মার্ডার ২

মার্ডার ২ একটি ভারতীয় সাইকোলজিক্যাল থ্রিলার[3][4]। এটাতে অভিনয় করেছেন ইমরান হাশমী, জ্যাকুলিন ফার্নান্দেজ ও প্রশান্ত নারায়ন।এর পরিচালক মোহিত সুরি এবং প্রযোজক মুকেশ ভাট।ফিল্মটি বক্স অফিসে ভালো করে এবং "ব্লকবাস্টার" বলে ঘোষণা করে বক্স অফিস ইন্ডিয়া.[5] এটি বলিউড ছায়াছবি ২০১১ এর অন্যতম ব্যবসাসফল সিনেমা।[6][7] 

মার্ডার ২
মার্ডার ২ চলচ্চিত্রের পোস্টার
পরিচালকমোহিত সুরি
প্রযোজকমুকেশ ভাট
রচয়িতাশগুফতা রফিক
কাহিনীকারনা হং জিন, শিনহো লি, হং ওন চ্যান
উৎসসাউথ কোরিয়ান চলচ্চিত্র দ্য চেসার
শ্রেষ্ঠাংশেইমরান হাশমি
জ্যাকুলিন ফার্নান্দেজ
সুরকারমিথুন (গান)
চিত্রগ্রাহকরবি ওয়ালিয়া
সম্পাদকদেবেন্দ্র মুরদেশ্বর
প্রযোজনা
কোম্পানি
বিশেষ ফিল্মস
পরিবেশকবিশেষ ফিল্মস
টি সিরিজ
মুক্তি
  •  জুলাই ২০১১ (2011-07-08)
দৈর্ঘ্য১২৮ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি[1]
নির্মাণব্যয়১২.৭ কোটি (US$১.৭৭ মিলিয়ন)
আয়১০০ কোটি (US$১৩.৯১ মিলিয়ন)[2]

শ্রেষ্ঠাংশে

অভিনেতা(গণ) ভূমিকা বিবরণ:
ইমরান হাশমী অর্জুন বগবাত একজন প্রাক্তন পুলিশ অফিসার ও প্রমাণিত অপরাধী।
জ্যাকুলিন ফার্নান্দেজ প্রিয়া সুন্দরী অবিবাহিত মডেল।
প্রশান্ত নারায়ন ধীরাজ পান্ডে একজন নপুংসক এবং মনোবিকারগ্রস্ত সিরিয়াল হত্যাকারী।
সুলাগনা পানিগ্রাহি রেশমা একটি তরুণ, দরিদ্র, কলেজ মেয়ে, যে অসহায় হয়ে প্রবেশ করে পতিতাবৃত্তিতে।
সুধাংশু পাণ্ডে ইন্সপেক্টর সাদা অর্জুনের বন্ধু
সন্দীপ সিকান্দ নির্মলা পণ্ডিত
বিক্রমজিৎ কমিশনার আহমেদ খান একজন কমিশনার যিনি সিরিয়াল কিলিং কেসগুলোকে সলভ করতে চান।
শ্বেতা কাওয়াত্রা সাইকোলজিস্ট ডঃ সানিয়া বিশেষ চরিত্রে
ইয়ানা গুপ্তা জ্যোতি আ জারা গানে বিশেষ উপস্থিতি এবং ধীরাজ পান্ডের শিকার।
অমরদীপ ঝা রেশমা এর মা ক্যামিও চরিত্রে অভিনয
অভিজিৎ লাহিড়ী ধীরাজ পান্ডের বাবা ক্যামিও চরিত্রে অভিনয়
ঝুমা বিশ্বাস হোস্টেল ওয়ার্ডেন ক্যামিও চরিত্রে অভিনয়

সাউন্ডট্র্যাক

মার্ডার ২
হরশিদ সাক্সেনা, মিথুন,সঙ্গিত হলদিপুর, সিদ্ধার্থ হলদিপুর কর্তৃক অ্যালবাম
মুক্তির তারিখ৩০ মে ২০১১ (2011-05-30)
ঘরানাFeature film soundtrack
সঙ্গীত প্রকাশনীT-Series

তথ্যসূত্র

  1. "Murder 2: Complete cast and crew details"। Bollywood Hungama। সংগ্রহের তারিখ ২০১১-০৫-২৯
  2. "2011 Worldwide Figures: Twenty Films Cross 50 Crore"। Box office India। ১৯ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১২
  3. "'Murder 2' is a desperately dark film"News18। ৯ জুলাই ২০১১।
  4. Malani, Gaurav (৮ জুলাই ২০১১)। "Murder 2: Movie Review"timesofindia.indiatimes.comThe Times of India। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৬
  5. "Huge July With Surprise MURDER 2 Topping"। ২০ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৮
  6. Murder 2 plot lifted from Korean flick(The Chaser(2008))
  7. "Emraan- "'Murder 2' is not just about erotica""। Asianet India। সংগ্রহের তারিখ ২০১১-০৬-২২

বাহ্যিক লিঙ্ক

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.