বারাসাত ইউনিয়ন
বারাসাত ইউনিয়ন বাংলাদেশের খুলনা জেলার তেরখাদা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1]
![]() | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | ![]() |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | খুলনা জেলা |
উপজেলা | তেরখাদা উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তন
২ নং বারাসাত ইউনিয়নের আয়তন ৭৫ বর্গ কিঃ মিঃ ।বর্তমান চেয়ারম্যান হচ্ছে কেএম আলমগীর হোসেন এর উত্তরে কালিয়া উপজেলার ইলিয়াছাবাদ ইউনিয়ন, পূর্বে তেরখাদা উপজেলার তেরখাদা ও ছাগলাদাহ ইউনিয়ন, আজগড়া ইউনিয়ন ও ছাগলাদাহ ইউনিয়ন ও পশ্চিমে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন এবং দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়ন।
গ্রাম মৌজা
- মোট গ্রাম :১৭ টি।
- ১ নং ওয়ার্ড : কাগদী ও হাড়িখালী (আংশিক) ।
- ২ নং ওয়ার্ড : হাড়িখালী ।
- ৩ নং ওয়ার্ড : ভুজনীয়া ,সিতারামপুর,কালিনগর,মথুরাপুর,রামচন্দ্রপুর।
- ৪ নং ওয়ার্ড : ইখড়ী, আবনালী।
- ৫ নং ওয়ার্ড : কাটেংগা, পানতিতা,আড়ফাঙ্গাশিয়া,ভবানীপুর,রাজাপুর।
- ৬ নং ওয়ার্ড : পশ্চিম কাটেংগা ।
- ৭ নং ওয়ার্ড :হরিদাশবাটি ও বারাসাত(আংশিক)।
- ৮ নং ওয়ার্ড : বারাসাত(পূর্ব) ।
- ৯ নং ওয়ার্ড : বারাসাত (উত্তর)।
- মৌজা
- ৫ টি।
- ১। হরিদাশবাটি,
- ২। বারাসাত,
- ৩। কাটেংগা,
- ৪। নিখড়ী-কাটেংগা,
- ৫। হাড়িখালী।
হাট- বাজার
১।কাটেংগা বাজার, ২।বারাসাত হাট , ৩।হাড়িখালী মান্দার তলা হাট, ৪।হাড়িখালী ব্রীজ চত্তর হাট, ৫।আবুল বাজার, ৬।ভূজনীয়া, ৭।পশ্চিম কাটেংগা বরইতলা হাট । উপজেলার একমাত্র গবাদিপশু কেনা বেচার হাট ইখড়ি দাখিল মাদ্রাসার হাট।
নদনদী
- নদী
- বিল
- বারাসাত বিল
- খাল
- চিত্রা খাল
- পশ্চিম কাটেংগা খাল
- তালতলা খাল
- পূর্ব কাটেংগা খাল
- বারাসাত খাল
- বারাসাত শুম্ভুর খাল
- বারাসাত এরনশাহ খাল
- ইখড়ি খাল
- ভূজনিয়া খাল
- কাগদি, সিতারামপুর খাল।
শিক্ষাপ্রতিষ্ঠান
- মহাবিদ্যালয়
- হাড়িখালী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, হাড়িখালী, * হাড়িখালী কৃষিপ্রযুক্তি ইনষ্টিটিউট, হাড়িখালী[2]
- উচ্চমাধ্যমিক বিদ্যালয়
- ইখড়ি কাটেংগা ফজলুল হক পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়
- শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়
- শহিদপুর খান ও সবুর মাধ্যমিক বিদ্যালয়
- উত্তর খুলনা এস,এম,এমজিদ স্বারনিক মাধ্যমিক বিদ্যালয় [3] ইখড়ি দাখিল মাদ্রাসা।
তথ্যসূত্র
- "ইউনিয়ন সমূহ - তেরখাদা উপজেলা - জাতীয় তথ্য বাতায়ন"।
- "কলেজ"। জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮।
- "মাধ্যমিক বিদ্যালয়"। জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.