সাইফ আলি খান

সাইফ আলী খান (জন্মঃ ১৬ আগস্ট ১৯৭০)[1] একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা এবং প্রযোজক। তার মা অভিনেত্রী শর্মিলা ঠাকুর, বাবা ক্রিকেট খেলোয়াড় মনসুর আলী খান পাতৌদি এবং বর্তমান স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর

সাইফ আলী খান
২০১৬ সালে সাইফ আলী খান
জন্ম
সাজিদ আলী খান

(1970-08-16) ১৬ আগস্ট ১৯৭০
পেশাঅভিনেতা
কার্যকাল১৯৯৩–বর্তমান
দাম্পত্য সঙ্গীঅমৃতা সিং (অক্টোবর ১৯৯১–২০০৪)
কারিনা কাপুর (২০১২–বর্তমান)

ব্যক্তিজীবন

সাইফ আলী খানের আসল নাম ছিল সাজিদ আলী খান। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখেন সাইফ আলী খান।

সাইফ তার চেয়ে বয়সে ১০ বছরের ছোট বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর কে বিয়ে করেন। অমৃতা সিংয়ের সঙ্গে ১৩ বছর সংসার করার পর বিচ্ছেদ ঘটিয়ে পরবর্তী সময়ে বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের মেয়ে ‘হিরোইন’ তারকা কারিনার টানা পাঁচ বছর সাইফের সাথে চুটিয়ে প্রেম করেন। ২০১২ সালে তারা তারা বন্ধনে আবদ্ধ হন। সাইফের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি এবং তার জীবনসঙ্গী কারিনার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি।[2] সাইফ ও অমৃতার ইব্রাহিম আলি খান নামে এক পুত্র এবং সারা আলি খান নামে এক কন্যা রয়েছে। সাইফ ও কারিনার তৈমুর নামে এক পুত্র রয়েছে।

অভিনীত চলচ্চিত্রের তালিকা

সালছবিপাত্রঅন্য তথ্য
১৯৯৩পরম্পরাপ্রতাপ সিং
আশিক আওয়ারাজিমি/রাকেশ রাজপালবিজয়ী, ফিল্মফেয়ার পুরস্কার সেরা নতুন অভিনেতা
পহেচান
১৯৯৪ইমতিহানভিকি
ইয়ে দিল্লাগিবিক্রম "ভিকি" সাইগল
ম্যায় খিলাড়ি তু আনাড়িদীপক কুমারমনোনিত, ফিল্মফেয়ার সেরা সহ-অভিনেতা
ইয়ার গদ্দারজয় ভারমা
আও প্যার করেরাজা
১৯৯৫সুরক্ষাঅমর/প্রিন্স বিজয়
১৯৯৬এক থা রাজাসানি
বোম্বাই কা বাবুবিক্রম (ভিকি)
তু চোর ম্যায় সিপাহিরাজা/কিং
দিল তেরা দিওয়ানারবি কুমার
১৯৯৭হামেশারাজা/রাজু
উড়ানরাজা
১৯৯৮কিমত: দে আর ব্যাকঅজয়
হামসে বড়কর কউনসানি
১৯৯৯ইয়ে হ্যায় মুম্বাই মেরি জানরাজু তারাচান্দ
কচ্চে ধাগেধনঞ্জয় পন্ডিত 'জয়'মনোনীত, ফিল্মফেয়ার সেরা সহ অভিনেতা
আরজুঅমর
বিবি নং ১দীপকবিশেষ ভুমিকা
হাম সাথ-সাথ হ্যাঁয়বিনোদ
২০০০ক্যা কেহনারাহুল মোদি
২০০১লাভ কে লিয়ে কুছ ভি করেগারাহুল কাপুর
দিল চাহতা হ্যায়সমীরপুরস্কৃত, ফিল্মফেয়ার সেরা কৌতুকাভিনেতা
র‍্যাহনা হ্যায় তেরে দিল মেঁরাজীব "স্যাম" সামরাও
২০০২না তুম জানো না হামঅক্ষয়
২০০৩ডরনা মানা হ্যায়অনিল মানচন্দানি
কাল হো না হোরোহিত প্যাটেলপুরস্কৃত, ফিল্মফেয়ার সেরা সহ-অভিনেতা &
ফিল্মফেয়ার মোটোরোলা "মোটো লুক অব দি ইয়ার"
এলওসি কারগিলক্যাপ্টেন অনুজ নায়ার
২০০৪এক হাসিনা থিকরন সিং রাঠোড়প্রথম খলনায়কের চরিত্র
হাম তুমকরন কাপুরপুরস্কৃত, ফিল্মফেয়ার সেরা কৌতুকাভিনেতা
পুরস্কৃত, জাতীয় সেরা অভিনেতা
২০০৫পরিণীতাশেখর রাইমনোনীত, ফিল্মফেয়ার সেরা অভিনেতা
সেলাম নমস্তেনিখিল "নিক" অরোরা
২০০৬বিইং সাইরাসসাইরাস মিস্ত্রী
ওমকারাঈশ্বর "ল্যাংড়া" ত্যাগীপুরস্কৃত, ফিল্মফেয়ার সেরা খলনায়ক
২০০৭একলব্য: দ্য রয়েল গার্ডপ্রিন্স হর্ষবর্ধনঅস্কার পুরস্কারে ভারতের সরকারি মনোনয়ন
নেহলে পে দহেলাজিমি
তা রা রাম পমরাজবীর সিং/আর.ভি
ওম শান্তি ওমনিজেবিশেষ ভুমিকা দিওয়ানগি দিওয়ানগি গানে
২০০৮রেসরণবীর সিং
তাশানজিতেন্দ্র "জিমি ক্লিফ" কুমার মাখওয়ানা
উডস্টক ভিলানিজেবিশেষ ভুমিকা
থোড়া প্যার থোড়া ম্যাজিকরণবীর তলোয়ারজুন ২৭, ২০০৮ এ মুক্তি পাবে
রোডসাইড রোমিওরোমিও-র আওয়াজঅক্টোবর ২৪, ২০০৮ এ মুক্তি পাবে
২০১৮ বাজার শকুন কোঠারি -

পুরষ্কার ও সম্মাননা

২০০৯ সালে সাইফ ভারতের সবচেয়ে সম্মানিত পুরস্কার ‘পদ্মাশ্রী’ ভূষণে ভূষিত হন। ‘হাম তুম’ ছবিতে অভিনয়ের কারণে ২০০৫ সালে সাইফ আলী খান ভারতের ‘ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড’র সেরা অভিনেতার পুরস্কার পান।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. http://www.imdb.com/name/nm0451307/
  2. "ছোট হয়েও বড় যারা"। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.