এশা দেওল

এশা দেওল (জন্ম: ২ নভেম্বর ১৯৮১) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী; যিনি মূলত বলিউড চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তিনি ২০০২ সালের কোই মেরে দিল সে পুছে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ করেন। দেওল চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা কুড়ান এবং তার অভিনয় জীবনে অনেকগুলি পুরষ্কার অর্জন করতে সক্ষম হন।[1]

এশা দেওল
Esha Deol
দেওল ২০১১ সালে টেল মি ও খুদা চলচ্চিত্রের অনুষ্ঠানে
জন্ম
এশা ধর্মেন্দ্র দেওল

(1981-11-02) ২ নভেম্বর ১৯৮১
শিক্ষামিথিবাই কলেজ
পেশাঅভিনেত্রী
কার্যকাল২০০২–বর্তমান
দাম্পত্য সঙ্গীভারত তাখতানি (২০১২–বর্তমান)
পিতা-মাতাধর্মেন্দ্র
হেমা মালিনী
আত্মীয়অহনা দেওল (বোন)
সানি দেওল (ভাই)
ববি দেওল (ভাই)
অভয় দেওল (চাচাত ভাই)

ব্যক্তিগত জীবন

এশা দেওল এবং ভারত তাখতানি তাদের বিবাহ অনুষ্ঠানে

এশা দেওল ১৯৮১ সালের ২ নভেম্বর তারিখে ভারতের মুম্বাই, মহারাষ্ট্র জন্মগ্রহণ করেন। তার পূর্ণ নাম হল এশা ধর্মেন্দ্র দেওল। এশা নামটি উপনিষদ্‌ এবং সংস্কৃত ভাষার থেকে নেওয়া হয়েছে; যার অর্থ হল "ঐশ্বরিক দয়িত" বা স্বর্গীয় ভালবাসা। তিনি বলিউড অভিনেতা ধর্মেন্দ্র এবং হেমা মালিনী এর বড় মেয়ে। তার অহনা দেওল নামে একটি ছোট বোন রয়েছে। তিনি অভিনেতা সানি দেওলববি দেওল এর সম-বোন এবং অভিনেতা অভয় দেওল এর চাচাত বোন।

এশা পাঞ্জাবিতামিল ভাষায় কথা বলতে পারেন। তিনি যখন তার মা এবং বোনের সাথে কথা বলেন তখন তামিল ভাষা ব্যবহার করেন।

এশা দেওল ২০১২ সালের ১২ই ফেব্রুয়ারি তার প্রেমিক ভারত তাখতানির (একজন ব্যবসায়ী) সাথে বিবাহের বাগদান সম্পন্ন করেন[2] এবং ২০১২ সালের ২৯ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[3]

চলচ্চিত্রের তালিকা

বছর চলচ্চিত্র ভূমিকা মন্তব্য
২০০২কই মেরে দিল সে পুছেআইশা সিংফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ অভিষেক অভিনেত্রী
২০০২না তুম জানো না হামএশা মালহোত্রা
২০০২ক্যা দিল নে কাহাএশা
২০০৩কুছ তো হ্যায়তন্যা
২০০৩চুরা লিয়া হ্যায় তুমনেতিনা খান্না
২০০৩লক কার্গিলডিম্পল
২০০৪আয়ুথা এজহুথুগীতাঞ্জলিতামিল চলচ্চিত্র
২০০৪যুবারাধিকা
২০০৪ধুমসীনা
২০০৫ইনসানহীনা
২০০৫কালরিয়া থাপর
২০০৫ম্যায় এইসা হি হুমায়া ত্রিবেদী
২০০৫দাসনেহা
২০০৫নো এন্ট্রিপুজা
২০০৫শাদি নাম্বার ওয়ানদিয়া সাক্সিনা
২০০৬প্যায়ারে মোহনপ্রিতি
২০০৬আনকাহিকাব্য কৃষ্ণ
২০০৭জাস্ট ম্যারিডরিতিকা খান্না
২০০৭ডারলিংগীতা মেনন
২০০৭ক্যাশপুজা
২০০৮সানডেনিজ"কাশমাকাশ" গানে বিশেষ উপস্থিতি
২০০৮ মানি হ্যায় তোহ হানি হ্যায়নিজ"তা না না" গান বিশেষ উপস্থিতি
২০০৮ ওয়ান টু থ্রিজিয়া
২০০৮ হাইজ্যাকসায়রা
২০১১টেল মি ও খুদাতানিয়া আর. কাপুর
২০১৫কেয়ার অব ফুটপথ ২মীরাকন্নাটা
কিল দেম ইয়ংহিন্দি
মাঞ্জাতেলেগু

টেলিভিশন

বছর টেলিভিশন ভূমিকা মন্তব্য
২০১৫এমটিভি রোডিস এক্স২গ্যাং লীডার

পুরস্কার এবং মনোনয়ন

বছরপুরস্কারবিভাগচলচ্চিত্রফলাফল
২০০৩বলিউড মুভি অ্যাওয়ার্ডসশ্রেষ্ঠ অভিষেক অভিনেত্রীকই মেরে দিল সে পুছেবিজয়ী
ফিল্মফেয়ার পুরস্কারশ্রেষ্ঠ অভিষেক অভিনেত্রীকই মেরে দিল সে পুছেবিজয়ী
স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডনবাগত উদিয়মান অভিনেত্রীকই মেরে দিল সে পুছে
না তুম জানো না হুম
কেয়্ দিল না খা
বিজয়ী
আইফা পুরস্কারশ্রেষ্ঠ অভিষেক অভিনেত্রী -২০১২কই মেরে দিল সে পুছেবিজয়ী
২০০৫শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীধুমমনোনীত

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Filmfare Awards: Winners of 2002"India Times। সংগ্রহের তারিখ ২০১২-১১-০৬
  2. "Esha Deol to wed in temple on June 29"। Mumbai: Indian Express। ১১ জুন ২০১২। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১২
  3. "Esha Deol to wed in a temple"The Times Of India। ১১ জুন ২০১২।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.