আটরা গিলাতলা ইউনিয়ন
আটরা গিলাতলা ইউনিয়ন বাংলাদেশের খুলনা জেলার ফুলতলা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1]
আটরা গিলাতলা ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | ![]() |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | খুলনা জেলা |
উপজেলা | ফুলতলা উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তন
আটরা গিলাতলা ইউনিয়ন এর উত্তরে দামোদর ইউনিয়ন, পূর্বে ভৈরব নদ, দক্ষিণে খুলনা সিটি করপারেশন এর ১ নং ওয়ার্ড এবং যোগীপোল ইউনিয়ন এবং পশ্চিমে বিল ডাকাতিয়া।[2]
গ্রাম
- পাড়িয়ার ডাঙ্গা
- মশিয়ালী
- গাবতলা
- আটরা
- মাত্তম ডাঙ্গা
- গিলাতলা
- শিরোমনি
- ডাকাতিয়া
হাটবাজার
এই ইউনিয়নে মোট ৯ টি বাজার আছে । ১। পথের বাজার।২। ইস্টার্নগেট বাজার।৩। গিলাতলা বাজার।৪। আফিলগেট বাজার ৫। শিরোমনী বাজার ৬।গ্যারিসন বাজার ৭। আলীম গেট বাজার ৮।গিলাতলা ডিমের হাট ৮। শিরোমনি কে, ডি, এ, মার্কেট[3]
দর্শনীয় স্থান
- বিল ডাকাতিয়া
- বনবিলাস চিড়িয়াখানা[5]
শিক্ষাপ্রতিষ্ঠান
- মহাবিদ্যালয়
- ক্যান্টমেন্ট পাবলিক কলেজ
- খানজাহান আলী আদর্শ মহাবিদ্যায়[6]
- উচ্চমাধ্যমিক বিদ্যালয়
- আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় ১৯৪২ ইং সালে স্থাপিত
- শিরোমনি মাধ্যমিক বিদ্যালয় ১৯৬৬ সালে স্থাপিত
- মশিয়ালী মাধ্যমিক বিদ্যালয়। ১৯৮৮ সালে স্থাপিত
- আলীম ইষ্টার্ন মাধ্যমিক কিদ্যালয়। ১৯৮৪ সালে স্থাপিত [7]
- মাদ্রাসা
- মশিয়ালী দারুল উলুম দাখিল আলিয়া মাদ্রাসা
- শিরোমনি আলীম মাদ্রাসা
- গিলাতলা দাখিল মাদ্রাসা[8]
তথ্যসূত্র
- "ইউনিয়নসমূহ - ফুলতলা উপজেলা"।
- "ভৌগলিক অবস্থান। আটরা গিলাতলা ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮।
- "হাটবাজার ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮।
- "একনজরে আটরা গিলাতলা ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮।
- "দর্শনীয় স্থান। আটরা গিলাতলা ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮।
- "কলেজ। আটরা গিলাতলা ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮।
- "উচ্চমাধ্যমিক বিদ্যালয় । আটরা গিলাতলা ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮।
- "মাদ্রাসা। আটরা গিলাতলা ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.