ছান্দোগ্যোপনিষদ্‌

ছান্দোগ্য উপনিষদ্‌ (দেবনাগরী: छान्दोग्य उपनिषद्) হল অন্যতম মুখ্য উপনিষদ্‌। ছান্দোগ্য, জৈমিনীয় উপনিষদ্‌ ব্রাহ্মণ]]বৃহদারণ্যক উপনিষদ্‌ হল প্রাচীনতম উপনিষদ্‌। এটি বৈদিক সংস্কৃতের ব্রাহ্মণ যুগের রচনা (৩০০ খ্রিস্টপূর্বাব্দের আগে, সম্ভবত খ্রিস্টপূর্ব ৮ম-৭ম শতকে)। ছান্দোগ্য সামবেদ-এর কৌঠুম শাখার অন্তর্গত। মুক্তিকা উপনিষদে ১০৮ উপনিষদের তালিকায় এই উপনিষদের স্থান নবম। এটি দশ অধ্যায়ের ছান্দোগ্য ব্রাহ্মণ-এর অংশ। উক্ত ব্রাহ্মণের প্রথম দুটি অংশ যজ্ঞ ও উপাসনার অন্যান্য পদ্ধতি সংক্রান্ত। বাকি আটটি অধ্যায় ছান্দোগ্য উপনিষদ্‌ নামে পরিচিত।[1] বৃহদারণ্যকছান্দোগ্য উপনিষদ্‌ দুটি প্রাচীন বেদান্ত দর্শনের অন্যতম ভিত্তি। ব্রহ্মসূত্র গ্রন্থে এই উপনিষদ্‌ থেকে একাধিক উদ্ধৃতির ব্যবহার এর গুরুত্ব প্রমাণ করে।

পাদটীকা

  1. Sharma, p. 8.

তথ্যসূত্র

  • Chandogya Upanishad in ITRANS
  • Goodall, Dominic. Hindu Scriptures. University of California press, 1996. আইএসবিএন ৯৭৮-০-৫২০-২০৭৭৮-৩.
  • Mehta, Rohit. The Call Of The Upanishads. Motilal Banarsidass, India; 2 edition (April 19, 2007). আইএসবিএন ৮১-২০৮-০৭৪৯-৯.
  • S. Radhakrishnan, The Principal Upanishads
  • Sharma, Shubhra. Life In The Upanishads. Abhinav Publications; 1 edition (February 14, 2011).
  • Sri Aurobindo, The Upanishads . Sri Aurobindo Ashram, Pondicherry. 1972.
  • Introduction by Sri Adidevananda: Chhandyogapanishads (Kannada translation)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.