কল্পলৌকিক ও বৈজ্ঞানিক সমাজতন্ত্র
কল্পলৌকিক ও বৈজ্ঞানিক সমাজতন্ত্র (জার্মান: Die Entwicklung des Sozialismus von der Utopie zur Wissenschaft) ১৮৮০ সালে লিখিত ফ্রিডরিখ এঙ্গেলস রচিত একটি গ্রন্থ। এটা প্রথম ১৮৮০ সালে ফ্রান্সে প্রকাশিত হয়। ১৮৯২ সালে ইংরেজি প্রকাশনার জন্য কল্পলৌকিক ও বৈজ্ঞানিক সমাজতন্ত্র শিরোনামটি গৃহীত হয়। প্রাথমিকভাবে এই বইটি তার পূর্বের বই এ্যান্টি-ডুরিং গ্রন্থের ভূমিকা, তৃতীয় খণ্ড ও দ্বিতীয় পরিচ্ছেদের ভিত্তিতে লেখেন।[1]
মার্কসবাদ |
---|
একটি সিরিজের অংশ |
![]() |
তাত্ত্বিক কাজসমূহ
|
ধারণাসমূহ
|
অর্থনীতি
|
সমাজবিজ্ঞান
|
ইতিহাসসমূহ
|
দর্শন
|
ভিন্নতা
|
আন্দোলনসমূহ
|
ব্যক্তি
|
|
সাম্যবাদ |
---|
সিরিজের অংশ |
![]() |
ধারণা
|
পরিপ্রেক্ষিত
|
ধরনগুলো
|
আন্তর্জাতিক
|
নেতৃত্ব ব্যক্তি
|
সম্পর্কিত বিষয়
|
![]() |
সারমর্ম
বইটি কল্পলৌকিক সমাজতন্ত্র ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করে। এই পুস্তকটি হচ্ছে বৈজ্ঞানিক স্মাজত্নত্রের তত্ত্বের ক্ষেত্রে এক বোধগম্য ভূমিকাস্বরূপ যাতে বর্ণিত হয়েছে মার্কসবাদের তিনটি উৎস এবং তিনটি উপাদানের প্রধান বৈশিষ্ট্যসমূহ।[1]
তথ্যসূত্র
- ইয়েভগেনিয়া স্তেপানভা, এঙ্গেলস ন্যাশনাল বুক এজেন্সি প্রা. লি., দ্বিতীয় মুদ্রণ সেপ্টেম্বর ২০১২, কলকাতা, পৃষ্ঠা ১৫৫
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.