ফেলুদা ফেরত
'ফেলুদা ফেরত' সত্যজিৎ রায়ের খ্যাতনামা গোয়েন্দা সিরিজ ফেলুদার উপর নির্মিত ওয়েব সিরিজ। আড্ডাটাইমসের প্ল্যাটফর্মে নির্মিত এ ওয়েব সিরিজ পরিচালনা করছেন সৃজিত মুখোপাধ্যায়। ফেলুদা চরিত্রে প্রথমবারের মত অভিনয় করছেন টোটা রায় চৌধুরী। একইসাথে লালমোহন গাঙ্গুলী চরিত্রে অনির্বান সেনগুপ্ত এবং তোপসের চরিত্রে দেখা যাবে কল্পন মিত্রকে।[1][2]
ফেলুদা ফেরত | |
---|---|
ফরম্যাট | গোয়েন্দা কাহিনি |
পরিচালক | সৃজিত মুখোপাধ্যায় |
অভিনয়ে | টোটা রায় চৌধুরী অনির্বাণ সেনগুপ্ত কল্পন মিত্র |
প্রস্তুতকারক দেশ | ![]() |
মূল ভাষা | বাংলা |
নির্মাণ | |
প্রযোজক | আড্ডা টাইমস |
সম্প্রচার | |
মূল চ্যানেল | আড্ডাটাইমস |
কাহিনী
প্রাথমিকভাবে ছিন্নমস্তার অভিশাপ, যত কাণ্ড কাঠমান্ডুতে কাহিনী নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করবেন সৃজিত।[3]
তথ্যসূত্র
- "এক্সক্লুসিভ: ওয়েব সিরিজে 'ফেলুদা'কে? ফাঁস করলেন সৃজিত"। আনন্দবাজার পত্রিকা। ১২ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- "ছিন্নমস্তার অভিশাপে ফেলুদাকে ফেরত নিয়ে আসছেন সৃজিত!"। এই সময় পত্রিকা। ৫ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
- "'ফেলুদা' নিয়ে সময় নষ্ট নয়, কাঠমাণ্ডুতে রেকি শুরু সৃজিত অ্যান্ড কোম্পানির!"। এই সময় পত্রিকা। ৩০ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
- ফেলুদা চলচ্চিত্রসমূহ – বিবিসি, ১৮ই জানুয়ারি ২০১০
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.