৭সফেদ ঝুট
১৯৭৯গণদেবতা
১৯৭৯জয় বাবা ফেলুনাথসত্যজিৎ রায়সৌমিত্র চট্টোপাধ্যায়, উৎপল দত্ত, হারাধন বন্দ্যোপাদ্যায়, সন্তোষ দত্ত, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়আর.ডি.বি. প্রোডাকশনস্‌
১৯৮০দাদার কীর্তিতরুণ মজুমদারমহুয়া রায়চৌধুরী, তাপস পাল, দেবশ্রী রায়, সন্ধ্যা রায়রাম সিনে আর্টস
১৯৮১সাহেব
১৯৮২মেঘমুক্তি
১৯৮২খেলার পুতুল
১৯৮১ইমন কল্যাণ
১৯৮৩প্রতিদান
১৯৮৯স্মৃতি হাতরাই
১৯৯০সতী
১৯৯০গণশত্রুসত্যজিৎ রায়সৌমিত্র চট্টোপাধ্যায়, দীপংকর দে, মনোজ মিত্রএনএফডিসি
১৯৯১সজনী গো সজনী
১৯৯২শ্বেত পাথরের থালা
১৯৯৩কাচের পৃথিবী
১৯৯৪তবু মনে রেখো
১৯৯৭দামু
১৯৯৯সিরাজ
১৯৯৯অনু
২০০০সজনী আমার সোহাগ
২০০১নদীর পাড়ে আমার বাড়ি
২০০২দুখীরাম
২০০২দেশ
২০০২চন্দ্রমল্লিকা
২০০২অবৈধ
২০০৩পাতালঘরঅভিজিৎ চৌধুরীসৌমিত্র চট্টোপাধ্যায়
২০০৫রাজি আঙ্কেল
২০০৮সেদিন দুজনে
২০০৮জনতার আদালত
২০০৯সকালের রঙসুভময় চট্টোপাধ্যায়চূর্ণী গাঙ্গুলী, তরঙ্গ সরকারশ্রাবন্তী দাস
২০১০একা একা
২০১০বন্ধু এসো তুমি
২০১০বাঁশিওয়ালা
২০১১পূর্ণ ব্রক্ষ্ম শ্রী শ্রী হরিচাঁদ
২০১১ভোরের পাখি
২০১২স্পর্শ
২০১২কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে
২০১৩হলুদ পাখির ডানাকনোজ দাসদিব্যেন্দু মুখোপাধ্যায়, রিমঝিম গুপ্ত, সব্যসাচী চক্রবর্তী, অনুরাধা রায়দর্প ফিল্ম প্রোডাকশনস্‌
আসছেবেঙ্গল ঘটি ফাটাফাটি
আসছেবাকিটা ব্যক্তিগতপ্রদীপ্ত ভট্টাচার্য্যঋত্বিক চক্রবর্তী, মাধবী মুখোপাধ্যায়, সুপ্রিয় দত্ততারা ফিল্মস্‌
আসছেসুদামা দ্য হাফ ম্যানরাজিব বল

টেলিভিশন

নামসহশিল্পীচ্যানেল
মামা ভাগনেএটিএন বাংলা
বয়েই গেলোপরাণ বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকেজি বাংলা

তথ্যসূত্র

  1. "Monu Mukhopadhyay"। Gomolo। ১৪ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১২
  2. "Monu Mukherjee actor"। Bengali Movies (website)। ৭ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১২
  3. "Biography of Monu Mukhopadhyay"। ১৪ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১২

বহিঃসংযোগ

আরো দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.