উত্তর মেসিডোনিয়া

উত্তর মেসিডোনিয়া (ম্যাসেডোনীয়: Северна Македонија; আলবেনীয়: Maqedonia e Veriut), সরকারীভাবে উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্র (ম্যাসেডোনীয়: Република Северна Македонија; আলবেনীয়: Republika e Maqedonisë së Veriut) হল দক্ষিণ-পূর্ব ইউরোপে বলকান উপদ্বীপে অবস্থিত একটি রাষ্ট্র। এটি পূর্বে যুগোস্লাভিয়া অন্তর্গত ছিল। ১৯৯১ সালের নভেম্বর মাসে দেশটি স্বাধীনতা ঘোষণা করে। স্বাধীনতার পর রাষ্ট্রের নামকরণ নিয়ে এটি গ্রিসের মেসিডোনিয়া অঞ্চলের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। তাই প্রজাতন্ত্রী মেসিডোনিয়া যখন জাতি সংঘের অন্তর্গত সদস্য রাষ্ট্রে হয় তখন থেকে প্রাক্তন ইউগোস্লাভ ম্যাসিডোনিয়া প্রজাতন্ত্র নামেও পরিচিত হয়।

উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্র
  • Република Северна Македонија
(ম্যাসেডোনীয়)
  • Republika e Maqedonisë së Veriut
(আলবেনীয়)
পতাকা জাতীয় প্রতীক
জাতীয় সঙ্গীত: 
Денес над Македонија  (ম্যাসেডোনীয়)
(বাংলা: "আজ মেসিডোনিয়ার উপর")
চিত্র:Macedonia's national anthem (instrumental).ogg
 উত্তর মেসিডোনিয়া-এর অবস্থান (সবুজ)

ইউরোপে (গাঢ় ধূসর)   [ব্যাখ্যা]

 উত্তর মেসিডোনিয়া-এর অবস্থান (সবুজ)

ইউরোপে (গাঢ় ধূসর)   [ব্যাখ্যা]

রাজধানী
এবং বৃহত্তম নগরী
স্কপিয়ে
সরকারি ভাষা ম্যাসেডোনীয়[a]
আলবেনীয়[b]
  • অফিসিয়াল আঞ্চলিক ভাষা
জাতিগোষ্ঠী(২০০২)
  • ৬৪.২% ম্যাসেডোনীয়[2]
  • ২৫.২% আলবেনীয়
  • ৩.৯% তুর্কী
  • ২.৭% রোমানি
  • ১.৮% সার্ব
  • ০.৮% বোসনিয়াক
  • ০.৫% আরোমানীয়
  • ০.৯% অন্যান্য / অসূচিত
জাতীয়তাসূচক বিশেষণ ম্যাসেডোনীয়
সরকার সংযুক্ত সংসদীয় প্রজাতন্ত্র
   রাষ্ট্রপতি স্টিভো পেন্ডারোভস্কি
   প্রধানমন্ত্রী জোড়ান জায়েভ
   বিধানসভার চেয়ারম্যান তালাত জাফেরি
আইন-সভা সংসদ
ইতিহাস
   যুগোস্লাভিয়া থেকে
স্বাধীনতার ঘোষণা
৮ সেপ্টেম্বর ১৯৯১ 
   আনুষ্ঠানিকভাবে স্বীকৃত
জাতিসংঘ দ্বারা
৮ এপ্রিল ১৯৯৩ 
   বর্তমান নাম ১২ ফেব্রুয়ারী ২০১৯ 
   মোট ২৫,৭১৩ কিমি (১৪৫তম)
৯,৭৭৯ বর্গ মাইল
   জল/পানি (%) ১.৯
জনসংখ্যা
   ২০১৭[3] আনুমানিক ২১,০৩,৭২১[3]
   ২০০২ আদমশুমারি ২০,২২,৫৪৭[2]
   ঘনত্ব ৮০.১/কিমি (১২২তম)
২১০.৫/বর্গ মাইল
মোট দেশজ উৎপাদন
(ক্রয়ক্ষমতা সমতা)
২০১৯ আনুমানিক
   মোট $৩৩.৮২২ বিলিয়ন[4]
   মাথা পিছু $১৬,২৫৩[4]
মোট দেশজ উৎপাদন (নামমাত্র) ২০১৯ আনুমানিক
   মোট $১২.৩৮৩ বিলিয়ন[4]
   মাথা পিছু $৬,১৪৩[4]
জিনি সহগ (২০১৬) ৩৩.৬[5]
মাধ্যম
মানব উন্নয়ন সূচক (২০১৭) ০.৭৫৭[6]
উচ্চ · ৮০তম
মুদ্রা ম্যাসেডোনীয় দিনার (এমকেডি)
সময় অঞ্চল সিইটি (ইউটিসি+১)
   গ্রীষ্মকালীন (ডিএসটি) সিইএসটি (ইউটিসি+২)
তারিখ বিন্যাস তারিখ/মাস/বছর;(এডি)
গাড়ী চালনার দিক ডান
কলিং কোড +৩৮৯
অবতারমূলক সাধু ওহ্রিডের সেন্ট ক্লেমেন্ট[7]
আইএসও ৩১৬৬ কোড এমকে
ইন্টারনেট টিএলডি
  • .mk
  • .мкд

স্কপিয়ে দেশের রাজধানী ও বৃহত্তম শহর।

মেসিডোনিয়া প্রজাতন্ত্রের রাজনীতি একটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক বহুদলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোয় সংঘটিত হয়। রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান। সরকারপ্রধান হলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা সরকারের উপর ন্যস্ত। আইন প্রণয়নের ক্ষমতা ১২০ সদস্যের আইনসভার উপর ন্যস্ত। বিচার বিভাগ নির্বাহী বিভাগ ও আইনসভা হতে স্বাধীন।

তথ্যসূত্র

  1. "Census final data" (PDF)stat.gov.mk। ২০০২।
  2. "CIA World Factbook – Macedonia"। Central Intelligence Agency। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৮
  3. "Report for Selected Countries and Subjects"। IMF। ২০ অক্টোবর ২০১৮।
  4. "Државен завод за статистика – Соопштенија по области"www.stat.gov.mk
  5. "2018 Human Development Report" (PDF)। United Nations Development Programme। ২০১৭। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৭
  6. "Св. Климент Охридски е патрон на македонскиот народ и неговата историја"dnevnik.mk। ২২ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.