ডাবলিন
ডাবলিন (আইরিশ ইংরেজি: Dublin ডুব্ল্যিন্, আইরিশ গ্যালিকে Duḃ Linn/Dubh Linn দুউ লিন্ বা Baile Áṫa Cliaṫ/Baile Átha Cliath বালিয়া আহা ক্লিয়াহ্) আয়ারল্যান্ড দ্বীপের বৃহৎ শহর এবং প্রজাতন্ত্রী আয়ারল্যান্ডের রাজধানী। শহরটি আয়ারল্যান্ডের পূর্ব উপকূলের মধ্য ভাগে লিফি নদীর পাড়ে অবস্থিত।
নামকরণ
ইতিহাস
সংস্কৃতি
শিল্প ও সাহিত্য
শিল্প এবং সাহিত্যে ডাবলিন নগরীর রয়েছে বিশেষ সুখ্যাতি। বিশ্ব সাহিত্যের বেশ কিছু খ্যাতনামা ব্যাক্তিত্ব এই নগরীতে জন্ম নিয়েছিলেন এবং জীবনের সূচনাকাল অথবা সম্পূর্ণ সময় এখানে অতিবাহিত করেছিলেন। তাদের মধ্যে রয়েছেন তিন নোবেল বিজয়ী, কবি উইলিয়াম বাটলার ইয়েটস, নাট্যকার জর্জ বার্নার্ড শ ও কথা শিল্পী স্যামুয়েল বাকেট। এছাড়াও রয়েছেন জেমস জয়েস, অস্কার ওয়াইল্ড, জোনাথান সুইফট, ব্রাম স্টোকার প্রমুখ। জেমস জয়েসের লেখা কালজয়ী উপন্যাস ইউলিসিসের প্রেক্ষাপটও ডাবলিন শহর।