কারিনা কাপুর

কারিনা কাপুর (হিন্দি: करीना कपूर; উচ্চারিত [kəˈriːnaː kəˈpuːr]; জন্ম: (১৯৮০-০৯-২১)২১ সেপ্টেম্বর ১৯৮০; বিবাহোত্তর কারিনা কাপুর খান নামে পরিচিত) হলেন একজন ভারতীয় বলিউড অভিনেত্রী।[1] তিনি অভিনেতা রণধীর কাপুরববিতা শিবদাসানির কন্যা এবং অভিনেত্রী কারিশমা কাপুরের ছোট বোন। প্রায়ই তাকে ঘরোয়াভাবে বেবো বলা হয়,[2] অভিনয় জীবনে তিনি ছয়টি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।

কারিনা কাপুর
करीना कपूर
২০১৯ সালে কারিনা কাপুর
জন্ম
কারিনা কাপুর

(1980-09-21) ২১ সেপ্টেম্বর ১৯৮০
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামকারিনা কাপুর খান
পেশাঅভিনেত্রী, মডেল
কার্যকাল২০০০– বর্তমান
উচ্চতা১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)
দাম্পত্য সঙ্গীসাইফ আলি খান (২০১২– বর্তমান)
পিতা-মাতা
আত্মীয়দেখুন কাপুর পরিবার
ওয়েবসাইটকারিনা কাপুর অফিসিয়াল ওয়েবসাইট

২০০০ সালে রিফিউজি চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। ঐতিহাসিক নাট্যধর্মী অশোক এবং মেলোড্রামাধর্মী ব্লকব্লাস্টার কভি খুশি কভি গম... চলচ্চিত্র দিয়ে তিনি হিন্দি চলচ্চিত্রে শক্ত অবস্থান তৈরি করেন। শুরুর সাফল্যের পর তার কয়েকটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয় এবং নেতিবাচক সমালোচনা অর্জন করে। ২০০৪ সাল ছিল তার ঘুরে দাঁড়ানোর সময়। এই বছর তিনি নাট্যধর্মী চামেলি চলচ্চিত্রে একজন যৌনকর্মীর ভূমিকায় এবং দেব চলচ্চিত্রে দাঙ্গা কবলিত এক নারী আলিয়া ভূমিকায় অভিনয় করেন। ২০০৬ সালে তিনি উইলিয়াম শেকসপিয়র রচিত ওথেলো নাটকের ছায়া অবলম্বনে নির্মিত ওমরকার চলচ্চিত্রে মূল নাটকের ডেসডিমোনা চরিত্রের সংকলিত ডলি মিশ্রা ভূমিকায় অভিনয় করেন। তার এই ভূমিকায় অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী সমালোচক পুরস্কার লাভ করেন। তিনি ২০০৭ সালের জব উই মেট চলচ্চিত্রে গীত চরিত্রে অভিনয়ের জন্য জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার এবং ২০১০ সালের উই আর ফ্যামিলি চলচ্চিত্রে তার ভূমিকার জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার লাভ করেন। কাপুর বলিউডের সর্বাধিক ব্যবসা সফল চলচ্চিত্র হাস্যরসাত্মক নাট্যধর্মী থ্রি ইডিয়টস (২০০৯) এবং সামাজিক নাট্যধর্মী বজরঙ্গী ভাইজান (২০১৫) চলচ্চিত্রে প্রধান নারী ভূমিকায় করে সাফল্য লাভ করেন। এছাড়া তার অভিনীত ২০০৯ সালে থ্রিলারধর্মী কুরবান এবং ২০১২ সালে হিরোইন চলচ্চিত্র দুটি সমালোচকদের প্রশংসা অর্জন করে।

প্রারম্ভিক জীবন

এক ছবিতে মা ববিতা ও বোন কারিশমার সঙ্গে কারিনা।[3]

১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর মুম্বাইতে জন্মগ্রহণ করেন তিনি। পরিবারিকভাবে তাকে "বেবো" নামে ডাকা হয়।[4] তার পিতা অভিনেতা রণধীর কাপুর এবং মাতা অভিনেত্রী ববিতা শিবদাসানি। তার বড় বোন অভিনেত্রী কারিশমা কাপুর। তার পিতামহ ছিলেন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুর, অন্যদিকে তার মাতামহ ছিলেন অভিনেতা হরি শিবদাসানি। তার প্র-পিতামহ ছিলেন অভিনেতা পৃথ্বীরাজ। অভিনেতা ঋষি কাপুর ও রাজীব কাপুর তার চাচা এবং অভিনেত্রী নীতু সিং ও উদ্যোক্তা রিতু নন্দা তার চাচী। তার চাচাতো ভাই অভিনেতা রণবীর কাপুর, আরমান জৈন ও আদর জৈন এবং ব্যবসায়ী নিখিল নন্দ। অভিনেতা শাম্মী কাপুরশশী কাপুর তার পিতামহের ভাই এবং অভিনেত্রী সাধনা শিবদাসানি তার মায়ের ফুফু। কারিনার মতে, তার নাম আন্না কারেনিনা বই থেকে নেয়া হয়েছে, তার মাতা যখন অন্তঃসত্ত্বা ছিলেন তখন তিনি এই বইটি পড়ছিলেন।[5] কাপুর তার পিতার দিক থেকে হিন্দু পাঞ্জাবি বংশোদ্ভূত[6] এবং মাতার দিক থেকে সিন্ধি ও ব্রিটিশ বংশোদ্ভূত। [7] ছোটবেলায় কারিনা পারিবারিক কারনে হিন্দু ও খ্রিস্টান দুই ধর্মের আবহে বেড়ে উঠেন।[8] কারিনার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি।[9]

অভিনয় জীবন

২০০০ সালে রিফিউজিতে অমিতাভ বচ্চনের পুত্র অভিষেকের সাথে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়েছিল।এরপর তিনি ৩১ টি অন্যান্য হিন্দি সিনেমাতে উপস্থিত হয়েছিলেন । এছাড়া তিনি 'তাশান', 'লাজ্জো', 'কিসমত টকিজ'-এ হাজির হন।

বিয়ে

কারিনা কাপুর এবং সাইফ আলি খান

তিনি সাইফ আলি খান কে বিয়ে করেন। কারিনা কাপুর খানের ২য় স্ত্রী।

চলচ্চিত্রের তালিকা

বছর চলচ্চিত্রের নাম চরিত্র টুকিটাকি
২০০০রিফিউজিনাজনীন "নাজ" আহমেদফিল্মফেয়ার সেরা নবাগত অভিনেত্রী পুরস্কার
২০০১মুঝে কুচ কেহেনা হ্যায়পূজা সাক্সেনা
ইয়াদেইশা সিং পুরি
আজনবীপ্রিয়া মালোত্রা
অশোকাকৌরকিমনোনীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার
কাভি খুশি কাভি গাম...পূজা "পূ" শর্মামনোনীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার
২০০২মুঝসে দোস্তি কারোগি!টিনা কাপুর
জীনা স্রিফ মেরে লিয়েপূজা / পিংকি
২০০৩তালাশ: দ্য হান্ট বিগিনস...টিনা
খুশিখুশি সিং (লালি)
ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁসানজানা
এলওসি কারগিলসিমরান
২০০৪চামেলীচামেলীফিল্মফেয়ার বিশেষ পুরস্কার
যুবামীরা
দেবআলিয়াফিল্মফেয়ার সমালোচকদের রায়ে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার
ফিদানেহা মেহরা
এইত্‌রাজপ্রিয়া সাক্সেনা / মালোত্রা
হালচালআঞ্জলী
২০০৫বেওয়াফাআঞ্জলী সাহা
কিউ কিড. তানভী খুরানা
দোস্তি: ফ্রেন্ডস ফরেভারআঞ্জলী
২০০৬৩৬ চায়না টাউনপ্রিয়া
চুপ চুপ কেশ্রুতি
ওমকারাডলি মিশ্রাফিল্মফেয়ার সমালোচকদের রায়ে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার
মনোনীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার
ডন: দ্যা চেজ বিগিনস এগেইনকামিনীবিশেষ উপস্থিতি
২০০৭কেয়া লাভ স্টোরি হ্যায়নিজ"ইট'স রকিং" গানে বিশেষ উপস্থিতি
যাব উই মেটগীত ধীলনফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার
২০০৮হালা বোলনিজবিশেষ উপস্থিতি
তাশানপূজা সিং
রোডসাইড রোমিওলায়লাকণ্ঠ
গোলমাল রিটার্নসএকতা
২০০৯লাক বাই চান্সনিজবিশেষ উপস্থিতি
বিল্লুনিজ"মার্জানি" গানে বিশেষ উপস্থিতি
কমবখ্‌ত ইশ্‌কসিমরিতা রায়
ম্যায় অর মিসেস খান্নারায়না খান্না
কুরবানঅবন্তিকা আহুজা / খানমনোনীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার
থ্রি ইডিয়টসপ্রিয়া সাহাস্ত্রবুদ্ধেমনোনীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার
২০১০মিলেঙ্গে মিলেঙ্গেপ্রিয়া মালোত্রা
উই আর ফ্যামিলিশ্রেয়া অরোরাফিল্মফেয়ার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার
গোলমাল ৩ডাবুমনোনীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার
২০১১বডিগার্ডদিব্যা
রা.ওয়ানসোনিয়া শেখার সুব্রামানিউম
২০১২এক ম্যায় অর এক তুরিয়ানা ব্রাগাঞ্জা
এজেন্ট বিনোদইরাম পারভীন বিলাল /
ড. রুবি মেন্ডিস
রাউডি রাথোরনিজ"চিতা তা" গানে বিশেষ উপস্থিতি
হিরোইনমাহি অরোরা
তালাশরোজি / সিম্‌রান
দাবাং ২নিজ"ফেভিকল সে" গানে বিশেষ উপস্থিতি
২০১৩বোম্বে টকিজনিজ"আপ্‌না বোম্বে টকিজ" গানে বিশেষ উপস্থিতি
সত্যাগ্রহইয়াসমিন আহমেদ
গোরি তেরে পেয়ার মেদিয়া শর্মা
২০১৪সিংগাম রিটার্নস
হ্যাপি এন্ডিংবিশেষ উপস্থিতি
২০১৫গাব্বার ইজ ব্যাক'তেরি মেরি কাহানি' গানে বিশেষ উপস্থিতি
ব্রাদার্সনিজ ভূমিকায় (কারিনা কাপুর)মেরি নাম মেরি হে' গানে বিশেষ উপস্থিতি
২০১৬কি এন্ড কাকিয়া বনসল / কি
উড়তা পাঞ্জাব প্রীত সাহানি -

সম্মাননা

রিফিউজি(২০০০), চামেলি (২০০৩), দেব (২০০৪) এবং ওমকার (২০০৬) এ অভিনয়ের জন্য তিনি এখন পর্যন্ত চারটি পুরষ্কার জিতেছেন।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Star of The Week-Kareena Kapoor"Rediff.com। ২০০২-১০-৩০। সংগ্রহের তারিখ ২০০৮-০৭-২৪
  2. Verma, Sukanya (২০০২-১০-৩০)। "'She is just a little girl trying to find her way'"Rediff.com। ২০১০-১১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৭-১৬
  3. Kapoor, Kareena (Actress) (১০ সেপ্টেম্বর ২০০৮)। People take advantage of me: KareenaMumbai, India: Metacafe। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১০
  4. Verma, Sukanya (৩০ অক্টোবর ২০০২)। "'She is just a little girl trying to find her way'"। Rediff.com। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০০৮
  5. IndiaFM News Bureau (২৯ ডিসেম্বর ২০০৪)। "What's a book got to do with Kareena?"। Bollywood Hungama। ২৯ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০০৭
  6. Dhawan, M. L. (৮ জানুয়ারি ২০০৬)। "Punjabi colours of Bollywood"The Tribune। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১০
  7. "Kareena-Rajkumar Hirani Hum Sindhi hain"Hindustan Times। ১৬ অক্টোবর ২০১০। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১০
  8. "Sajid beats Saif to the altar - After civil marriage, a suspense at play"The Telegraph। ১৬ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৪
  9. "ছোট হয়েও বড় যারা"। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.