ভাগ্যশ্রী
ভাগ্যশ্রী (জন্ম:২৩ ফেব্রুয়ারী ১৯৬৯) ভারতের একজন চলচ্চিত্র অভিনেত্রী।তার অভিনীত ম্যায়নে প্যায়ার কিয়া চলচ্চিত্রের মাধ্যমে দর্শক মহলে পরিচিত হন।এর পর তিনি বহু হিন্দি,তামিল,কান্নাড়া,ভোজপুরি চলচ্চিত্রে অভিনয় করেছেন।[2]
ভাগ্যশ্রী | |
---|---|
![]() ২০১৫ সালে ভাগ্যশ্রী | |
জন্ম |
|
জাতীয়তা | ভারতীয় |
পেশা |
|
কার্যকাল | ১৯৮৩ |
দাম্পত্য সঙ্গী | হিমালয়া দাসানি (বি. ১৯৯০)[1] |
সন্তান | অভিমন্যু দাসানি অবন্তিকা দাসানি |
প্রথম জীবন
১৯৬৯ সালে সাংলির পাটবর্ধন রাজ পরিবারে ভাগ্যশ্রীর জন্ম হয়।তার পিতা হলেন বিজয় সিংহরাও মাধবরাও পাটবর্ধন।তিনি তিন বোনের মধ্য সবার বড়।
কর্ম জীবন
অভিনীত চলচ্চিত্র
বছর | চলচ্চিত্র | চরিত্র বা ভূমিকা | তথ্য |
---|---|---|---|
১৯৮৯ | ম্যায়নে পিয়ার কিয়া | সুমান | Winner—Filmfare Award for Best Female Debut Nominated—Filmfare Award for Best Actress |
১৯৯২ | Qaid Mein Hai Bulbul | পূজা চৌধরী | |
১৯৯২ | Tyagi | Aarti Shakti Dayal | |
১৯৯২ | Paayal | Paayal | |
১৯৯৩ | Ghar Aaya Mera Pardesi | রূপা | |
১৯৯৬ | Mappillai Manasu Poopola | বাসন্তী | তামিল চলচ্চিত্র |
১৯৯৭ | Ammavra Ganda | Kannada film | |
১৯৯৭ | Sautan Ki Sautan | ||
১৯৯৭ | Omkaram | Shashi | তেলেগু চলচ্চিত্র |
১৯৯৮ | Rana | Dr. Kasthuri | তেলেগু চলচ্চিত্র |
১৯৯৯ | Satru Dhwansa | ||
২০০১ | Hello Girls | ||
২০০৩ | Avunaa! | ||
২০০৩ | Maa Santoshi Maa | ||
২০০৫ | বলিদান | ভোজপুরী চলচ্চিত্র | |
২০০৫ | Uthaile Ghoonghta Chand Dekhle | ভোজপুরী চলচ্চিত্র | |
২০০৫ | Ego Chumma Deda Rajaji | ভোজপুরী চলচ্চিত্র | |
২০০৬ | Humko Deewana Kar Gaye | Simran Kohli | Special appearance |
২০০৬ | Janani | Akanksha | |
২০০৬ | Gandugali Kumara Rama | কান্নাড়া চলচ্চিত্র | |
২০০৭ | Janam Janam Ke Saath | Jyoti | ভোজপুরী চলচ্চিত্র |
২০০৭ | Mumbai Aamchich | মারাঠি চলচ্চিত্র | |
২০০৯ | Zhak Marli Bayko Keli | মারাঠি চলচ্চিত্র | |
২০১০ | সতী বেহুলা | বাংলাদেশী চলচ্চিত্র | |
২০১০ | Red Alert: The War Within | উমা | |
২০১৩ | দেবা | ভোজপুরী চলচ্চিত্র | |
পুরস্কার
- ১৯৯০ – মনোনিত, ম্যায়নে পিয়ার কিয়া চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার
- ১৯৯০ – জয়ী, ম্যায়নে পিয়ার কিয়া চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার সেরা নতুন অভিনেত্রীর পুরস্কার
- ২০১৪ – মনোনিত, লউট আও তৃষা নাটকের জন্য ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস এ সেরা পার্ফর্মারের পুরস্কার
তথ্যসূত্র
- IANS (১৩ জুলাই ২০১৪)। "I never went away from my fans: Bhagyashree"। The Indian Express। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৬।
- "Bhagyashree on comeback trail"। দ্যা টাইমস ওফ ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২১-০৮-২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.