মিনা কুমারী

মিনা কুমারী (হিন্দি: मीना कुमारी; উর্দু: مینا کماری;1 জন্ম: ১ আগস্ট, ১৯৩৩- মৃত্যু: ৩১ মার্চ, ১৯৭২), জন্ম নাম মেহজাবিন বানু হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও কবি। তার পিতার নাম আলী বক্স। মূলত পিতার ইচ্ছাতেই তিনি অভিনয়ে প্রবেশ করেন। ১৯৩৯ সালে সাত বছর বয়সে ‘ফারজানদ-এ-ওয়াতন’ চলচ্চিত্রে বেবি মিনা নাম নিয়ে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। কামাল আমরোহী পরিচালিত পাকিজা তার জীবনের শ্রেষ্ঠ চলচ্চিত্র। ছবিটি তার মৃত্যুর তিন সপ্তাহ আগে মুক্তি পায়।

মিনা কুমারী
জন্ম
মেহজাবিন বানু

(১৯৩৩-০৮-০১)১ আগস্ট ১৯৩৩
বোম্বে, বোম্বে প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
মৃত্যু৩১ মার্চ ১৯৭২(1972-03-31) (বয়স ৩৮)
পেশাঅভিনেত্রী
কার্যকাল১৯৩৯ - ১৯৭২
দাম্পত্য সঙ্গীকামাল আমরোহী (১৯৫২ - ১৯৭২)

মিনা কুমারী ১৯৪৯ সালে বীর ঘাতক ছবিতে প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন। ১৯৫২ সালে বেজু বাওরা চলচ্চিত্রে অভিনয় করে তিনি নায়িকা হিসেবে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৩৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত তার অভিনয় জীবনে তিনি ৯০ টির বেশি চলচ্চিত্রে অভিনয করেন। তিনি ১৯৭২ সালের ৩১ মার্চ লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন।[1]

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জী

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.