বাংলাদেশের সমাজতান্ত্রিক দল
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, সংক্ষেপে বাসদ হচ্ছে বাংলাদেশের একটি কমিউনিস্ট দল। বাসদ ১৯৮০ সালের ৭ নভেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্নপ্রকাশ করে। বাংলাদেশের শোষণমূলক পুঁজিবাদী আর্থ-সামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করে শোষণ-বৈষম্যহীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা এই দলের উদ্দেশ্য। সাম্যবাদ এই দলের চূড়ান্ত লক্ষ্য।[1]
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল | |
---|---|
![]() | |
সাধারণ সম্পাদক | কমরেড খালেকুজ্জামান |
স্লোগান | দুনিয়ার মজদুর এক হও! |
প্রতিষ্ঠা | ৭ নভেম্বর ১৯৮০ |
পূর্ববর্তী | জাসদ |
সদর দপ্তর | ২৩/২ তোপখানা সড়ক (৩য় তলা), ঢাকা, বাংলাদেশ ১০০০ |
সংবাদপত্র | ভ্যানগার্ড |
ছাত্র শাখা | সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট |
কৃষক সংগঠন | সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট |
শ্রমিক সংগঠন | সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট |
মতাদর্শ | সাম্যবাদ, মার্কসবাদ-লেনিনবাদ |
রাজনৈতিক অবস্থান | কমিউনিস্ট, বামপন্থী |
জাতীয় অধিভুক্তি | বাম গণতান্ত্রিক জোট |
আন্তর্জাতিক অধিভুক্তি | ইন্টারন্যাশনাল এন্টি ইম্পেরিয়ালিস্ট কোঅর্ডিনেটিং কমিটি |
নির্বাচনী প্রতীক | |
![]() | |
ওয়েবসাইট | |
spb | |
বাংলাদেশের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন |
কমরেড খালেকুজ্জামান হলেন বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। এছাড়া কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরা হলেন কমরেড বজলুর রশিদ ফিরোজ,কমরেড জাহেদুল হক মিলু এবং কমরেড রাজেকুজ্জামান রতন।[2]। দলটির মাসিক মুখপত্রের নাম "ভ্যানগার্ড"[3]।
বাসদের গণসংগঠনসমূহ
বাসদ সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে সম্পৃক্ত, তাদের কিছু গণসংগঠন হলো[4]:
- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (এসএসএফ)
- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট (এসএলএফ)
- সমাজতান্ত্রিক মহিলা ফোরাম (এসডব্লিউএফ)
- সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট (এসপিএফ)
- গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট (জিএফএফ)
- রি-রোলিং স্টীল মিল শ্রমিক ফ্রন্ট (আরআরএসএমএলএফ)
- প্রগতিশীল আইনজীবী ফোরাম (এসএলএফ)
- প্রগতিশীল শিক্ষক ফোরাম (এসটিএফ)
- প্রগতিশীল চিকিৎসক ফোরাম (পিডিএফ)
- প্রগতিশীল প্রকৌশলী ও স্থপতি ফোরাম (পিইএএফ)
- প্রগতিশীল কৃষিবিদ কেন্দ্র (পিএএফ)
- বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন (বিটিডব্লিউএফ)
- শিশু কিশোর মেলা (এসকেমেলা)
- বিজ্ঞান আন্দোলন মঞ্চ (বিএএম)
- চারণ সাংস্কৃতিক কেন্দ্র (সিসিসি)
বাসদ সংক্রান্ত পুস্তকসমূহ
বাসদ রাজনীতি বিষয়ে আলোচনা সমালোচনামূলক বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে। সেগুলো হচ্ছে,
- আ. ও. ম. শফিকউল্লা এবং অন্যান্য; জাসদ-বাসদের ভ্রান্ত, দোদুল্যমান ও বিভ্রান্তিকর রাজনীতি প্রসঙ্গে, লক্ষ্মীপুর গ্রুপ; ঢাকা; ১৬ জুলাই, ১৯৮১;
- জয়নাল আবেদীন, শিবদাস ঘোষ জাসদ-বাসদ রাজনীতি ও ভাঙন প্রসঙ্গ, খড়িমাটি প্রকাশন, চট্টগ্রাম, মে, ২০১৪, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৯০১-২০৪-৭
তথ্যসূত্র
- গঠনতন্ত্র
- EC dialogue with political parties from Sept 12 - South Asian News Agency, Accurate & Reliable
- Monthly Vanguard
- "SPB ::Party History"। ৩ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৩।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.