হাল সিটি এসোসিয়েশন ফুটবল ক্লাব

হাল সিটি এসোসিয়েশন ফুটবল ক্লাব (ইংরেজি: Hull City Association Football Club) একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এটি কিংস্টন আপন হাল, ইয়রকশায়ারের ইস্ট রাইডিং এলাকায় অবস্থিত। এই ক্লাবটি ইংরেজ ফুটবলের প্রথম স্তর বা প্রিমিয়ার লীগে খেলে। তারা তাদের ইতিহাসে প্রথম বার ২০০৭-০৮ মরসুমে এই লিগে খেলার প্রথম যোগ্যতা অর্জন করে। এর আগে এই ক্লাবের সবচেয়ে বড় সাফল্য ছিল ১৯০৯-১০ মরসুমে দ্বিতীয় হওয়া ও ১৯৩০ সালে এফএ কাপ সেমি-ফাইনালে পোঁছানো। ২০১২-১৩ মৌসুমে দ্য চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হওয়ায় তারা ২০১৩-১৪ মৌসুমে প্রিমিয়ার লীগে খেলবে।

হাল সিটি এ.এফ.সি.
পূর্ণ নামহাল সিটি এসোসিয়েশন ফুটবল ক্লাব
ডাকনামদ্য টাইগার্স
প্রতিষ্ঠিত১৯০৪
মাঠকে.সি. স্টেডিয়াম
কিংস্টন আপন হাল
ধারণক্ষমতা২৫,৫৮৬
চেয়ারম্যানআসিম আল
ম্যানেজারস্টিভ ব্রুস
লীগপ্রিমিয়ার লীগ
২০১২–১৩The Championship, 2nd (promoted)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

তারা তাদের প্রথম ম্যাচ খেলে নটস কাউনটির বিরুধে। তা ২-২ ফলাফলে শেষ হয়। অবশেষে ১৯০৫-০৬ সালে দ্বিতীয় ডিভিশনে যোগদান করে তারা পঞ্চম হিসেবে শেষ করে। এরপর তারা প্রথম বিশ্বযুদ্ধের আগে অবধি প্রথম ছটি দলের মধ্যে শেষ করে। কিন্তু তার পড়ে ১৯৩০ সালে তারা তৃতীয় ডিভিশনে নেমে যায়। কিন্তু ১৯৩০ সালেই তারা এফএ কাপ সেমিফাইনালে ওঠে। ২০০৩-০৮ মৌসুমে তারা তৃতীয় ডিভিশনে ও ২০০৪-০৫ মরসুমে ফুটবল লীগ প্রথম বিভাগে তৃতীয় হয়ে দ্য চ্যাম্পিয়ণশীপেএ ওঠে। ২০০৮-০৯ মরসুমে তারা প্রিমিয়র লীগ খেললেও তারা সেবছর আবার দ্য চ্যাম্পিয়ণশীপেএ নেমে যায়ে।

তাদের নিজেদের মাঠ কে.সি. স্টেডিয়াম। ২০০২ সাল পর্যন্ত তারা বুথবেরি ক্লাব মাঠে খেলত। তাদের কালো ও হলুদ জামার জন্য তাদের ডাকনাম "দ্য টাইগার্স"। তাদের ক্লাবের ম্যাসকট "রওরি দ্য টাইগর"। ২০১৩ আগস্টে তাদের নাম "হাল সিটি প্রঃ লিঃ" নামে অন্তর্ভুক্ত হলেও তারা ২০১৩-১৪ মরসুমে "হাল সিটি" নামেই খেলবে।'

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.