ইয়ানা গুপ্তা

ইয়ানা সেন গুপ্তা (Jana Synková) মুম্বাইয়ের একজন চেক মডেল ও অভিনেত্রী।[2] তিনি চেক প্রজাতন্ত্রের নাগরিক।[3] তিনি লেখিকা হিসেবে হাউ টু লাভ ইওর বডি অ্যান্ড গেট দা বডি ইউ লাভ নামে একটি বই লিখেছেন।[4] বাগান ও পার্ক স্থাপত্যের উপর স্নাতক হওয়ার পর তিনি জাপান গিয়েছিলেন। সেখানে তিনি বেশ কিছু দিন মডেলিং এর সাথে জড়িত ছিলেন। তার প্রবল কর্ম উদ্দীপনা তাকে ভারতে নিয়ে আসে। ভারতে এসে তিনি সত্যাকাম গুপ্তার প্রেমে পড়েন ও তাকে বিয়ে করেন। পরবর্তীতে তিনি তার পদবী পরিবর্তন করেন এবং পুনেতে (মহারাষ্ট্র, ভারত) বাস করা শুরু করেন। বিয়ের পর তিনি মুম্বাইয়ে লিমকা, এমটিভি ল্যাকমির সাথে মডেলিং অব্যাহত রাখেন। দাম ছবির একটি আইটেম গানের মাধ্যমে তিনি বলিউডে যাত্রা শুরু করেন।

ইয়ানা সেন গুপ্তা
ইয়ানা গুপ্তা (মে, ২০১১)
জন্ম (1980-04-23) ২৩ এপ্রিল ১৯৮০[1]
নাগরিকত্বচেক, ভারতীয়
পেশামডেল, অভিনেত্রী
উচ্চতা৫' ৮" (১.৭৩ মি.)
দাম্পত্য সঙ্গীসত্যাকাম গুপ্তা (২০০১ - ১৮ মে ২০০৫) (তালাকপ্রাপ্ত)

বাক্তিগত জীবন

তিনি ২০০১ সালে সত্যাকাম গুপ্তাকে বিয়ে করেন ও ২০০৫ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তার প্রধান শখগুলো হচ্ছে গীটার বাজানো, নৃত্য, বাঁশি বাজানো, স্বাস্থ্য, ফিটনেস, অ্যারোবিক্স ও কম্পিউটার। তিনি নিরামিষাশী। স্থানীয় চেক ভাষা ছাড়াও তিনি স্প্যানিশ, জাপানি, ইংরেজি এবং অল্প হিন্দিউর্দু জানেন।

চলচ্চিত্রসমূহ

চলচ্চিত্রসমূহ
বছরচলচ্চিত্রের নামভাষাচরিত্র
২০০৩দামহিন্দিবিশেষ উপস্থিতি ("বিজলী গিরি")
২০০৪মনমোধনতামিলবিশেষ উপস্থিতি
ঘারসানাতেলেগুবিশেষ উপস্থিতি
রাখতহিন্দিবিশেষ উপস্থিতি ("ওহ! হোয়াট আ বেব")
২০০৫যোগীকন্নড়বিশেষ উপস্থিতি ("বিন লাদেন নান মাভা")
আন্নিয়াতামিলবিশেষ উপস্থিতি
২০০৭শঙ্কর দাদা জিন্দাবাদতেলেগুবিশেষ উপস্থিতি
ক্যাসে কাহেহিন্দিনৃত্যশিল্পী / গায়িকা (অস্ট্রেলিয়া)
২০০৮নব্বই ঘণ্টাবাংলা
২০১১চালো দিল্লীহিন্দিনৃত্যশিল্পী / গায়িকা
মার্ডার ২হিন্দিজয়তি
স্ট্যান্ড বাইহিন্দিনৃত্যশিল্পী / গায়িকা

টেলিভিশন উপস্থিতি

টেলিভিশন উপস্থিতি
নামচরিত্রদেশটুকিটাকি
সো জানা ক্রোশ (টিভি সিরিজ)স্বয়ংচেক রিপাবলিক২৮শে সেপ্টেম্বর, ২০১২ তারিখের পর্ব
ফিয়ার ফ্যাক্টরঃ খাতরো কা খিলাড়ী (প্রথম মরশুম)স্বয়ংভারতক্যাপ্টেন আসভিন পাতিল সহ, সপ্তম পর্বে এলিমিনেট হন ও অষ্টম পর্বে পুনর্বহাল হন।

চতুর্দশ পর্বে সর্বোচ্চভাবে এলিমিনেট হন (জেটহেলিকপ্টার)

তথ্যসূত্র

  1. "Yana Gupta"। Whole Celebs Fact। ২০১৬-০৩-১০। ২০১৬-০৯-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-১৩
  2. "Czech-mate time." The Hindu. Monday 19 January 2004. Retrieved on 17 February 2009.
  3. {{সংবাদ উদ্ধৃতি|url=http://articles.timesofindia.indiatimes.com/2010-08-30/india/28302504_1_employment-visa-tourist-visa-uk-citizen |title=Working in Bollywood for years, but shy of citizenship? - Times Of India |publisher=[[Indiatimes.com]] |date= 30 August 2010|accessdate=2011-06-21}}
  4. "Yana Gupta turns writer, pens book on health"Ibnlive.com। ৮ ডিসেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২০১২-০২-০৭ .

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.