পিটার ক্রাউচ

পিটার ক্রাউচ (ইংরেজি: Peter Crouch পীট্‌র্‌ ক্র্যাউচ্‌) ইংরেজ ফুটবল খেলোয়াড়। তিনি ৬ ফুট ৭ ইঞ্চি লম্বা। বর্তমানে স্টোক সিটি দলে স্ট্রাইকার হিসেবে খেলছেন। ২০০৬ এবং ২০১০ সালের বিশ্বকাপে ইংল্যান্ড দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া ২০০৫-২০১০ সালের মধ্যে তিনি দেশের হয়ে ৪২ ম্যাচে ২২ গোলও করেছেন।

  1. "ফিফা ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকা ২০১০ – প্লেয়ার লিস্ট" (PDF)। Fédération Internationale de Football Association (FIFA)। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৩
  2. টেইলর, গ্রাহাম (২০ জুলাই ২০০৫)। "একটি লম্বা গল্প"। BBC Sport। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১১
পিটার ক্রাউচ
স্টোক সিটির হয়ে চেলসির বিপক্ষে ম্যাচের আগে পিটার ক্রাউচ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম পিটার জেমস ক্রাউচ[1]
জন্ম (1981-01-30) ৩০ জানুয়ারি ১৯৮১
জন্ম স্থান ম্যাকেলসফিল্ড, England
উচ্চতা ফুট ৭ ইঞ্চি (২.০১ মিটার)[2]
মাঠে অবস্থান Forward
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব স্টোক সিটি
জার্সি নম্বর ২৫
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
১৯৯৫–১৯৯৮ টটেনহাম হটস্পার
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
১৯৯৮–২০০০ টটেনহাম হটস্পার (০)
২০০০ডালউইচ হ্যামলেট (loan) (১)
২০০০IFK Hässleholm (loan) (৩)
২০০০–২০০১ কুইন্স পার্ক রজার্স ৪২ (১০)
২০০১–২০০২ পোর্টসমাউথ ৩৭ (১৮)
২০০২–২০০৪ অ্যাস্টন ভিলা ৩৭ (৬)
২০০৩নরউইচ সিটি (loan) ১৫ (৪)
২০০৪–২০০৫ সাউদাম্পটন ২৭ (১২)
২০০৫–২০০৮ লিভারপুল ৮৫ (২২)
২০০৮–২০০৯ পোর্টসমাউথ ৩৮ (১১)
২০০৯–২০১১ টটেনহাম হটস্পার ৭৩ (১২)
২০১১– স্টোক সিটি ১৩৩ (৩৩)
জাতীয় দল
২০০২–২০০৩ ইংল্যান্ড অনুর্ধ ২১ (1)
২০০৬ ইংল্যান্ড বি (0)
২০০৫–২০১০ ইংল্যান্ড জাতীয় দল ৪২ (২২)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ২১:০০, ২৪ মে ২০১৫ (UTC) তারিখ অনুযায়ী সঠিক।
† উপস্থিতি(গোল সংখ্যা)।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.