জ্যাকুলিন ফার্নান্দেজ

জ্যাকুলিন ফার্নান্দেজ (সিংহলি: ජැකලීන් ෆර්නැන්ඩස්; জন্মঃ ১১ আগস্ট, ১৯৮৫) শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী।[2] তিনি ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা মুকুট বিজয়ী। মিস ইউনিভার্স শ্রীলঙ্কা হিসেবে তিনি ২০০৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তার দেশকে উপস্থাপন করেন।

জ্যাকুলিন ফার্নান্দেজ
২০১৭ সালে ফেমিনা বিউটি অ্যাওয়ার্ডে জ্যাকুলিন ফার্নান্দেজ
জন্ম (1985-08-11) ১১ আগস্ট ১৯৮৫
জাতীয়তাশ্রীলঙ্কা
পেশামডেল, অভিনেত্রী
কার্যকাল২০০৬-বর্তমান (মডেল),
২০০৯-বর্তমান (অভিনেত্রী)
পরিচিতির কারণমিস ইউনিভার্স শ্রীলঙ্কা
উচ্চতা ফুট ৭ ইঞ্চি (১.৭০ মিটার) [1]
আত্মীয়Mrs. Botto (কাকাত ভাই)
ওয়েবসাইটজ্যাকুলিন ফার্নান্দেজ

২০০৯ সালে ভারতে এক মডেলিংয়ের কাজে এসে তিনি ফ্যান্টাসিধর্মী আলাদিন চলচ্চিত্রের জন্য অডিশন দেন। অডিশনে তিনি নির্বাচিত হন এবং এই ছবির মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। ফার্নান্দেজের প্রথম সফল চলচ্চিত্র হল মনস্তাত্বিক থ্রিলার মার্ডার ২ (২০১১)। পরবর্তীতে তিনি কমেডিধর্মী হাউজফুল ২ (২০১২) এবং অ্যাকশনধর্মী রেস ২ (২০১৩) ছবিতে অভিনয় করেন। ২০১৪ সালে তিনি কিক ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন, যা বলিউডে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের একটি। ফার্নান্দেজ ব্রাদার্স চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য প্রশংসা লাভ করেন। ২০১৬ সালে তার অভিনীত সফল চলচ্চিত্রগুলো হল কমেডিধর্মী হাউজফুল ৩, অ্যাকশনধর্মী ডিশুম, ও সুপারহিরো থ্রিলার আ ফ্লাইং জাট

প্রারম্ভিক জীবন

ফার্নান্দেজ ১৯৮৫ সালের ১১ই আগস্ট জন্মগ্রহণ করেন। তার পিতা ইলরয় ফার্নান্দেজকে জীবনের আদর্শ হিসেবে মেনে নিয়েছেন। অভিনেত্রীর বাবা তাদের পরিবারের জন্য সব সময় হাড়ভাঙা পরিশ্রম করেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই ফার্নান্দেজকে সবচেয়ে বেশি উৎসাহ যুগিয়েছেন। তাই তিনি তার বাবার মতো নিজেকে একজন পরিশ্রমী মানুষ হিসেবে গড়ে তুলতে চান। তিনি দায়িত্ববোধকে কখনো এড়িয়ে যাননি। যে কোনো বিপদে তার মায়ের পাশে এসে দাঁড়িয়েছেন। তাই তিনি বাবার পছন্দেই জীবনসঙ্গী নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।[3]

ব্যক্তিগত জীবন

জ্যাকুলিন ফার্নান্দেজ একটি দ্বীপের মালিক হয়েছেন। তাই বলিউডের বাসিন্দারা তাকে বিলাসী নায়িকা বলে ডাকছেন। জ্যাকুলিন নিজের জন্মভূমি শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে একটি দ্বীপ কিনেছেন যেটি দেখতে খুব সুন্দর। অনেক ধনী দ্বীপটি কিনতে চেয়েছিলেন। কিন্তু সবাইকে টেক্কা দিয়ে জ্যাকলিন দ্বীপের মালিক হয়েছেন। তার কেনা ওই দ্বীপটি শ্রীলঙ্কান ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক কুমারা সাঙ্গাকারার ব্যক্তিগত দ্বীপের ঠিক পাশেই অবস্থিত।[4]

চলচ্চিত্রসমূহ

চলচ্চিত্রসমূহ
বছরচলচ্চিত্রের নামভূমিকাটীকা
২০০৯ আলাদিন জেসমিন অভিনীত প্রথম চলচ্চিত্র
২০১০ জানে কাহাসে আয়ি হ্যায় তারা
হাউজফুল ধান্নো বিশেষ উপস্থিতি (আপ কা ক্যায়া হোগা)
২০১১ মার্ডার ২ প্রিয়া
২০১২ হাউজফুল ২ ববি কাপুর মনোনীত: সেরা পার্শ্ব অভিনেত্রীর জন্য আইফা পুরস্কার
২০১৩ রেস ২ অমিসা
রামাইয়া ভাসতাভাইয়া স্বয়ং বিশেষ উপস্থিতি (জাদু কি ঝাপ্পি)
২০১৪ কিক সায়না মেহরা
২০১৫ রায় আয়শা / টিয়া
ব্রাদার্স জেনি ফার্নান্দেজ
ডেফিনেশন অব ফিয়ার সারাহ ফোর্ডিং ব্রিটিশ চলচ্চিত্র
২০১৬ হাউসফুল ৩ গঙ্গা "গ্রেসি" পতেলি
ডিশুম ইশিকা
আ ফ্লাইং জাট কৃতি
২০১৭ আ জেন্টলম্যান কাব্য ঋষি পুরোহিত
২০১৮ রেস ৩ জেসিকা গোমেজ

সম্মাননা

পুরস্কার
বছরপ্রতিষ্ঠানপুরস্কারচলচ্চিত্রের নামফলাফল
২০১০আইফা পুরস্কারস্টার প্লাস ডেবুট অফ দা ইয়ারআলাদিন | বিজয়ী
স্টারডাস্ট অ্যাওয়ার্ডসএক্সাইটিইং নিউ ফেসবিজয়ী
২০১২স্টারডাস্ট অ্যাওয়ার্ডসসেরা অভিনেত্রী (থ্রিলার/অ্যাকশন)মার্ডার ২মনোনয়নপ্রাপ্ত
২০১৩আইফা পুরস্কারসেরা পার্শ্ব-অভিনেত্রীহাউজফুল ২মনোনয়নপ্রাপ্ত
এশিয়ানেট ফিল্ম অ্যাওয়ার্ডসসবচেয়ে স্টাইলিশ বলিউড অভিনেত্রীবিজয়ী

তথ্যসূত্র

  1. "Jacqueline Fernandez Biography, Facts"। Celebrities Facts। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-১১
  2. রুপ বদলাবেন জ্যাকুলিন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ সেপ্টেম্বর ২০১৫ তারিখে, যমুনা নিউজ। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ১০-১২-২০১২।
  3. বাবার আদর্শে জ্যাকুলিন ফার্নান্দেজ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ মার্চ ২০১৬ তারিখে, যমুনা নিউজ। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ২৮-১২-২০১২।
  4. দ্বীপের মালিক জ্যাকুলিন, শোবিজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ০১-১২-২০১২।

বহিঃসংযোগ

পুরস্কার ও স্বীকৃতি
পূর্বসূরী
রোজান ডিয়াজ
মিস ইউনিভার্স শ্রীলঙ্কা
২০০৬
উত্তরসূরী
অরুনি মধুশা
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.