মিনা কুমারী
মিনা কুমারী (হিন্দি: मीना कुमारी; উর্দু: مینا کماری;1 জন্ম: ১ আগস্ট, ১৯৩৩- মৃত্যু: ৩১ মার্চ, ১৯৭২), জন্ম নাম মেহজাবিন বানু হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও কবি। তার পিতার নাম আলী বক্স। মূলত পিতার ইচ্ছাতেই তিনি অভিনয়ে প্রবেশ করেন। ১৯৩৯ সালে সাত বছর বয়সে ‘ফারজানদ-এ-ওয়াতন’ চলচ্চিত্রে বেবি মিনা নাম নিয়ে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। কামাল আমরোহী পরিচালিত পাকিজা তার জীবনের শ্রেষ্ঠ চলচ্চিত্র। ছবিটি তার মৃত্যুর তিন সপ্তাহ আগে মুক্তি পায়।
মিনা কুমারী | |
---|---|
![]() | |
জন্ম | মেহজাবিন বানু ১ আগস্ট ১৯৩৩ বোম্বে, বোম্বে প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত |
মৃত্যু | ৩১ মার্চ ১৯৭২ ৩৮) | (বয়স
পেশা | অভিনেত্রী |
কার্যকাল | ১৯৩৯ - ১৯৭২ |
দাম্পত্য সঙ্গী | কামাল আমরোহী (১৯৫২ - ১৯৭২) |
মিনা কুমারী ১৯৪৯ সালে বীর ঘাতক ছবিতে প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন। ১৯৫২ সালে বেজু বাওরা চলচ্চিত্রে অভিনয় করে তিনি নায়িকা হিসেবে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৩৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত তার অভিনয় জীবনে তিনি ৯০ টির বেশি চলচ্চিত্রে অভিনয করেন। তিনি ১৯৭২ সালের ৩১ মার্চ লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন।[1]
গ্রন্থপঞ্জী
- Ghosh, Avijit (২০১৩)। 40 RETAKES। Westland। আইএসবিএন 978-93-83260-31-7।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে Meena Kumari (ইংরেজি)
- Meena Kumari at Manas: Culture of India
- Collection of verses by Meena Kumari