ইমরান হাশমী

ইমরান আনোয়ার হাশমী (উচ্চারিত [ɪmraːn ˈɦaːʃmiː]; জন্ম ২৪ মার্চ ১৯৭৯) একজন জনপ্রিয় ভারতীয় অভিনেতা। তিনি পরিচালক,প্রযোজক মহেশ ভাটের ভাগ্নে।

ইমরান হাশমী
এক থী ডায়ন ছবির প্রচার অনুষ্ঠানে ইমরান হাশমী, ২০১৩
জন্ম
ইমরান আনোয়ার হাশমী

(1979-03-24) ২৪ মার্চ ১৯৭৯
পেশাঅভিনেতা
কার্যকাল২০০৩–বর্তমান
দাম্পত্য সঙ্গীপারভীন সাহানী (বি. ২০০৬)
সন্তান১ (আয়ান)
আত্মীয়ভট্ট পরিবার দেখুন

প্রাথমিক জীবন

ইমরান হাশমির বাবা আনোয়ার হাশমী এবং মা মাহেররা হাশমী। ইমরান হাশমীর বাবা মুসলিম এবং মা একজন রোমান ক্যাথলিক।[1] তিনি তার নামের প্রথম অংশ ফারহান বাদ দিয়ে আসল নাম ইমরান হাশমী রাখেন। তিনি মুম্বায়ের স্যদেনহাম কলেজ থেকে গ্রাফিক এবং এনিমেটেডের উপর পড়া লেখা করেছেন।

অভিনয় জীবন

ইমরান হাশমীর অভিনয় জীবনের শুরু হয় ফুটপাথ (২০০৩) ছবির মাধ্যমে, তবে বক্স অফিসে খুব একটা সাড়া ফেলেনি । পরের বছর সহ অভিনেত্রী মল্লিকা শেরওয়াত এর সাথে মার্ডার (২০০৪) ছবিটা বক্স অফিসে তুমুল আলোড়ন সৃষ্টি করে। ২০০৫ সালে আদিত্য দত্ত পরিচালিত আশিক বানায়া আপনে এবং পরিচালক মোহিত সুরীর কলিযুগ ছবিতে অভিনয় করেন । তবে এ গুলি মাঝারি মানের ব্যবসা করে। ২০০৬ সালে গ্যাংস্টার সেমি হিট হয় এবং আকছারকিলার ছবি গুলো ফ্লপ হয়। ২০০৭ সালে তিনটি ছবি করেন তার মধ্যে আওয়ারাপান মোটামুটি ব্যবসা করে এবং গুড বয় ব্যাড বয়, দ্যা ট্রেন ছবি গুলো বক্স অফিসে সাফল্য অর্জনে ব্যর্থ হয়। ২০০৮ সালে জান্নাত ছবিটা ব্যবসায়ীক এবং সমলোচনার দিক দিয়ে ১০০ ভাগ সফল হয় । তার অভিনয়েও আছে ভিন্ন রকম ভঙ্গীমা যা বিরল । তার পরবর্তী ছবি ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই (২০১০) তার অভিনয় দক্ষতার পরিচায়ক। পরবরতিতে তার ছবি মার্ডার ২(২০১১) ,জান্নাত ২ (২০১২) ব্যাপক সফলতা পায়। তার ছবি সাংহাই (২০১২) তার অভিনয় প্রতিভাকে বিকশিত করেছে। তিনি বলিউডে সিরিয়াল কিসার ও চুম্বন দেবতা নামে পরিচিত।

চলচ্চিত্র তালিকা (অসম্পূর্ণ)

বছরচলচ্চিত্রের নামচরিত্রটীকা
২০০৩ফুটপাথরাগু শ্রিবাস্তাব
২০০৪মার্ডারসানি
তুমসে নেহি দেখাদাখাস মিতাল
২০০৫জেহেরসিদ্ধার্থ মেহরা
আশিক বানায়া আপনেবিক্রম মাথুর
চকলেটদেবা
কলিযুগআলী ভাই
২০০৬জাওয়ানী দিওয়ানীমন কাপুর
আকসাররিকি শর্মা
গ্যাংস্টারআকাশমনোনয়ন, সেরা নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার
দা কিলারনিখিল জোশি
দিল দিয়া হ্যাঁয়সাহিল খান্না
২০০৭গুড বয় ব্যাড বয়রাজু মালহুত্রা
আওয়ারপনসিবাম
দা ট্রেনবিশাল দিক্সিট
২০০৮জান্নাতঅর্জুন
২০০৯রাজ দা মিস্ট্রি কোন্টিনিউপ্রিথবী সিং
তুম মিলেঅক্ষয়
২০১০ওয়ান্স আপওন এ টাইম ইন মুম্বাইশোয়েব খানমনোনয়ন, সেরা পাশ্ব অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার
ক্রুকজয় দিক্সিট / সুরাজ বাহাদ্বায
২০১১দিল ত বাচ্চা হে জিঅভয় সুরি
মার্ডার ২অর্জুন ভাগয়াত
দা ডার্টি পিকচারআব্রাহাম
২০১২জান্নাত ২সনু দিল্লি কেকেসি(কুত্তী কামিনি চিজ)
সাংহাইজোগিন্দার পারমার
রুশসামার গ্রুবার
রাজ ৩ডিআদিত্য
২০১৩গাহানচাকারসাঞ্জয় আত্রে
এক থি দায়ানবোবো
২০১৪উংলিনিখিল
রাজা নাটয়ারলালমিথিলেশ 'রাজা' কুমার
২০১৫টাইগারসআয়ানপোস্ট-প্রোডাকশন
মি. এক্সডঃ বিক্রম সিং/ মি.এক্স
হামারি আধুরি কাহানীআরাভ রূপরেল
২০১৬ _
২০১৭ বাদশাহো
২০১৮ _
২০১৯ হোয়াই চিট ইন্ডিয়া

দ্য বার্ড অফ ব্লাড

দ্য বডি

রাকেশ কুমার সিং

কবির আনন্দ/ অ্যাডোনিস

লেখক হিসেবে ইমরান

ইমরান হাশমী ক্যান্সার হতে আরোগ্য লাভকারী তার ছেলে আয়ানকে নিয়ে একটি বই লেখেন।বইটির নাম "The Kiss of Life: How a Superhero and My Son Defeated Cancer".

বইটিতে সহকারী লেখক হিসেবে কাজ করেছেন বিলাল সিদ্দিকী।

পেংগুইন প্রকাশনী হতে গ্রন্থটি ২০১৬ সালে এপ্রিল মাসে প্রকাশিত হয়।

তথ্যসূত্র

  1. "Emraan Hashmi"The Hindustan Times। ২৩ জুলাই ২০১২। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.