ঘাটভোগ ইউনিয়ন

অবস্থান ও আয়তন

১৯৬০ সালে প্রতিষ্ঠিত ৫নং ঘাটভোগ ইউনিয়নের আয়তন ৫৭.২৮ বর্গ কিঃ মিঃ। ২০১১ সালের আদম শুমারি অনুযায়ী এই ইউনিয়নের লোকসংখ্যা – ৩১,৬৮৭ জন (প্রায়) যার মধ্যে নারীর সংখ্যা ১৫,৫১৪ জন (প্রায়) এবং পুরুষ ১৬,১৭৩ জন (প্রায়)। ইউনিয়নে গ্রামের সংখ্যা ২০ টি ও মৌজার সংখ্যা ১৩ টি। এই ইউনিয়নে ৪ টি বাজার আছে। উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম হচ্ছে ভ্যান, বেবীট্যাক্সী, মটরসাইকেল ইত্যাদি। ২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী এখানকার শিক্ষার হার – ৪৯%।[2]

গ্রাম সমূহ

  • আনন্দনগর
  • পুটিমারী
  • আলাইপুর
  • চাঁদপুর
  • গোয়াড়া
  • শিয়ালী
  • ডোবা
  • বামনডাঙ্গা
  • নূতুনদিয়া
  • বান্দাখাল
  • বলটি
  • ঘাটভোগ
  • বিল মৌভোগ
  • নারিকেলী
  • চাদপুর
  • নরনীয়া
  • ধোপাখোলা
  • গোয়ালবাড়ীর চর
  • পিঠাভোগ
  • সিন্দুরডাঙ্গা

শিক্ষাপ্রতিষ্ঠান

মহাবিদ্যালয়
  • আলাইপুর কলেজ (ডিগ্রি)
  • চাদপুর কলেজ
  • শিয়ালী এস,জি,সি কলেজ[3]
উচ্চমাধ্যমিক বিদ্যালয়
  • আলাইপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক আলাইপুর,রূপসা,খুলনা
  • আনন্দনগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক আনন্দনগর, রূপসা, খুলনা।
  • গোয়াড়া হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক গোয়াড়া, রূপসা, খুলনা।
  • শিয়ালী মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক শিয়ালী, রূপসা, খুলনা।
  • বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বামনডাঙ্গা, রূপসা, খুলনা
  • ডোবা বহুমূখি মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক ডোব, রূপসা, খুলনা।
  • পিঠাভোগ ডি,জি,সি মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক পিঠাভোগ, রূপসা, খুলনা
  • নরনীয়া মাধ্যমিক বিদ্যালয়[4]
মাদ্রাসা
  • মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা আনন্দনগর
  • আনন্দনগর এতিখানা মাদ্রাসা আনন্দনগর
  • আলাইপুর ইবতেদায়ী মাদ্রাসা আলাইপুর
  • আলাইপুর হাফেজিয়া মাদ্রাসা আলাইপুর
  • আলাইপুর নিছারিয়া শেখপাড়া মাদ্রাসা আলাইপুর
  • বামনডাঙ্গা সালাফিয়া মাদ্রাসা বামনডাঙ্গা
  • চাদপুর দাখিল মাদ্রাসা[5]

দর্শনীয় স্থান

  • বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃকূলের পিঠাভোগের কুশারী বাড়ী [6]

তথ্যসূত্র

  1. "ইউনিয়ন সমূহ - রূপসা উপজেলা - জাতীয় তথ্য বাতায়ন"
  2. "ঘাটভোগ ইউনিয়ন"জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮
  3. "কলেজ ঘাটভোগ ইউনিয়ন"জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮
  4. "উচ্চমাধ্যমিক বিদ্যালয় ঘাটভোগ ইউনিয়ন"জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮
  5. "মাদ্রাসা ঘাটভোগ ইউনিয়ন"জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮
  6. "দর্শনীয় স্থান ঘাটভোগ ইউনিয়ন"জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.