জয়া বচ্চন

জয়া ভাদুড়ি (এপ্রিল ৯, ১৯৪৮), যিনি বর্তমানে জয়া বচ্চন নামে পরিচিত, একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী। তিনি অভিনেতা অমিতাভ বচ্চনের স্ত্রী ও অভিষেক বচ্চন ও শ্বেতা নন্দার মা।[1][2]

জয়া ভাদুড়ী বচ্চন
জন্ম
জয়া ভাদুড়ী
পেশাঅভিনেত্রী, রাজনীতিক
কার্যকাল১৯৬৩, ১৯৭১- ১৯৮১, ১৯৯৮- বর্তমান
দাম্পত্য সঙ্গীঅমিতাভ বচ্চন (১৯৭৩-বর্তমান)
সন্তানঅভিষেক বচ্চন
শ্বেতা নন্দা
পিতা-মাতাপিতা: তরুনকুমার ভাদুড়ী, মাতা: ইন্দিরা ভাদুড়ী
ওয়েবসাইটজয়া ভাদুড়ী ব্চ্চন

জন্ম ও শিক্ষাজীবন

জয়া ভাদুড়ী মধ্যপ্রদেশ রাজ্যের জবলপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন খ্যাতনামা সাংবাদিক তরুনকুমার ভাদুড়ী ও মা'র নাম ইন্দিরা ভাদুড়ী। ভোপালের সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলে তিনি পড়াশোনা করেন। ১৯৬৬ সালে সারা ভারত সেরা এনসিসি ক্যাডেট সম্মানে সম্মানিত হন জয়া।

ব্যক্তিগত জীবন

১৯৭৩ সালের জুন মাসের ৩ তারিখে জয়া অমিতাভ বচ্চন এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অমিতাভ-জয়া দম্পতির শ্বেতা আর অভিষেক নামের দুই সন্তান হয়।

কর্মজীবন

অভিনয় জীবন

তথ্যসূত্র

  1. http://www.archive.india.gov.in/govt/rajyasabhampbiodata.php?mpcode=1964 Detailed Profile: Smt. Jaya Bachchan
  2. Somaaya, Bhaawana (২০০০-১২-২২)। "His humility appears misplaced"The Hindu। সংগ্রহের তারিখ ২০১১-০৯-১৯Probably the only actress to make a virtue out of simplicity, Jaya was the first whiff of realistic acting in an era when showbiz was bursting with mannequins

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.