একদিনের আন্তর্জাতিক
একদিনের আন্তর্জাতিক বা একদিবসীয় ক্রিকেট ক্রিকেট খেলার একটি রূপ যা দু’টি দেশের জাতীয় ক্রিকেট দলের মধ্যে খেলা হয়ে থাকে এবং এতে প্রত্যেক দল ৫০ ওভার করে খেলে থাকে। একদিনের আন্তর্জাতিক খেলা দিয়েই ক্রিকেট বিশ্বকাপ খেলা হয়। একদিনের আন্তর্জাতিক খেলাকে সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটও বলা হয় কারণ এটি মূলত জাতীয় দলগুলোর মধ্যে নির্ধারিত ওভারের খেলা।
ক্রিকেট |
---|
সিরিজের অংশবিশেষ |
![]() ক্রিকেট পিক্টোগ্রাম |
ক্রিকেটের ধরন
|

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি
একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বা ওডিআইয়ে প্রথম সেঞ্চুরিটি করেন ইংল্যান্ডের ডেনিস অ্যামিস।[1] ২৪ আগস্ট, ১৯৭২ তারিখে ওল্ডট্রাফোর্ডে অনুষ্ঠিত ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার খেলায় তিনি ১০৩ রান করে এ কীর্তিগাঁথা রচনা করেন। কিন্তু এ খেলাটি রেকর্ডে দ্বিতীয় ওডিআই হিসেবে চিহ্নিত হয়ে আছে। সবচেয়ে বেশী ওডিআই সেঞ্চুরি করেন ভারতের ব্যাটিং শচীন তেন্ডুলকর। ৪৯টি সেঞ্চুরি করে তিনি শীর্ষস্থানে রয়েছেন।
সর্বোচ্চ রান এবং উইকেট
রানের দিক দিয়েও শীর্ষস্থানে আছেন শচীন তেন্ডুলকর (২১৩৬৭), ২য় স্থানে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৭০৪৬)। শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ৫৩৪ উইকেট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষে আছেন, ৫০২ উইকেট নিয়ে ২য় স্থানে আছেন পাকিস্তানের ওয়াসিম আকরাম।
ওডিআই র্যাঙ্কিং
আইসিসি ওডিআই চ্যাম্পিয়নশীপ র্যাঙ্কিং | ||||
---|---|---|---|---|
অবস্থান | দলের নাম | খেলার সংখ্যা | পয়েন্ট | রেটিং |
১ | ![]() | ৫৫ | ৬৯১৬ | ১২৬ |
২ | ![]() | ৫৮ | ৭০০০ | ১২১ |
৩ | ![]() | ৪৩ | ৪৮০৩ | ১১২ |
৪ | ![]() | ৪৫ | ৪৯৮৫ | ১১১ |
৫ | ![]() | ৪৩ | ৪৩৭০ | ১০২ |
৬ | ![]() | ৪০ | ৩৯৮০ | ১০০ |
৭ | ![]() | ৩৭ | ৩৪৬৪ | ৯৪ |
৮ | ![]() | ৫৪ | ৪২৪০ | ৭৯ |
৯ | ![]() | ৩৮ | ২৭১৩ | ৭১ |
১০ | ![]() | ৩৬ | ২৩৯৪ | ৬৭ |
১১ | ![]() | ৪৮ | ২৫৪৫ | ৫২ |
১২ | ![]() | ২৩ | ৯০৪ | ৩৯ |
১৩ | ![]() | ১৬ | ৫৩৫ | ৩৩ |
১৪ | ![]() | ১৪ | ২৯৮ | ২১ |
– | ![]() | ৬ | – | – |
– | ![]() | ৭ | – | – |
*নেদারল্যান্ডস ও নেপাল পর্যাপ্ত খেলায় অংশগ্রহণ না করায় আনুষ্ঠানিক ওডিআই র্যাঙ্কিংয়ে জায়গা পায়নি। এ যোগ্যতা লাভে কমপক্ষে আটটি খেলায় অংশগ্রহণ করা প্রয়োজন। | ||||
"খেলা" বলতে মে মাসের পর থেকে ১২-১৪ মাসে অংশগ্রহণকৃত খেলার সংখ্যা + সিরিজের সংখ্যা। এছাড়াও, এর পূর্বেকার ২৪ মাসের অর্ধেক খেলার সংখ্যা। | ||||
তথ্যসূত্র: আইসিসি ওডিআই র্যাঙ্কিং, ইএসপিএনক্রিকইনফো র্যাঙ্কিং ১০ ডিসেম্বর, ২০১৮ |
বর্তমান শীর্ষস্থানীয় ক্রিকেটার
আইসিসি শীর্ষ ১০ ওডিআই ব্যাটসম্যান | ||||
---|---|---|---|---|
অবস্থান | খেলোয়াড়ের নাম | দলের নাম | রেটিং | |
১ | বিরাট কোহলি | ![]() | ৮৮৭ | |
২ | রোহিত শর্মা | ![]() | ৮৫৪ | |
৩ | রস টেলর | ![]() | ৮২১ | |
৪ | জো রুট | ![]() | ৮০৭ | |
৫ | বাবর আজম | ![]() | ৮০১ | |
৬ | ফাফ দু প্লেসিস | ![]() | ৭৯১ | |
৭ | শাই হোপ | ![]() | ৭৮০ | |
৮ | কুইন্টন ডি কক | ![]() | ৭৫৮ | |
৯ | ফখর জামান | ![]() | ৭৫৫ | |
১০ | শিখর ধাওয়ান | ![]() | ৭৪৪ | |
তথ্যসূত্র: রিলায়েন্সআইসিসি র্যাঙ্কিংস, ইএসপিএন ১১ মার্চ, ২০১৯ |
আইসিসি শীর্ষ ১০ ওডিআই বোলার | ||||
---|---|---|---|---|
অবস্থান | খেলোয়াড়ের নাম | দলের নাম | রেটিং | |
১ | যশপ্রীত বুমরাহ | ![]() | ৮০৮ | |
২ | রশীদ খান | ![]() | ৭৮৮ | |
৩ | ট্রেন্ট বোল্ট | ![]() | ৭৩২ | |
৪ | কুলদীপ যাদব | ![]() | ৭১৯ | |
৫ | যুজবেন্দ্র চাহাল | ![]() | ৭০৯ | |
৬ | মোস্তাফিজুর রহমান | ![]() | ৬৯৫ | |
৭ | কাগিসো রাবাদা | ![]() | ৬৮৮ | |
৮ | আদিল রশীদ | ![]() | ৬৮৩ | |
৯ | মুজিব উর রহমান | ![]() | ৬৭৯ | |
১০ | জশ হজলউড | ![]() | ৬৬৫ | |
তথ্যসূত্র: রিলায়েন্সআইসিসি র্যাঙ্কিংস - ওডিআইবোলিং, ১১ মার্চ, ২০১৯ |
আইসিসি শীর্ষ ১০ ওডিআই অল-রাউন্ডার | ||||
---|---|---|---|---|
অবস্থান | খেলোয়াড়ের নাম | দলের নাম | রেটিং | |
১ | গ্লেন ম্যাক্সওয়েল | ![]() | ৩৯০ | |
২ | সাকিব আল হাসান | ![]() | ৩৩৯ | |
৩ | মোহাম্মাদ নবী | ![]() | ৩৩১ | |
৪ | মাহমুদুল্লাহ রিয়াদ | ![]() | ২৪১ | |
৫ | রিচি বেরিংটন | ![]() | ২২১ | |
৬ | থিসারা পেরেরা | ![]() | ২২০ | |
৭ | পল স্টার্লিং | ![]() | ২১৭ | |
৮ | শন উইলিয়ামস | ![]() | ১৯৮ | |
৯ | জেপি ডুমিনি | ![]() | ১৯২ | |
১০ | কেভিন ওব্রায়েন | ![]() | ১৮১ | |
তথ্যসূত্র: রিলায়েন্সআইসিসি র্যাঙ্কিংস - ওডিআইঅল-রাউন্ডার, ১১ মার্চ, ২০১৯ |
তথ্যসূত্র
- 1st ODI: England v Australia, Aug. 24, 1972, ESPN website.
আরও দেখুন
বহিঃসংযোগ
- আইসিসি’র ওয়েবসাইটে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মাবলী
- ICC Chief Executives' Committee approves introduction of ODI innovations by Jon Long ,আইসিসি’র ওয়েবসাইট, ২৫ জুন ২০০৫
- "The expanding one-day world"by Martin Williamson, ক্রিকইনফো।