একদিনের আন্তর্জাতিক

একদিনের আন্তর্জাতিক বা একদিবসীয় ক্রিকেট ক্রিকেট খেলার একটি রূপ যা দু’টি দেশের জাতীয় ক্রিকেট দলের মধ্যে খেলা হয়ে থাকে এবং এতে প্রত্যেক দল ৫০ ওভার করে খেলে থাকে। একদিনের আন্তর্জাতিক খেলা দিয়েই ক্রিকেট বিশ্বকাপ খেলা হয়। একদিনের আন্তর্জাতিক খেলাকে সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটও বলা হয় কারণ এটি মূলত জাতীয় দলগুলোর মধ্যে নির্ধারিত ওভারের খেলা

মেলবোর্ন ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ভারত বনাম অস্ট্রেলিয়া খেলা

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি

একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বা ওডিআইয়ে প্রথম সেঞ্চুরিটি করেন ইংল্যান্ডের ডেনিস অ্যামিস[1] ২৪ আগস্ট, ১৯৭২ তারিখে ওল্ডট্রাফোর্ডে অনুষ্ঠিত ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার খেলায় তিনি ১০৩ রান করে এ কীর্তিগাঁথা রচনা করেন। কিন্তু এ খেলাটি রেকর্ডে দ্বিতীয় ওডিআই হিসেবে চিহ্নিত হয়ে আছে। সবচেয়ে বেশী ওডিআই সেঞ্চুরি করেন ভারতের ব্যাটিং শচীন তেন্ডুলকর। ৪৯টি সেঞ্চুরি করে তিনি শীর্ষস্থানে রয়েছেন।

সর্বোচ্চ রান এবং উইকেট

রানের দিক দিয়েও শীর্ষস্থানে আছেন শচীন তেন্ডুলকর (২১৩৬৭), ২য় স্থানে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৭০৪৬)। শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ৫৩৪ উইকেট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষে আছেন, ৫০২ উইকেট নিয়ে ২য় স্থানে আছেন পাকিস্তানের ওয়াসিম আকরাম

ওডিআই র‌্যাঙ্কিং

আইসিসি ওডিআই চ্যাম্পিয়নশীপ র‌্যাঙ্কিং
অবস্থানদলের নামখেলার সংখ্যাপয়েন্টরেটিং
 ইংল্যান্ড৫৫৬৯১৬১২৬
 ভারত৫৮৭০০০১২১
 নিউজিল্যান্ড৪৩৪৮০৩১১২
 দক্ষিণ আফ্রিকা৪৫৪৯৮৫১১১
 পাকিস্তান৪৩৪৩৭০১০২
 অস্ট্রেলিয়া৪০৩৯৮০১০০
 বাংলাদেশ৩৭৩৪৬৪৯৪
 শ্রীলঙ্কা৫৪৪২৪০৭৯
 ওয়েস্ট ইন্ডিজ৩৮২৭১৩৭১
১০  আফগানিস্তান৩৬২৩৯৪৬৭
১১  জিম্বাবুয়ে৪৮২৫৪৫৫২
১২  আয়ারল্যান্ড২৩৯০৪৩৯
১৩  স্কটল্যান্ড১৬৫৩৫৩৩
১৪  সংযুক্ত আরব আমিরাত১৪২৯৮২১
 নেদারল্যান্ডস*
   নেপাল*
*নেদারল্যান্ডস ও নেপাল পর্যাপ্ত খেলায় অংশগ্রহণ না করায় আনুষ্ঠানিক ওডিআই র‍্যাঙ্কিংয়ে জায়গা পায়নি। এ যোগ্যতা লাভে কমপক্ষে আটটি খেলায় অংশগ্রহণ করা প্রয়োজন।
"খেলা" বলতে মে মাসের পর থেকে ১২-১৪ মাসে অংশগ্রহণকৃত খেলার সংখ্যা + সিরিজের সংখ্যা। এছাড়াও, এর পূর্বেকার ২৪ মাসের অর্ধেক খেলার সংখ্যা।
তথ্যসূত্র: আইসিসি ওডিআই র‌্যাঙ্কিং, ইএসপিএনক্রিকইনফো র‌্যাঙ্কিং ১০ ডিসেম্বর, ২০১৮

বর্তমান শীর্ষস্থানীয় ক্রিকেটার

আইসিসি শীর্ষ ১০ ওডিআই ব্যাটসম্যান
অবস্থানখেলোয়াড়ের নামদলের নামরেটিং
বিরাট কোহলি ভারত৮৮৭
রোহিত শর্মা ভারত৮৫৪
রস টেলর নিউজিল্যান্ড৮২১
জো রুট ইংল্যান্ড৮০৭
বাবর আজম পাকিস্তান৮০১
ফাফ দু প্লেসিস দক্ষিণ আফ্রিকা৭৯১
শাই হোপ ওয়েস্ট ইন্ডিজ৭৮০
কুইন্টন ডি কক দক্ষিণ আফ্রিকা৭৫৮
ফখর জামান পাকিস্তান৭৫৫
১০ শিখর ধাওয়ান ভারত৭৪৪
তথ্যসূত্র: রিলায়েন্সআইসিসি র‌্যাঙ্কিংস, ইএসপিএন ১১ মার্চ, ২০১৯
আইসিসি শীর্ষ ১০ ওডিআই বোলার
অবস্থানখেলোয়াড়ের নামদলের নামরেটিং
যশপ্রীত বুমরাহ ভারত৮০৮
রশীদ খান আফগানিস্তান৭৮৮
ট্রেন্ট বোল্ট নিউজিল্যান্ড৭৩২
কুলদীপ যাদব ভারত৭১৯
যুজবেন্দ্র চাহাল ভারত৭০৯
মোস্তাফিজুর রহমান বাংলাদেশ৬৯৫
কাগিসো রাবাদা দক্ষিণ আফ্রিকা৬৮৮
আদিল রশীদ ইংল্যান্ড৬৮৩
মুজিব উর রহমান আফগানিস্তান৬৭৯
১০ জশ হজলউড ইংল্যান্ড৬৬৫
তথ্যসূত্র: রিলায়েন্সআইসিসি র‌্যাঙ্কিংস - ওডিআইবোলিং, ১১ মার্চ, ২০১৯
আইসিসি শীর্ষ ১০ ওডিআই অল-রাউন্ডার
অবস্থানখেলোয়াড়ের নামদলের নামরেটিং
গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়া৩৯০
সাকিব আল হাসান বাংলাদেশ৩৩৯
মোহাম্মাদ নবী আফগানিস্তান৩৩১
মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ২৪১
রিচি বেরিংটন স্কটল্যান্ড২২১
থিসারা পেরেরা শ্রীলঙ্কা২২০
পল স্টার্লিং আয়ারল্যান্ড২১৭
শন উইলিয়ামস জিম্বাবুয়ে১৯৮
জেপি ডুমিনি দক্ষিণ আফ্রিকা১৯২
১০ কেভিন ওব্রায়েন আয়ারল্যান্ড১৮১
তথ্যসূত্র: রিলায়েন্সআইসিসি র‌্যাঙ্কিংস - ওডিআইঅল-রাউন্ডার, ১১ মার্চ, ২০১৯

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.