ফুলতলা ইউনিয়ন, ফুলতলা
ফুলতলা ইউনিয়ন বাংলাদেশের খুলনা জেলার ফুলতলা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1]
ফুলতলা ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | ![]() |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | খুলনা জেলা |
উপজেলা | ফুলতলা উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তন
ইউনিয়নের পূর্ব ও উত্তর দিকে ভৈরব নদী, পশ্চিমে যশোর জেলার অভয়নগর উপজেলার রাজঘাট ইউনিয়ন এবং দক্ষিণ দিকে খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন। ১৫ টি গ্রাম নিয়ে গঠিত ইউনিয়নের মোট জন সংখ্যা ৩৬০৪৮ যার মধ্যে নারী ১৮,৭৩১ ও পুরুষ ১৭,৩১৭ জন। এখানে ৩৭ কিঃমিঃ পাকা রাস্তা রয়েছে।[2]
গ্রামসমূহ
- উত্তরডিহি,
- পায়গ্রামকসবা,
- খানজাহানপুর,
- তরতীবপুর,
- তাজপুর,
- পয়গ্রাম,
- মধ্যডাঙ্গা,
- নাওদাড়ী,
- বুড়িয়ারডাঙ্গা,
- বেজেরডাঙ্গা,
- ঢাকুরিয়া
- বেগুনবাড়ীয়া,
- রাড়ীপাড়া,
- দক্ষিণডিহি
- যোগিনীপাশা
জনসংখ্যার উপাত্ত
৩০২৮৮ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
নদনদী
শিক্ষাপ্রতিষ্ঠান
তথ্যসূত্র
- "ইউনিয়নসমূহ - ফুলতলা উপজেলা"।
- "একনজরে ফুলতলা ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮।
- "খাল ও নদী। ফুলতলা ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.