আহমেদ ফাতহি

আহমেদ ফাতহি (আরবি: أحمد فتحي; মাঝে মাঝে শুধু ফাতহি উচ্চারন করা হয়, জন্ম: ১০ নভেম্বর ১৯৮৪) হলেন একজন মিশরীয় পেশাদার ফুটবলার, যিনি মিশরীয় প্রিমিয়ার লীগ ক্লাব আল আহলি এবং মিশর জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মাঝে মাঝে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবেও খেলে থাকেন।

আহমেদ ফাতহি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আহমেদ ফাতহি আব্দেলমোনেম আহমেদ ইব্রাহীম[1]
জন্ম (1984-11-10) ১০ নভেম্বর ১৯৮৪
জন্ম স্থান বানহা, মিশর
উচ্চতা ফুট ৯ ইঞ্চি (১.৭৫ মিটার)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব আল আহলি
জার্সি নম্বর ২৪
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
ইসমাইলিয়া
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০০–২০০৭ ইসমাইলিয়া ৮৭ (১৪)
২০০৭ শেফিল্ড ইউনাইটেড (০)
২০০৭–২০১৪ আল আহলি ১১০ (৫)
২০০৭–২০০৮কাজমা (ধার) ২১ (৪)
২০১৩হাল সিটি (ধার) (০)
২০১৪–২০১৫ উম সালাল ১৭ (১)
২০১৫– আল আহলি ৭০ (৪)
জাতীয় দল
২০০২– মিশর ১২০ (৩)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১১ জানুয়ারি ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ১০ এপ্রিল ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৮ সালের ৩০শে মে, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত মিশরের ২৩ সদস্যের চূড়ান্ত দলে স্থান পান।[2]

তথ্যসূত্র

  1. "List of Temporary Transfers of Players under Written Contract Between 01/01/2013 and 31/01/2013" (PDF)। The Football Association। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৩
  2. "World Cup 2018: All the confirmed squads for this summer's finals in Russia"

বহিঃসংযোগ

টেমপ্লেট:Al Ahly SC squad


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.