মহিমা চৌধুরী

মাহিমা চৌধুরী (জন্ম: রিতু চৌধুরী, সেপ্টেম্বর ১৩, ১৯৭৩) একজন ভারতীয় অভিনেত্রী এবং নেপালী বংশদ্ভু প্রাক্তন মডেল। তিনি ১৯৯৭ সালের পরদেশ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ ঘটান; যার জন্য তিনি শ্রেষ্ঠ নারী চরিত্রে আত্মপ্রকাশের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন।[1]

মাহিমা চৌধুরী
মাহিমা চৌধুরী
জন্ম
রিতু চৌধুরী

(1973-09-13) সেপ্টেম্বর ১৩, ১৯৭৩
জাতীয়তাভারতীয়
পেশা
কার্যকাল১৯৯৭বর্তমান
দাম্পত্য সঙ্গীববি মুখার্জী (বি. ২০০৬)
পুরস্কারনিচে দেখুন

প্রাথমিক জীবন

মাহিমা দেহরান, উত্তরাখণ্ড রিতু চৌধুরী নাম নিয়ে জন্মগ্রহণ করেন। তার পিতা বাঘপাত পশ্চিমী উত্তর প্রদেশ মধ্যে কারিকুর গ্রাম থেকে একজন হিন্দু জাট ছিলেন। তার মা দার্জিলিং, পশ্চিমবঙ্গ থেকে নেপালি জাতিভূক্ত ছিলেন।

অভিনয় জীবন

মাহিমা চৌধুরী, এপ্রিল ২০১৩ সালে

মাহিমা একটি গ্রাম্য মেয়ে হিসেবে ১৯৯৭ সালের চলচ্চিত্র "পারদেশ" অভিনয়ের মাধ্যমে তার অভিনয় শুরু করেন। তার অন্যান্য চরিত্রে মধ্যে "দাগ: দ্যা ফায়ার" চলচ্চিত্রটিতে একজন বাজে পতিতার চরিত্রে অভিনয় করেন।

চলচ্চিত্রের তালিকা

বছরচলচ্চিত্রভূমিকানোট
১৯৯৭পরদেশকুসুম গঙ্গাবিজয়ী – ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিষেক পুরষ্কার
মনোনিত – ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরষ্কার
১৯৯৯মানাসুলো মাতাতেলেগু ছবি
দিল ক্যা কারেকবিতা কিশোরমনোনিত – ফিল্মফেয়ার শ্রেষ্ঠ সহকারী অভিনেত্রী পুরষ্কার
দাগ: দ্যা ফায়ারকাজল ভার্মা /কাজরী
প্যায়ার কই খেল নাহিনিশা
২০০০ধারকানশিতল ভার্মামনোনিত – ফিল্মফেয়ার শ্রেষ্ঠ সহকারী অভিনেত্রী পুরষ্কার
দিওয়ানেপুজা
কুরুক্ষেত্রঅঞ্জলি পি সিং
খিলাড়ি ৪২০রিতু ভরন্দাজ
২০০১লজ্জামাইথালি
ইয়ে তেরা ঘার ইয়ে মেরা ঘারস্বরসতী
২০০২ভারত ভাগ্য দেবতা
ওম জয় জগদীশআয়েশা
দিল হ্যা তুমহারানিম্মি
২০০৩সায়া (২০০৩ চলচ্চিত্র) তন্যা
তেরে নামবিশেষ উপস্থিতি (গানের)

টিভি অনুষ্ঠান

পুরস্কার এবং মনোনয়ন

অভিনেত্রী পুরস্কার এবং মনোনয়ন তালিকা
বছরচলচ্চিত্রপুরস্কারবিভাগফলাফল
১৯৯৮পরদেশফিল্মফেয়ার পুরস্কারশ্রেষ্ঠ অভিনেত্রী অভিষেকবিজয়ী
পরদেশফিল্মফেয়ার পুরস্কারশ্রেষ্ঠ অভিনেত্রীমনোনীত
১৯৯৯দিল ক্যায়া কারেফিল্মফেয়ার পুরস্কারশ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীমনোনীত
২০০১ধারকানফিল্মফেয়ার পুরস্কারশ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীমনোনীত
ধারকানআইফা পুরস্কারশ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীমনোনীত
ধারকানস্টার স্ক্রিন পুরস্কারশ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীমনোনীত
ধারকানবলিউড মুভি পুরস্কারশ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীবিজয়ী
২০০৫দোবারাজি সিনে পুরস্কারশ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীমনোনীত

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Mahima Chaudhry. IMDb.com

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.