রামাদান সবহি

রামাদান সবহি (মিশরীয় আরবি: رمضان صبحي; জন্ম: ২৩ জানুয়ারি ১৯৯৭) হলেন একজন মিশরীয় পেশাদার ফুটবলার, যিনি ইংরেজ ক্লাব স্টোক সিটি এবং মিশর জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

রামাদান সবহি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রামাদান সবহি রামাদান আহমেদ[1]
জন্ম (1997-01-23) ২৩ জানুয়ারি ১৯৯৭[2]
জন্ম স্থান কায়রো, মিশর
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)[3]
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব স্টোক সিটি
জার্সি নম্বর ৩২
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০০৫–২০১৪ আল আহলি
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১৪–২০১৬ আল আহলি ৫৫ (১১)
২০১৬– স্টোক সিটি ৪১
জাতীয় দল
২০১৩–২০১৪ মিশর অনূর্ধ্ব-১৭ ১৯ (৬)
২০১৫ মিশর অনূর্ধ্ব-২০ (০)
২০১৫ মিশর অনূর্ধ্ব-২৩ (৪)
২০১৫– মিশর ১৯ (১)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ৫ মে ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ৭ সেপ্টেম্বর ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৮ সালের ৩০শে মে, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত মিশরের ২৩ সদস্যের চূড়ান্ত দলে স্থান পান।[4]

ব্যক্তিগত জীবন

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে, এক সাক্ষাৎকারে তিনি জানান যে, তিনি স্পেনীয় দল রিয়াল মাদ্রিদের একজন ভক্ত।[5] তিনি তার জাতীয় দলের আরেক খেলোয়াড়, শেরিফ একরামির বোন হাবিবা একরামির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।[6]

সম্মাননা

ক্লাব

আল আহলি
  • মিশরীয় প্রিমিয়ার লীগ: ২০১৩–১৪, ২০১৫–১৬[2]
  • মিশরীয় সুপার কাপ: ২০১৪, ২০১৫[2]
  • ক্যাফ কনফেডারেশন কাপ: ২০১৪[2]

আন্তর্জাতিক

  • আফ্রিকান কাপ অফ নেশন্স রানার-আপ: ২০১৭[7]

তথ্যসূত্র

  1. "Ramadan Sobhi"Worldfootball.net। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৭
  2. "RAMADAN SOBHI"Soccerway। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৬
  3. "Ramadan Sobhi"Premier League। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৭
  4. "World Cup 2018: All the confirmed squads for this summer's finals in Russia"
  5. "Ramadan Sobhy: I support Real Madrid"King Fut। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৬
  6. "Ramadan Sobhy is engaged to sister of Sherif Ekramy"Sada Elbalad। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৭

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.