সাদ সামির

সাদ এল-দ্বীন সামির, সাদ সামির নামেই অধিক পরিচিত, (আরবি: سعد الدين سمير  জন্ম: ১ এপ্রিল ১৯৮৯) হলেন একজন মিশরীয় পেশাদার ফুটবলার, যিনি মিশরীয় ক্লাব আল আহলি এবং মিশর জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি ২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রতিযোগিতা করেছেন।[1][2]

সাদ সামির
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সাদ এল-দ্বীন সামির
জন্ম (1989-04-01) ১ এপ্রিল ১৯৮৯
জন্ম স্থান কায়রো, মিশর
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব আল আহলি
জার্সি নম্বর ২০
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
আল আহলি
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৯– আল আহলি ১০৮ (১০)
২০১০–২০১১এল মোকাউলুন (ধার) ১৪ (০)
২০১১–২০১২আল মাসরি (ধার) ১২ (০)
জাতীয় দল
২০০৯–২০১১ মিশর অনূর্ধ্ব-২০ ২৫ (১)
২০১২ মিশর অলিম্পিক (০)
২০১৪– মিশর (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

২০১৮ সালের ৩০শে মে, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত মিশরের ২৩ সদস্যের চূড়ান্ত দলে স্থান পান।[3]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:Al Ahly SC squad


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.